সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১৮

চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা কাদের খান

ইত্যাদি নিউজ:

চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা কাদের খান। কানাডার একটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। বর্ষীয়ান অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা বলিউড।
বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন কাদের খান। ৩ বছর আগে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে হাঁটুতে অস্ত্রপচার করা হয় তাঁর। অস্ত্রপাচারের পর থেকে হাঁটাচলাতেও বেশ অসুবিধাই হত বলিউড অভিনেতার। কিন্তু, ডিসেম্বর মাস থেকে আরও বেশি করে অসুস্থ হয়ে পড়ছিলেন তিনি। বড় ছেলে সরফরাজ এবং তাঁর স্ত্রী বাবার দেখাশোনা করতেন। কিন্তু, বেশ কিছুদিন ধরেই কাদের খান চিকিত্সায় সাড়া দিচ্ছিলেন না। ফলে, তাঁকে কানাডায় উড়িয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু, ২০১৯ সালের শুরুর দিনই জানা যায়, আর নেই বর্ষীয়ান অভিনেতা।
সম্প্রতি কাদের খানের মৃত্যু নিয়ে একাধিক গুঞ্জন শুরু হয়। রবিবার গভীর রাতে আচমকাই তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে একাধিক সোশ্যাল মিডিয়ায়। তাঁকে শ্রদ্ধা জানানোর হিড়িকও পড়ে যায় নেটিজেনদের একাংশের মধ্যে। কিন্তু, অভিনেতার ছেলে সরফরাজ খান জানান, তাঁর বাবার মৃত্যু নিয়ে গুজব ছড়িয়েছে। তাঁর বাবার শ্বাসের কষ্ট বেড়েছে এবং তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে বলেও জানান সরফরাজ। কিন্তু, সরফরাজের ওই বক্তব্যের পর বেশি সময় আর কাটেনি। মঙ্গলবার সকালেই পাওয়া যায় বর্ষীয়ান অভিনেতার মৃত্যুর খবর।
https://www.facebook.com/ItyadiNewsMsd/

বছরটা আক্ষরিক অর্থেই নতুন হোক সবার

ইত্যাদি নিউজ:

আরও একটা নতুন বছর এল। সবাইকে আন্তরিক শুভেচ্ছা। এই নতুন বছর প্রত্যেকের আনন্দে কাটুক, সুস্থ-সবল ভাবে কাটুক, সমৃদ্ধিতে কাটুক— প্রার্থনা থাক এমনই। তবে এ প্রার্থনা ফলপ্রসূ তখনই হবে, যখন এই নতুন বছরটায় জীবনের কিছু বুনিয়াদি শিক্ষাকে কাজে লাগাতে পারব আমরা। শিক্ষাটা পরিমিতিবোধের, জীবনের নানা ক্ষেত্রের সীমারেখাগুলো চিনে নেওয়ার, ভারসাম্যের, শান্তিপূর্ণ সহাবস্থানের, সহিষ্ণুতার। এই কথাগুলো মনে রাখতে পারলে নতুন বছর আমাদের ভালই যাবে।
বর্ষবরণ উপলক্ষে আপাতত উৎসবের রেশ সর্বত্র। তবে ভারতবাসীর জন্য এই নতুন বছরের সবচেয়ে বড় উৎসব হতে চলেছে গণতন্ত্রের উৎসব। আরও একটা নতুন বছর এল। সবাইকে আন্তরিক শুভেচ্ছা। এই নতুন বছর প্রত্যেকের আনন্দে কাটুক, সুস্থ-সবল ভাবে কাটুক, সমৃদ্ধিতে কাটুক— প্রার্থনা থাক এমনই। তবে এ প্রার্থনা ফলপ্রসূ তখনই হবে, যখন এই নতুন বছরটায় জীবনের কিছু বুনিয়াদি শিক্ষাকে কাজে লাগাতে পারব আমরা। শিক্ষাটা পরিমিতিবোধের, জীবনের নানা ক্ষেত্রের সীমারেখাগুলো চিনে নেওয়ার, ভারসাম্যের, শান্তিপূর্ণ সহাবস্থানের, সহিষ্ণুতার। এই কথাগুলো মনে রাখতে পারলে নতুন বছর আমাদের ভালই যাবে।
বর্ষবরণ উপলক্ষে আপাতত উৎসবের রেশ সর্বত্র। তবে ভারতবাসীর জন্য এই নতুন বছরের সবচেয়ে বড় উৎসব হতে চলেছে গণতন্ত্রের উৎসব।
নির্বাচনী লড়াই বরাবরই টানটান উত্তেজনা নিয়ে আসে এ দেশে। ভোটের মরসুমে এই রাজনৈতিক উত্তেজনা খুব অস্বাভাবিক নয়। কিন্তু রাজনীতি আর ব্যক্তিগত জীবন গুলিয়ে ফেলা অস্বাভাবিক, রাজনৈতিক ময়দানের লড়াইকে জীবনের অন্যান্য ক্ষেত্রেও চারিয়ে দেওয়া অস্বাভাবিক, রাজনৈতিক মতান্তরকে নাগরিকদের মধ্যে স্থায়ী মনান্তরের কারণ করে তোলা অস্বাভাবিক। গণতন্ত্রের বৃহত্তর উৎসবে মেতে ওঠার সময়ে এই সব অস্বাভাবিকতাগুলো থেকে দূরে থাকতে হবে আমাদের। মনে রাখতে হবে, আরও একটা নতুন বছর মানে কিন্তু খাতায়-কলমে আরও একধাপ অগ্রসর হওয়া। সুতরাং, রাজনৈতিক সংস্কৃতিতেও সেই ছাপটা আমাদের রাখতে হবে। আমরা সামনের দিকে যাচ্ছি, পিছনের দিকে নয়, একথা আমাদের মনে রাখতে হবে।

নতুন বছরের প্রথম দিনে সংকল্প নেওয়া যাক— কথাগুলো আমরা মনে রাখব, নতুন বছরকে আক্ষরিক অর্থেই অগ্রগমনের প্রতীক করে তুলব। আসুন, নতুন বছর সবাই ভাল কাটাই, সবাই মিলে আনন্দে থাকি, আনন্দে রাখি।
https://www.facebook.com/ItyadiNewsMsd/

রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮

শেষ হল 'আক্রান্ত পদাতিক'-এর পথচলা,শোকের ছায়া চলচ্চিত্র জগতে

ইত্যাদি নিউজ:

‘I am one year younger than what I’ll be in next year’- আত্মজীবনীতে এভাবেই নিজের জন্মদিনকে ব্যাখ্যা করেছিলেন কিংবদন্তি পরিচালক মৃণাল সেন৷ বছরের ঠিক শেষে ইহলোককে চিরবিদায় জানালেন প্রবাদপ্রতীম পরিচালক৷ রবিবার সকালে সাড়ে দশটা নাগাদ নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি৷ বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন দাদাসাহেব ফালকে এবং পদ্মভূষণ সম্মানে ভূষিত পরিচালক৷ তাঁর বয়স হয়েছিল ৯৫। 

২৩ সালের ১৪ মে ব্রিটিশ ইন্ডিয়ার ফরিদপুরে জন্ম নেওয়া এই বাঙালি পরিচালক ১৯৮৩ সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছিলেন। গত বছরই স্ত্রী বিয়োগ ঘটেছিল। এবার পৃথিবীর মোহ কাটিয়ে নিজেও পরলোকে পাড়ি দিলেন।

সিনেমার ইতিহাস পেয়েছিল এই অক্লান্ত পদাতিককে৷ বাংলা সিনেমার খোলনলচে বদলে তখন উঠে আসছে দুটি ধারা৷ একদিকে সত্যজিৎ তাঁর নান্দনিকতা আর ভাবনায় জারিত করছেন সিনেমা শিল্পকে, অন্যদিকে ঋত্বিক ঘটক চলচ্চিত্রে লিখে চলেছেন সময়ের অভিশাপ আর অভিশাপ পেরিয়ে অনন্ত আশাবাদের আলো৷ ঠিক তার মধ্যেই স্বতন্ত্র, ঋজু ও বলিষ্ঠ এক স্বর হয়ে উঠে এসেছিলেন মৃণাল সেন৷ চলচ্চিত্র সমালোচনার সুবাদে দেশ ও বিদেশের চলচ্চিত্রের হাল হকিকত ছিল নখদর্পণে৷ বাস্তবতার অঙ্গীকার মেনে নিয়েই সিনেমা কোন নতুন আঙ্গিক পেতে পারে, তারই খেলায় মেতেছিলেন তিনি৷
প্রথম ছবিতেই অবশ্য নিজের স্বাক্ষর ফুটিয়ে তুলতে পারেননি৷ তবে তারপর একে একে বাঙালি ঋদ্ধ হতে থাকে তাঁর সচেতন নির্মাণে৷ ফলে তাঁর ছবি হয়ে উঠল একেবারে অন্য ঘরানার৷ যে ঘরানায় দাঁড়িয়ে শোকাহত বাবার একটা ছোট্ট নমস্কারই প্রবল থাপ্পড় বেজে উঠতে পারে বাঙালির বুকে৷ টান দিতে পারে ভাবনা আর জীবনদর্শনের একেবারে মূল ধরে৷ আর এই করতে করতেই বাংলা সিনেমাকে তিনি প্রতত করেন আন্তর্জাতিকার আঙিনায়৷ আখ্যানের ছাঁচ ভেঙে প্রবন্ধধর্মিতায় তিনি বাংলা সিনেমাকে হাজির করান এমন এক ভুবনে, যেখানে সিনেমা শিল্পের নিরিখে আন্তর্জাতিক হয়েও আয়না ধরতে পারে বাঙালির চোখের তারায়৷ আসলে তিনি মৃণাল সেন বলেই বোধহয় বাঙালির বাইশে শ্রাবণের শোকভেজা নস্ট্যালজিয়া ভেঙে তুলে ধরতে পারেন দুর্দশা-সংকট আর রিক্ততাটুকু৷ ছাত্রবস্থায় তিনিই তো সাক্ষী থেকেছিলেন কবিপ্রয়াণের জমায়েতে বাঙালির ভিড়ের উন্মাদনায় এক বাবার হাত থেকে মৃত শিশুর হারিয়ে যাওয়ার ঘটনায়৷ মননে বোধহয় সেদিনই পড়েছিল কালসিটে৷ সেই অভিঘাত, সেই কালসিটের ব্যথা তিনি গোপন করেননি৷ বরং রূপোলি পর্দার মোহাবরণ মুক্ত করে, এই বাস্তবতার মুখোমুখিই তিনি দাঁড় করাতে চেয়েছিলেন দর্শককে৷ আর সেই লক্ষ্যের পথে প্রতিনিয়ত বেছে নিয়েছেন নতুন আঙ্গিক, নতুন নিরীক্ষা৷ ছবিতে ছবিতে রেখেছেন তাঁর বুড়ো আঙুলের ছাপ, যার অনুকৃতিও আজ অসম্ভবপ্রায়৷ বাংলা ছবি আজও তাই তাঁর সমীপে শিক্ষার্থী৷ আর বাঙালি দর্শকের কাছে তিনি হৃতগৌরবের মাইলফলক৷ তাঁকে শ্রদ্ধা জানাচ্ছে চলচিত্র জগৎ৷

বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮

মোদির বিরুদ্ধে লড়ব, দিদি বিরুদ্ধেও লড়াই করব: কানহাইয়া কুমার

ইত্যাদি নিউজ:

 দেশের বিভাজনের রাজনীতি চলছে৷ হিন্দু-মুসলিমের মধ্যে বিভেদ আনার চেষ্টা কলছে৷ এসব আমরা মেনে নেব না৷ এই বিভাজনের রাজনীতি করা মোদি-দিদি, সবার বিরুদ্ধেই লড়াই করব৷’ বুধবার দুপুরে সিপিআইয়ের রাজ্য কমিটির ডাকে ধর্মতলায় জনসভা মঞ্চ থেকে এমনই বার্তা দিলেন কানহাইয়া কুমার৷
বুধবার ধর্মতলা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ করে কানহাই কুমার বলেন, ‘‘আজ দিদির জন্য বাংলায় আরএসএস ও বিজেপির শক্তি বাড়ছে৷ একজন বলছে, আমি হিন্দুদের রক্ষক, একজন বলছে আমি মসুলিমদের রক্ষক৷ আসলে, এই রক্ষকদের জন্যই বাংলায় সমস্যা বাড়ছে৷’’ কানাহাই কুমারের প্রশ্ন, ‘‘আপনি মহরমের অনুমতি দিচ্ছেন, কিন্তু, দুর্গা প্রতিমার বিসর্জনের অনুমতি দিচ্ছে না কেন?’’ এদিন রাজ্য ও দেশের বর্তমান অবস্থান তুলে ধরে বলেন, ‘‘এই দেশ ধর্মনিরপেক্ষ৷ সংবিধানেও তাই বলা আছে৷ কিন্তু, দেশে বিভাজনের রাজনীতি ভয়ংকর রূপ নিতে শুরু করেছে৷ অবিলম্বে এটা বন্ধ হওয়া জরুরি৷ প্রতিটি ধর্মের মানুষ, তাঁর বিশ্বাস নিয়ে বাঁচুক, এটা আমরা চাই৷’’
দীর্ঘদিন বাদে একক কর্মসূচি হিসেবে দলীয় ব্যানারে জনসভা করছে সিপিআই৷ সঙ্গত কারণে সভায় লোক সমাগমের দিকে নজর রাখা হয়েছিল৷ তবে এব্যাপারে তারা বাজিমাৎ করতে দেশে মোদিবিরোধী রাজনীতির দুই তরুণ জনপ্রিয় মুখ কানহাইয়া কুমার ও জিগ্নেশ মেবানিকে বক্তা হিসেবে হাজির করিয়ে৷ কানহাইয়া এই দলেরই সদস্য৷ দলের ছাত্র সংগঠনের অন্যতম নেতা ছিলেন তিনি৷
অন্যদিকে, মোদিবিরোধী রাজনীতির পরিসরে জিগ্নেশ গুজরাতের সীমানা ছাড়িয়ে দেশের দলিত সম্প্রদায়ের মধ্যে এখন বেশ জনপ্রিয়৷ তবে এই দুই তরুণ-তুর্কি কলকাতায় আনিয়ে মোদি তথা বিজেপির পাশাপাশি রাজ্যের শাসকদল তৃণমূল ও তার সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হন জিগ্নেশ ও কানাহাই।

মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১৮

চার্চে যাওয়ার পথে ‘দুষ্কৃতী’ হামলা, মহারাষ্ট্রের কোলাপুরে আহত ১২

ইত্যাদি নিউজ:

 মহারাষ্ট্রের কোলাপুরে রবিবারের প্রার্থনায় যাওয়ার পথে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের হাতে আহত হলেন খ্রিস্টান সম্প্রদায়ের অন্তত ১২ জন। সংবাদ মাধ্যমকে কোলাপুরের পুলিশ সুপার জানিয়েছেন, সম্ভবত ‘দক্ষিণপন্থী’ শক্তিই আছে এই হামলার পিছনে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। দেশ জুড়ে শুরু হয়েছে নিন্দার ঝড়।
রবিবার সকালের প্রার্থনার উদ্দেশ্যে কোলাপুরের কোবাড গ্রামের বাসিন্দা ভীমসেন চবনের বাড়িতে একে একে জমা হচ্ছিলেন স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরা। তাঁদের মধ্যে অনেকেই ছিলেন মহিলা। ভীমসের চবনের বাড়ির কাছে পৌঁছতেই তাঁদের ওপর চড়াও হয় দুষ্কৃতীরা। কালো কাপড়ে মুখ বাঁধা অবস্থায় বাইকে করে এসে চালানো হয় হামলা। তরবারি, লোহার রড, ইট এবং লোহার রড নিয়ে হামলা চালায় ১০-১৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি।
এই অচকিত হামলায় হকচকিয়ে যান স্থানীয় মানুষেরা। কিন্তু নিজেদের বাঁচাতে তাঁরা লঙ্কার গুঁড়ো নিয়ে দুষ্কৃতীদের উদ্দেশে ছুড়তে থাকেন। কিছুক্ষণ পর পিছু হঠে দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের হামলায় অন্তত ১২ জন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ আহত হয়েছেন, যাঁদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের স্থানীয় বেলগাভি জেলার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোলাপুরের পুলিশ সুপার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘‘সম্ভবত দক্ষিণপন্থী শক্তির মদতেই এই হামলা। আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি। হামলাকারীদের খুঁজতে চারটি দল তৈরি করা হয়েছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। এলাকার যে সমস্ত ক্লোজ সার্কিট ক্যামেরা আছে, খতিয়ে দেখা হচ্ছে সেই সমস্ত ফুটেজও।’’
রবিবারের এই ঘটনা সামনে আসার পর থেকে ফের সামনে উঠে এসেছে ভারতে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি। ক্রিসমাসের ঠিক আগে এই হামলার ঘটনায় খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের পাশাপাশি উদ্বিগ্ন শুভবুদ্ধিসম্পন্ন সমাজও।
https://www.facebook.com/ItyadiNewsMsd/

সাহিত্য জগতে নক্ষত্রপতন, প্রয়াত সেই বিখ্যাত উলঙ্গ রাজার কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী


ইত্যাদি নিউজ:

প্রয়াত কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। মঙ্গলবার শহরের একটি বেসরকারি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন কবি। অবশেষে ৯৪ বছর বয়সে দেহ রাখলেন।
১৯২৪ সালের ১৯ অক্টোবর জন্মেছিলেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। পঞ্চাশের দশকে অবিভক্ত বাংলায় তাঁর লেখনি সাড়া ফেলে দিয়েছিল। তাঁর শব্দের ধার সমাজকে নতুন করে ভাবতে বাধ্য করেছিল। তাঁর উল্লেখযোগ্য কবিতা সংকলনের মধ্যে রয়েছে ‘নীল নির্জন’, ‘অন্ধকার বারান্দা’, ‘সময় বড় কম’, ‘ঘুমিয়ে পড়ার আগে’। ১৯৭৪ সালে ‘উলঙ্গ রাজা’ কাব্যগ্রন্থের জন্য সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পেয়েছিলেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে তাঁকে বিজ্ঞানে ডক্টরেট সম্মান দেওয়া হয়েছিল। অজস্র কবিতার পাশাপাশি বেশ কিছু গোয়েন্দা গল্পও লিখেছিলেন তিনি। দীর্ঘদিন ‘আনন্দমেলা’র সম্পাদকের ভূমিকাতেও ছিলেন তিনি। তাঁর প্রয়াণে সাহিত্যের একটি বড় অধ্যায় শেষ হল।
গত বছরই স্ত্রী বিয়োগ হয়েছিল তাঁর। বার্ধক্যজনিত কারণে ধীরে ধীরে তাঁরও শারীরিক অবস্থার অবনতি ঘটছিল। বড়দিনের সকালে শহরের একটি বেসরকারি হাসপাতালে চিরঘুমে চলে গেলেন বর্ষীয়ান কবি। সাহিত্য জগতে নক্ষত্রপতন ঘটল। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ শিল্পী মহল।

শনিবার, ২২ ডিসেম্বর, ২০১৮

শিক্ষামূলক ভ্রমণে গিয়ে খাদে পড়ল স্কুল-বাস, মৃত অন্তত ২৩

ইত্যাদি নিউজ:

স্কুল পড়য়া ও শিক্ষকদের নিয়ে নেপালের পাহাড় থেকে খাদে পড়ে গিয়ে মৃত্যু হল ২৩ জনের৷ মৃতদের প্রত্যকের বয়স ১৬ থেকে ২০-র মধ্যে৷ দুর্ঘটনায় দুই শিক্ষক ও গাড়ির চালকের মৃত্যু হয়েছে৷ ১৪ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভরতি করা হয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে৷ জানা গিয়েছে, শুক্রবার স্কুল পড়ুয়াদের নিয়ে শিক্ষকরা গিয়েছিলেন শিক্ষামূলক ভ্রমণে৷ বাসে ছিল মোট ৩৭ জন৷ এদিন সমতলে ফেরার পথে হঠাৎ উলটে যায় বাসটি৷ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যুু হয়  ২২ জনের৷ পুলিশ অফিসার বেল বাহাদুর পাণ্ডে জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দ্রুতগতিতে গাড়ি চালাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন৷

বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮

২০১৪-র লোকসভা, ২০১৫-র দিল্লি বিধানসভা ভোটে হয়েছিল ইভিএম হ্যাকিং, দাবি মার্কিন হ্যাকারের

ইত্যাদি নিউজ:
কপিল সিব্বলের উপস্থিতিতে লন্ডনে সাংবাদিক বৈঠকে বিস্ফোরক মার্কিন হ্যাকার। দাবি, ‘ইভিএম হ্যাকিং হয়েছিল ২০১৪-র লোকসভা এবং ২০১৫ সালে দিল্লি বিধানসভা ভোটে।’ ট্রান্সমিটারের মাধ্যমে ইভিএম হ্যাকিং করার দাবি এই হ্যাকারের। তিনি আরও দাবি করেছেন, ‘যোগাযোগ করা হয়েছিল গোপীনাথ মুন্ডের সঙ্গে’।

মুর্শিদাবাদে বিশ্ববিদ্যালয় গড়ার কাজ আরো এক ধাপ এগোলো

ইত্যাদি নিউজ:

মুর্শিদাবাদে বিশ্ববিদ্যালয় গড়ার কাজ আরো এক ধাপ এগিয়ে বৃহস্পতিবার কৃষ্ণনাথ কলেজের দলিল
পত্র জেলাশাসক ডঃ পি উলাগানাথন এর হাতে তুলে দেন  কৃষ্ণনাথ কলেজের এর অধ্যক্ষা সুজাতা বাগচী ব্যানার্জি ।জেলা শাসক জানান খুব শীঘ্রই বিশ্ববিদ্যালয় গড়া কাজ শুরু হবে।
https://www.facebook.com/ItyadiNewsMsd/

PUBG Mobile-এ চলে এসেছে ভিকেন্ডি ম্যাপ, কীভাবে করবেন ডাউনলোড

ইত্যাদি নিউজ:

  PUBG প্রেমীদের অপেক্ষার অবসান। এবার ভিকেন্ডি ম্যাপে বরফের মধ্যে খেলা যাবে PUBG Mobile। Android ও iOS ডিভাইসে নতুন PUBG Mobile আপডেট পৌঁছেছে। 

 শুরুতে PUBG Mobile 0.10.0 এর হাত ধরে পৌঁছেছিল ভিকেন্ডি ম্যাপ সাপোর্ট। ভিকেন্ডি ম্যাপ ডাউনলোড করা যাচ্ছে।
 সপ্তাহের শুরুতে PUBG Mob.le 0.10.0 এর রে ন্ড

 তবে ভিকেন্ডি ম্যাপ ছাড়াও এই আপডেটে PUBG Mobile এ যোগ হবে একাধিক নতুন ফিচার। (Photo collected)
 ইতিমধ্যেই Steam এ ভিকেন্ডি ম্যাপে PUBG Mobile খেলা যাচ্ছে। এর পরেই মোবাইল ভার্সানে চলে এল PUBG। 
 সারা বিশ্বে 3 কোটি খেলোয়ার রোজ PUBG খেলেন। ইতিমধ্যেই 20 কোটি বার ডাউনলোড হয়েছে এই গেম। 
 ভারতে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে PUBG। তবে ভারতে বেশিরভাগ খেলোয়াড় Android অথবা iOS থেকে PUBG খেলেন।


তবে এখনই ভিকেন্ডি ম্যাপ খেলতে পারবেন না। শুক্রবার ভারতীয় সময় সকাল 5টা 30মিনিট থেকে উপরে ভিকেন্ডি ম্যাপে খেলা যাবে PUBG Mobile।

https://www.facebook.com/ItyadiNewsMsd/

বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮

স্কুল শিক্ষাদপ্তরের নয়া বিজ্ঞপ্তি, কড়া পদক্ষেপের নির্দেশ

ইত্যাদি নিউজ:

পড়াশোনা ছাড়া আর অন্য কোনও উদ্দেশ্যে স্কুলের ভবন ব্যবহার করা যাবে না৷ প্রত্যেক স্কুলের প্রধান শিক্ষক ও জেলা পরিদর্শকদের চিঠি পাঠিয়ে এমনই বার্ত দিলেন স্কুল শিক্ষাদপ্তরের কমিশনার সৌমিত্র মোহন৷ তিনি ওই চিঠিতে জানিয়েছেন, যদি এমন কোনও প্রস্তাব আসেও, তাহলে তা স্কুলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে (এক্ষেত্রে জেলা পরিদর্শক) জানাতে হবে৷ তারপর সেটি দপ্তরের কাছে পাঠাতে হবে৷ সেখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে৷ কিন্তু কেন এই সিদ্ধান্ত? পড়াশোনার বাইরে স্কুল বিল্ডিং ও পরিকাঠামো অন্যান্য সংস্থাকে ব্যবহার করার জন্য ভাড়া দেওয়া হচ্ছে৷ এমন অভিযোগ স্কুল শিক্ষা দপ্তরের কাছে আসছে৷ কমিশনারের চিঠিতে স্পষ্ট করে এমনটা উল্লেখ করা হয়েছে৷ আরও বলা হয়েছে, এর ফলে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে পড়ুয়াদের মনে৷ যা কখনওই কাম্য নয়৷ স্কুলে যে উদ্দেশ্য নিয়ে পড়তে যায় ছাত্রছাত্রীরা, তা যদি ব্যাহত হয়, তাহলে শিক্ষার সঠিক উদ্দেশ্য লক্ষ্যহীন হয়ে পড়বে৷ তাই এমন ঘটনা যাতে এড়ানো যায়, সে কথা প্রত্যেককে মাথায় রাখতে হবে৷
https://www.facebook.com/ItyadiNewsMsd/

সিনেমার কায়দায় ব্যাংক ডাকাতি ডোমকলে

ইত্যাদি নিউজ:

সিনেমার কায়দায় ব্যাংক ডাকাতি ডোমকলে ঘটনাটি ঘটেছে ডোমকল থানার বি.টি হাইস্কুল এলাকার SBI CSP
ব্যাংকে ।এই ঘটনায় ঘিরে চাঞ্চল‍্য‍ ছাড়াই এলাকায়।ঘটনায় জানা গেছে ২ দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে ওই CSP ব্যাংকে হানাদেই এক দুষ্কৃতী ব্যাংক ম্যানাজারের মাথায় বন্ধুক রেখে
দুষ্কৃতীরা ২ লক্ষ ৪০ হাজার নিয়ে লম্পট দেয়।এমত অবস্তায় ব্যাংক ম্যানেজার চিৎকার শুরু করেন,চিৎকার শুনে আশেপাশের মানুষ ছুটে আসলেও দুষ্কৃতীদের ধরতে পারেনি কেউ।ডোমকল থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে প্রকাশ্যে ব্যাংক ডাকাতির ঘটনায় আতঙ্কে স্থানীয়রা।
https://www.facebook.com/ItyadiNewsMsd/

রাজ্য জয়েন্টের দিন গুরুত্বপূর্ণ ঘোষণা বোর্ডের

ইত্যাদি নিউজ: 

আগামী বছরের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা কবে হবে? তা নিয়ে টানাপোড়েন চলছেই৷ রাজ্য জয়েন্টের নতুন দিনক্ষণ পরে ঘোষণা করা হবে বলে বোর্ডের তরফে জানানো হয়েছে। দিন ঠিক না হলেও, ফর্ম পূরণের দিন ঘোষণা করা হয়েছে। জয়েন্ট বোর্ডের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফর্ম পূরণ ২৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। অনলাইনে ফর্ম সংশোধন এবং নতুন করে তা ডাউনলোড করার জন্য ২৩ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে। তবে আগামী বছর পরীক্ষা কোন সময় হবে, তা নিয়ে সমস্যা হতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ সাধারণত এপ্রিলেই এই পরীক্ষা হয়ে থাকে। কিন্তু সামনের বছর লোকসভা ভোট এবং অন্যান্য সর্বাভারতীয় পরীক্ষার কারণে সেই পরীক্ষা কিছুটা পিছতে পারে।
https://www.facebook.com/ItyadiNewsMsd/

সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১৮

পিছিয়ে যাচ্ছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিনক্ষণ

ইত্যাদি নিউজ:

পিছিয়ে যাচ্ছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিনক্ষণ৷ আগামী ২১ এপ্রিল পরীক্ষার দিন ধার্য ছিল৷ কিন্তু, ওই দিন পরীক্ষা নেওয়া যাবে না বলে জানিয়ে দিয়েছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড৷ আগামী ২১ ডিসেম্বরের মধ্যে বিজ্ঞপ্তি দিয়ে পরবর্তী পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে৷ জুন মাসের শেষ সপ্তাহে জয়েন্টের ফলাফল ঘোষণার কথা থাকলেও তা বদলে যাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ কিন্তু, কেন এই সিদ্ধান্ত? পর্যবেক্ষক মহলের ধারণা, ২০১৯-এর শুরুতেই দেশজুড়ে চলবে ভোটের উৎসব৷ ফলে, নির্বাচনের কথা মাথায় রেখে বদলাচ্ছে পরীক্ষার সূচি৷
এবারের প্রশ্নপত্রে বেশ কিছু বদল আনা হয়েছে৷ যেমন, সেকশন ১, প্রতিটি সঠিক প্রশ্নের জন্য ১নম্বর করে পাবে পরীক্ষার্থীরা৷ সেকশন ২ ও ৩-এ প্রতিটা সঠিক প্রশ্নের জন্যে পাবে ২ নম্বর করে৷ PwD ক্যাটাগরির পরিক্ষার্থীরা বাড়তি ২০মিনিট সময় পাবে৷ দৃষ্টিশক্তিহীন PwD পরিক্ষার্থীরা (পরীক্ষার্থীর থেকে যোগ্যতায় কম এমন কারও সাহায্য় নিতে পারেন৷ পরীক্ষা হলে পেন, ক্যালকুলেটর ঘড়ি বা কোনওরকম মোবাইল নিয়ে প্রবেশ করা যাবে না৷

শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮

জাতীয় গণিত দিবস পালনের নির্দেশ ইউসিজির

ইত্যাদি নিউজ:

গণিতজ্ঞ শ্রীনিবাস রামানুজের জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ২২ ডিসেম্বর জাতীয় গণিত দিবস পালন করা হবে। সমস্ত বিশ্ববিদ্যালয়কে চিঠি পাঠিয়ে এমনই নির্দেশ দিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি। গণিতের প্রতি রামানুজের অবদান নিয়ে বিভিন্ন রকমের সেমিনার, আলোচনাসভা ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে ওইদিনটি পালন করার কথা বলেছে কমিশন। দেশের বিভিন্ন জায়গা থেকে বিশেষজ্ঞদের এনেও লেকচারের ব্যবস্থা করতে পারে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলি। পাশাপাশি পড়ুয়াদের মধ্যে নানা প্রতিযোগিতাও আয়োজন করতে বলেছে ইউজিসি। গণিতের উপর ক্যুইজ থেকে পোস্টার তৈরি করার মতো প্রতিযোগিতা করতে পারে কলেজ-বিশ্ববিদ্যালয়গুলি। এসবের মাধ্যমে গণিতের প্রতি ছাত্রছাত্রীদের আগ্রহও বাড়তে পারে বলেও মনে করছেন ইউসিজির’ কর্তারা।
https://www.facebook.com/ItyadiNewsMsd/

BREAKING : ইস্তফা দিলেন প্রধানমন্ত্রী

ইত্যাদি নিউজ:

বিতর্ক চলছিল, এর মধ্যেই এল সিদ্ধান্ত
বিতর্কের মধ্যেই মাহিন্দা রাজপক্ষকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পদে নিয়োগ করেছিলেন রাষ্ট্রপতি মৈত্রিপালা সিরিসেনা। কিন্তু শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর হল না। শনিবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন মাহিন্দা রাজপক্ষ। সাংবাদিকদের দেওয়া সাক্ষাত্‍কারে সাংসদ শেহান সেমাসিংঘে জানিয়েছেন, রাজপক্ষ ইউনাইটেড পিপলস ফ্রিডম অ্যালায়েন্সকে নিজের ইস্তফার কথা বলেছেন।
চলতি বছরের ২৬ অক্টোবর রাষ্ট্রপতি সিরিসেনা রাজপক্ষকে প্রধানমন্ত্রীর পদে নিয়োগ করেন। রানিল উইকরেমেসিংঘেকে বরখাস্ত করে রাজপক্ষকে নিয়োগ করা নিয়ে প্রবল বিতর্কের মুখোমুখি হন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি। দেখা দেয় অভূতপূর্ব সাংবিধানিক সঙ্কট ৷
বৃহস্পতিবার শ্রীলঙ্কার সুপ্রিম কোর্ট রায় দেয় সিরিসেনা যেভাবে আচমকা আগের মন্ত্রিসভা ভেঙে দিয়েছিলেন সেটা বেআইনি ছিল। তবে পরবর্তী শুনানি পর্যন্ত প্রধানমন্ত্রীর পদেই রাজপক্ষকে থাকার রায় দেয় শীর্ষ আদালত। শীর্ষ আদালতের সাময়িক ছাড়পত্র পেলেও আর প্রধানমন্ত্রীর পদে থাকতে চাননি তিনি। তাঁর সমর্থক লক্ষ্মণ ইয়াপা আবেওয়ারদেনা বলেন শুক্রবার সিরিসেনার সঙ্গে বৈঠকের পরেই ইস্তফার সিদ্ধান্ত নিয়েছেন মাহিন্দা।

রাষ্ট্রপতি মৈত্রিপালা সিরিসেনা আরও একবার প্রধানমন্ত্রীর আসনে রানিল উইকরেমেসিংঘেকে নিয়ে আসতে সম্মত হয়েছেন। রবিবারই প্রধানমন্ত্রীর পদে শপথ গ্রহণ করবেন উইকরেমেসিংঘে।
https://www.facebook.com/ItyadiNewsMsd/

শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১৮

নিষিদ্ধ হল ভারতীয় ২ হাজার, ৫০০ ও ২০০ টাকা নোটের ব্যবহার

ইত্যাদি নিউজ:

ফের একবার নোটবন্দি। তবে ভারতে নয়, নেপালে। ভারতীয় ২ হাজার, ৫০০ ও ২০০ টাকার নোটের ব্যবহার নিষিদ্ধ করল নেপাল সরকার। দ্য কাঠমান্ডু পোস্ট সূত্রে জানা গেছে, নেপালের তথ্য ও সম্প্রচার মন্ত্রী গোকুল প্রসাদ বাসকোটা এই ঘোষণা করেছেন। সেই নির্দেশিকা অনুযায়ী, ভারতীয় ১০০ টাকার নোটের বেশি অন্য নোটের মাধ্যমে লেনদেন বন্ধ করতে বলা হয়েছে। ফলে সমস্যায় পড়েছেন নেপাল থেকে ভারতে কাজ করতে আসা নেপালী শ্রমিকরা। তেমনি, সেখানে ঘুরতে গিয়ে বিপাকে পড়েছেন বহু ভারতীয়ও। প্রসঙ্গত, ২০১৬ সালে নোটবন্দির পর ২ হাজার, ৫০০ টাকার চালু করা হয়। ২০০ টাকার নোট তারও বেশে কিছুদিন পরে বাজারে আসে। কিন্তু ঠিক কী কারণে এসব নোটের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে তা পরিষ্কার নয়।
https://www.facebook.com/ItyadiNewsMsd/

ফাঁস রুখতে নয়া পদক্ষেপ, পুলিশের সামনেই খোলা হবে উচ্চমাধ্যমিকের প্রশ্নপত্র

ইত্যাদি নিউজ:

 মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকেও নজিরবিহীন পদক্ষেপ। প্রশ্নপত্র ফাঁস রুখতে এবার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এতদিন পর্যন্ত পরীক্ষার কিছুক্ষণ আগে প্রধান শিক্ষকের ঘরে খোলা হত প্রশ্নপত্র। কিন্তু সেসময় প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকরা ছাড়া অন্য কেউ উপস্থিত থাকতে পারতেন না। পুলিশকর্মীরা দাঁড়িয়ে থাকতেন পরীক্ষাকেন্দ্র বা প্রধান শিক্ষকের ঘরের বাইরে। এবার থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নয়া নিয়ম, পুলিশের সামনেই খুলতে হবে প্রশ্নপত্রের সিল। প্রধান শিক্ষক যখন প্রশ্নপত্রের বান্ডিল খুলবেন তখন পুলিশকর্মীরা তাঁর ঘরের মধ্যেই উপস্থিত থাকবেন।
সাধারণভাবে পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রে সিল করা বান্ডিলে মাধ্যমিকের প্রশ্নপত্র পাঠিয়ে দেয় সংসদ। প্রশ্নপত্রের বান্ডিল খোলা হয় প্রধান শিক্ষকের ঘরে। তারপর প্রশ্নপত্র খোলা অবস্থায় হাতে নিয়ে পরীক্ষার্থীদের ক্লাসে যেতেন পরীক্ষকরা। আর এবার নিয়ম আরও কড়া হল। এবার প্রশ্নপত্র পরীক্ষার হলে ঢোকা পর্যন্ত কড়া প্রহরায় রাখবেন পুলিশকর্মীরা। আগামী ২৬ ফেব্রুয়ারি শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা দেবেন প্রায় সাড়ে ৮ লক্ষ ছাত্রছাত্রী। এবার ছাত্রছাত্রীদের মোবাইল নিয়ে যাওয়ার ক্ষেত্রেও আরও কড়া হচ্ছে সংসদ। পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে এবং পরে দু’বার পরীক্ষার্থীর কাছে মোবাইল আছে কিনা তা পরীক্ষা করা হবে। পরীক্ষা শুরু হওয়ার পর কোনও পরীক্ষার্থীর কাছে থেকে মোবাইল ফোন পাওয়া গেলে সেদিনের পরীক্ষা বাতিল করে দেওয়া হবে।
এর আগে মাধ্যমিকের ক্ষেত্রেও প্রশ্নপত্রের নিরাপত্তা নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। এতদিনের রীতি ভেঙে এবার থেকে প্রশ্নপত্র পরীক্ষা হলে পরীক্ষার্থীদের সামনেই খুলতে হবে বলে নির্দেশিকা জারি করেছে পর্ষদ। গতবছর পরীক্ষা চলাকালীন ঘণ্টা দেড়েক আগে প্রশ্নপত্র খুলে ফেলেছিলেন ময়নাগুড়ির সুভাষনগর হাই স্কুলের প্রধান শিক্ষক। তার জেরেই এবার কড়া হচ্ছে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক বোর্ড।

বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১৮

কানে হেড ফোন দিয়ে রেল লাইন পারাপার, দুই ছাত্রীকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় জখম ব্যক্তি

ইত্যাদি নিউজ:

 কানে হেড ফোন গুজে রেল লাইন পার হচ্ছিলেন দুই ছাত্রী ৷ তাদের বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় গুরুতর জখম হলেন এক ব্যক্তি ৷ এর জেরে  শ্যামনগরে ট্রেন চলাচল ব্যাহত হয় ৷ আহত ব্যক্তিকে আরজিকরে ভর্তি করা হয়েছে ৷ শ্যামনগর স্টেশনে বিক্ষোভ দেখান যাত্রীরা ৷ এর জেরে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয় ৷ প্রায় ৪০ মিনিট পর রেল অবরোধ ওঠে ৷

শ্যামনগরে ২৩ নম্বর লেভেল ক্রসিংয়ে কানে হেডফোন দিয়ে দু’জন ছাত্রী রেললাইন পার হচ্ছিলেন ৷ সেসময় আচমকাই তিন নম্বর লাইনে চলে আসে একটি ট্রেন ৷ দু’জনকে বাঁচাতে গিয়ে এক ব্যক্তি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন ৷ গুরুতর জখম অবস্থায় অনেকক্ষণ পড়ে থাকার পর তাঁকে স্থানীয় জগদ্দল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ পরে অবস্থা আরও খারাপ হলে আরজিকর হাসপাতালে নিয়ে আসার হয় ৷ দীর্ঘক্ষন রেললাইনে পড়ে থাকায় যাত্রীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন ৷ শুরু হয় রেল অবরোধ ৷ দু’দিন আগে এই ২৩ নম্বর লেভেল ক্রসিংয়েই ট্রেনের ধাক্কায় একজন অটোরিকশা চালক জখম হয়েছিলেন। বৃহস্পতিবার ফের একই ঘটনা ঘটল ৷ 
https://www.facebook.com/ItyadiNewsMsd/

মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮

দেরি হয়ে যাচ্ছে, রিক্সাচালক-কে মার মহিলা যাত্রীর! ভিডিয়ো ভাইরাল

ইত্যাদি নিউজ:

হাতে সময় বড্ড কম, গন্তব্যে পৌঁছতে হলে রকেট গতিতে এগিয়ে যেতে হবে। আর রকেট টা চালাবেন কে? রিক্সাওয়ালা। রিক্সায় বসে রকেট গতিতে গন্তব্যে পৌঁছে যাওয়ার বাসনাতেই তিন চাকার সওয়ারিতে চড়ে বসেছিলেন এক মহিলা। রিক্সা চলতে তো শুরু করে, তবে তা যাত্রীর মন মতো গতিতে নয়। প্যাডেলের গতি দেখে চালককে আরও জোরে রিক্সা চালাতে নিদের্শ দেন সওয়ারি। অপারক রিক্সাচালক জানান, তিনি পারবেন না। যাত্রীকে নেমেও যেতে বলেন। এরপরই চটে গিয়ে রিক্সাচালকের ওপর খড়্গহস্ত হন মহিলা যাত্রী। অকথ্য ভাষায় বকাবকি, সঙ্গে  চড়, লাথি ধেয়ে যায় চালকের দিকে। ঢাকা শহরে ঘটা এই ভিডিয়ো ফেসবুকে পোস্ট হতেই তা ভাইরাল হয়ে গিয়েছে। বাংলাদেশি দৈনিক কালের কণ্ঠ প্রতিবেদন আকারে এই ঘটনাটি জনসমক্ষেও নিয়ে এসেছে।
ভিডিয়োটি-তে দেখা যায়, অনেক পথচারীই ওই মহিলা যাত্রীর আচরণের প্রতিবাদ করেন। তবে নিজের অবস্থান থেকে একচুলও সরেননি সেই যাত্রী। শর্ট স্টোরি নামের একটি ফেসবুক পেজ-এ এই ঘটনার ক্যামেরাবন্দি ফুটেজ সবার প্রথমে প্রকাশিত হয়। এরপরই তা দাবানলের মতো ছড়িয়ে পড়ে। ওঠে সমোলচনার ঝড়।

সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮

মুর্শিদাবাদে ১৩ ওসি বদল, কারণ নিয়ে জল্পনা

ইত্যাদি নিউজ:

মুর্শিদাবাদ জেলার ২৭টি থানার ১৩টি’র ওসি বদলি হল  শুক্রবার। বদলির নির্দেশিকায় পুলিশ সুপার মুকেশ কুমার স্পষ্টই লিখেছেন লিখেছেন— ‘‘জনস্বার্থে বদলি করা হল। নতুন থানায় শনিবার যোগ দিতে হবে। বদলির বিষয়ে কোনও আর্জি জানানো যাবে না।’’ 
পুলিশ সুপার ‘জনস্বার্থে’ বললেও, বিরোধীরা কিন্তু এটাকে ‘শাসক স্বার্থের বদলি’ বলে আঙুল তুলেছেন। এমনকি, জেলা পুলিশের একটি অংশ এই বদিলর সঙ্গে আসন্ন লোকসভার ছায়াও দেখছেন। 
তৃণমূলের জেলা সভাপতি সুব্রত সাহা অবশ্য এর মধ্যে কোনও রাজনীতির রং দেখছেন না। তিনি বলেন, ‘‘এটা রুটিন বদলি বলেই শুনেছি। অনেক ওসি একই থানায় প্রায় তিন বছর কাটিয়েছেন। তাঁদের বদলি করার দরকার ছিল। এই বদলির সঙ্গে শাসকদল ও লোকসভা ভোটের কোনও সম্পর্ক নেই।’’ প্রায় একই সুরে পুলিশ সুপারও বলছেন, ‘‘এটা স্রেফ রুটিন বদলি।’’ তিনি জানান, এর পরে থানার সাব-ইন্সপেক্টরদের বদলি করা হবে। 
তবে কংগ্রেসের দাবি এর পিছনে দলীয়স্বার্থও রয়েছে শাসক দলের। তৃমূলের অন্দরের খবর, জলঙ্গিতে তৃণমূলের গোষ্ঠী কোন্দল মাথা চাড়া দিয়েছে। সেখানে গোষ্ঠী দ্বন্দ্বের জেরে এক তৃণমূল কর্মী সম্প্রতি খুনও হয়েছেন। দু’টি গোষ্ঠী পরস্পরের বিরুদ্ধে প্রকাশ্যে মিছিলও করেছে। সে জন্যে লালগোলার কোন্দল ‘সামাল’ দেওয়া বিপ্লব কর্মকারকে জলঙ্গির ওসি করা হয়েছে।  আবার বেলডাঙার একটি অংশে বিজেপি-র প্রভাব ক্রমশ বাড়ছে। তাই সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে সাগরদিঘিতে দক্ষতার সঙ্গে কাজ করা মহম্মদ জামালউদ্দিন মণ্ডলকে। অন্য দিকে জলঙ্গির ওসি দেবাশিস সরকারের ইন্সপেক্টরের প্রমোশন পেয়ে বিধাননগর কমিশনারেটে পুজোর আগেই বদলির নির্দেশ এসেছে। সুতির ওসি বিশ্ববন্ধু চট্টরাজ ইন্সপেক্টরের প্রমোশন পেয়ে আগেই সিআই ডিতে বদলির নির্দেশ এসেছে। ওই দুই ওসি জেলার বাইরে বদলি হওয়ায় দুজন নতুন সাব ইন্সপেক্টর ওসি হয়েছেন। 
তবে, বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী মনে করছেন, ‘‘মা-মাটি-মানুষের জামানায় পুলিশ কর্তাদের প্রায় সবাই তৃণমূলের ক্যাডার হয়ে গিয়েছেন। গত পঞ্চায়েত নির্বাচনের সময় এ জেলার পুলিশ সুপারের আচরণেই তা প্রমাণিত। ওসিদের বদলি তাই জনস্বার্থে নয়, শাসকদলের স্বার্থে।’’ বামেরাও মনে করছেন, জেলা ছাড়ার আগে আসন্ন লোকসভা ভোটে শাসকদলের স্বার্থের দিকে তাকিয়ে পুলিশ সপার নিজের নম্বর বাড়াতে চাইছেন, তাই শাসক দলের স্বার্থ দেখে তিনি ঘুঁটি সাজালেন।
পুলিশ সুপার ‘রুটিন’ বদলির কথা বললেও প্রশ্ন উঠেছে বছর না ঘোরার আগেই কয়েক জন ওসি’র বদলি নিয়ে। ‘বিতর্কিত’ সাব-ইন্সপেক্টর মৃণাল সিংহ ভরতপুর থানার ওসি হিসাবে কাজে যোগ দেন ৮ মাস আগে। নিজের উদ্যোগেই হানাবাড়ির মতো দেখতে থানাটি ‘কর্পোরেট লুক’ পেয়ে যায়। 
থানা লাগোয়া পুকুর সংস্কার, রাতে থাকার জন্য থানায় রেস্টরুম তৈরি থেকে দুঃস্থ শিশুদের খাওয়া-পড়ার ব্যবস্থা— এলাকায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। পুলিশ কর্মীদের ভুঁড়ি কমানোর জন্য জিমখানা গড়ে তোলেন তিনি। পুলিশের এক কর্তা বলেন, ‘‘রাজনীতির দালালদের থানায় ঢুকে হম্বিতম্বি বন্ধ করে দিয়েছিলেন তিনি। তাই কোপ পড়ল ওঁর ওপরে।’’
https://www.facebook.com/ItyadiNewsMsd/

রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮

মেয়েকে মেডিক্যালে ভর্তি করতে গিয়ে ৫১ লাখ খোয়ালেন কলকাতার ব্যবসায়ী

ইত্যাদি নিউজ:

খোদ নেপাল উপ-দূতাবাসে বসে ৫১ লাখ টাকা প্রতারণার শিকার হলেন কলকাতার এক ব্যবসায়ী। এমনটাই তিনি অভিযোগ জানিয়েছেন ফুলবাগান থানায়। ওই ব্যবসায়ীর অভিযোগ, মুম্বইয়ের একটি বেসরকারি মেডিক্যাল কলেজের রেজিস্ট্রারও যুক্ত রয়েছেন এই প্রতারণার সঙ্গে।

ফুলবাগানের ব্যবসায়ী সুমিত চৌধুরির মেয়ে সহেলি। মেয়েকে নেপালের মেডিক্যাল কলেজে ভর্তি করার খোঁজ খবর নিতে গিয়েছিলেন আলিপুরে নেপালের উপদূতাবাসে। সুমিতবাবু তাঁর অভিযোগ পত্রে জানিয়েছেন, নেপাল কনসুলেটে কথা বলতে গেলে, সেখানে ক্ষাত্রি নামে এক কর্মীর সঙ্গে কথা বলতে বলা হয়।

সেই ক্ষাত্রি নামে কর্মী তাঁকে বলেন, নেপালের মেডিক্যাল কলেজের সমস্ত ভর্তি হয় ইন্টার গ্লোবাল এডুকেশন নামে একটি সংস্থার মাধ্যমে যাঁদের অফিস ডায়মন্ডহারবার রোডে। সেখানে রাজীব গুপ্ত নামে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ  করতে বলা হয়।
এ বছর জুন মাসে সুমিতবাবু রাজীব গুপ্তর সঙ্গে দেখা করলে তাঁরা মোট ৭৫ লাখ টাকা দাবি করেন ভর্তির জন্য। সুমিতবাবু বলেন, “রাজীব গুপ্ত আমার কাছে প্রথমেই দু’লাখ টাকা নগদ চায়, এজেন্সির ফি হিসাবে। আমি প্রথমে এক লাখ টাকা চেকে দিই এবং পরে ভর্তির পর আরও এক লাখ টাকা নগদে দেব বলে জানাই।”
সুমিতবাবু জানিয়েছেন, এর পর তিনি কয়েক দফায় মোট ৫০ লাখ টাকা দেন। তিনি বলেন,“ইতিমধ্যে আমাকে জানানো হয়, ওঁরা নেপালের বদলে নবি মুম্বইয়ের এমজিএম মেডিক্যাল কলেজ হাসপাতালে মেয়েকে ভর্তি করার ব্যবস্থা করে দেবে। রাজীবের কথা মতো ওই হাসপাতালের অ্যাকাউন্টে ১০ লাখ টাকা পাঠাই।”
ইতিমধ্যে ৩১ আগস্ট দেশের সমস্ত মেডিক্যাল কলেজে ভর্তি প্রক্রিয়া শেষ বলে ঘোষণা করা হয়। সুমিতবাবু মেয়ের ভর্তি নিয়ে বার বার রাজীবের কাছে গেলেও তাঁরা কোনও ব্যবস্থা করতে ব্যর্থ হয়। সেপ্টেম্বর মাসে সুমিতবাবু এমজিএম হাসপাতালের রেডিস্ট্রার রাজেশ গয়ালের সঙ্গে যোগাযোগ করেন। সেখানে জানতে পারেন তাঁর মেয়ের ভর্তির ব্যাপারে কোনও কিছুই হয়নি। তিনি বুঝতে পারেন প্রতারিত হয়েছেন।
সুমিতবাবুর অভিযোগ, তিনি ফুলবাগান থানায় অভিযোগ জানাতে গেলে সেখানে অভিযোগ নিতে অস্বীকার করা হয়। তিনি তখন বাধ্য হয়ে শিয়ালদহ আদালতে যান। আদালত ফুলবাগান থানাকে তদন্ত করতে নির্দেশ দেয়। সুমিতবাবু বলেন, “আদালতের নির্দেশ নিয়ে যাওয়ার পরও তদন্ত শুরু করার বদলে আমাকে বলা হয় আমার টাকার উৎস জানাতে। পুলিশ আগাগোড়া অসহযোগিতা করছে।”

পুলিশ যদিও অসহযোগিতার অভিযোগ অস্বীকার করেছে।ফুলবাগান থানার এক আধিকারিক বলেন, “আদালতের নির্দেশ পাওয়ার পরই এফআইআর নথিভুক্ত করা হয়েছে।আমরা তদন্তও শুরু করেছি।”

শনিবার, ৮ ডিসেম্বর, ২০১৮

5 জি নেটওয়ার্কের পরীক্ষা হওয়ার পরে কি হল দেখুন


ইত্যাদি নিউজ:

বিশ্বে ফোর জি নেটওয়ার্কের সফলতার পরে ভারতে প্রথম জিও কেম্পানি ফাইভ জি পরিষেবা নিয়ে আসার পরিকল্পনা করছে। কিন্তু নেদারল্যান্ডে তা প্রায় শুরু হয়ে গিয়েছে বলাই চলে। কারণ, বেশ কয়েকদিন আগে নেদারল্যান্ডে ফাইভ ডি পরিষেবা পরীক্ষামূলক ভাবে করা হয়েছে। কিন্তু তারপরেই ঘটে গেছে দুর্ঘটনা। মেদারল্যান্ডের একটি পার্কে পাশে রেল স্টেশনে ফাইভ জি নেটওয়ার্কের পরীক্ষা চালানো হয়েছিল। উদ্দেশ্য ছিল একটাই তা পরিবেশের কোনো ক্ষতি করে কিনা তা দেখা। এবং সিগন্যালটি কতদূর অবধি পৌঁছাতে সক্ষম তাও দেখা হচ্ছিল। কিন্তু তাতে যে বিপুল ক্ষতি হবে তা বোধ হয় কেউ কল্পনা করতে পারেন নি।

কারণ, নেদারল্যান্ডের যে পার্কের পাশে পরীক্ষামূলক ভাবে ফাইভ জি নেটওয়ার্ক চালানো হয়েছিল সেই পার্কে বেশ কয়েকদিন ধরে অনেক পাখি মরে থাকতে দেখা যায়। কারণ বুঝেও এ খবর চাপা রাখা হয়েছিল। কিন্তু দিন এগিয়ে যাওয়ার সাথে সাথে সেখানে মৃত পাখির সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৯৭ টি। তেব এখন আর সেই খবর চাপা নেই। শুধু পাখি মরে যাওয়া নয়। জানা গিয়েছে পার্কের পাশে একটি পুকুরে চড়তে থাকা হাঁসেরাও নাকি অদ্ভুত আচরন শুরু করেছিল। এমনকি পুকুরে ডুবে বাঁচার চেষ্টা করছিল তারা।
খবর, ফাইভ জি নেটওয়ার্কের পরীক্ষা চালাোনর সময়েই পাখি গুলি মারা গিয়েছে। যার কারণ হিসেবে উঠে এসেছে 5G নেটওয়ার্ক থেকে নির্গত মাইওক্রোওয়েভ। যা  পাখির হৃদপিন্ডে আঘাত হানে। এরপর পাখিগুলির হৃদযন্ত্র বিকল হয়ে মারা যায়।সোশ্যাল মিডিয়ায় রাখি গুলি মারা যাওয়ার পর বিভিন্ন পশুপ্রেমীরা বিভিন্ন মন্তব্য করেছেন। ইন্টারনেট যে পাখিদের কতটা ক্ষতি করতে পারে তা সকলকে জানারে চেষ্টা করতে বলেছেন তাঁরা। তাই এক পশুপ্রেমী ইতিমধ্যেই ফাইভ জি নেটওয়ার্কের বন্ধ করার কাজ শুরু করেছে। তিনি 5G নেটওয়ার্ক থেকে হওয়া সম্ভাব্য ক্ষতি ব্যাপারে সাধারন মানুষকে সচেতন করার কাজ করে চলেছেন। পাশাপাশি চলছে সচেতনতা বাড়ানোর কাজ।
https://www.facebook.com/ItyadiNewsMsd/

বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮

দুবাই এ গ্রেফতার বলিউড গায়ক মিকা সিং

ইত্যাদি নিউজ:

বছর সতেরোর এক ব্রাজিলিয়ান তরুণীকে যৌন হেনস্থা করার অভিযোগে বলিউড প্লেব্যাক গায়ক মিকা সিংকে গ্রেফতার করল সংযুক্ত আরব আমিরশাহির পুলিশ। বৃহস্পতিবার ভোররাত ৩টে নাগাদ বুর দুবাই থেকে তাঁকে গ্রেফতার করা হয়। 

ব্রাজিলীয় ওই তরুণী জানান, দুবাইয়ের এক অ্যাওয়ার্ড শো'য়ে বলিউড গায়ক মিকা সিংয়ের সঙ্গে তাঁর আলাপ। অভিযোগ, মিকা তাঁর ফোনে আপত্তিজনক ছবি পাঠান। এর পরেই দুবাই পুলিশ গ্রেফতার করে মিকা সিংকে।

জানা গিয়েছে, আবু ধাবিতে জেল হেফাজতে রয়েছেন মিকা।

বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮

জলঙ্গী ও ডোমকলে রেল চাইছে সাধারণ মানুষ

ইত্যাদি নিউজ:

লোকসভা ভোটকে উপেক্ষা করে মুর্শিদাবাদের জলঙ্গী ও ডোমকলে রেল চাইছে সাধারণ মানুষ।
এতে স্কুল-কলেজের শিক্ষার্থী ,বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা থেকে সাধারণ মানুষ সবাই খুবই উপকৃত হবেন।
 কলকাতা শহর যেতে হলে সড়কপথে বহরমপুর স্টেশন পৌঁছে সেখান থেকে শিয়ালদহ পৌঁছতে প্রায় ১০ ঘন্টার কাছাকাছি ও প্রায় ২০০-৩০০ টাকা মতোন লাগে যায়,যা একজন নিম্ন আয়ের মানুষের জন্য অনেকাংশেই কষ্টসাধ্য।
রেলপথ প্রতিস্থাপিত হয়ে গেলে সময় ও খরচ অনেকটাই কম হবে।
ডোমকল ও জলঙ্গীতে জনঘনত্বের দিকে মুর্শিদাবাদের প্রায় শীর্ষে থেকেও এখানে রেলপথের কোনো ব্যবস্থা নেই!
আগে থেকেই এই অঞ্চলের মানুষ রেলপথ প্রতিস্থাপনে জন্য দাবি জানিয়ে আসছে।
রেলপথ যাতায়াতের ক্ষেত্রে ভারতের উন্নতম এক যাতায়াত ব্যাবস্থা।
রেলপথ স্থাপন হয়ে গেলে নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে সবাই সহজেই যাতায়াত করতে পারবে। এতে করে আমাদের দুঃখ কষ্ট লাঘব হবে, অর্থনৈতিক ও সামাজিক উন্নায়নে বিশেষ ভূমিকা রাখবে।

প্রযুক্তিক্ষেত্রে বিপ্লব ঘটাতে ৫জি পরিষেবার পরীক্ষা চালাল OPPO

ইত্যাদি নিউজ:

4G যুগ অতীত! প্রযুক্তিক্ষেত্রে বিপ্লব ঘটাতে আসবে ৫জি পরিষেবা। আর সেই পরিষেবা পুরোদমে চালু করতে স্মার্টফোনে সফলভাবে ৫জি নেটওয়ার্ক ব্যবহার করে ‘মাল্টি-পার্টি’ ভিডিও কল পরীক্ষা চালিয়েছে OppO। সোশ্যাল মিডিয়ার মাধ্যমের অ্যাপ উইচ্যাটে এই পরীক্ষা চালায় স্মার্টফোন নির্মাতা এই চিনা সংস্থাটি। সংস্থার পক্ষ থেকে বলা হয়, বিশ্বজুড়ে সংস্থার গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) বিভাগের ছয়জন ইঞ্জিনিয়ার এই ভিডিও কলে অংশ নিয়েছেন।
OppO আর১৫ প্রো-সিরিজের একটি ৫জি স্মার্টফোন ব্যবহার করে পরীক্ষা চালানো হয়। ১০০ মেগাহার্টজ ব্যান্ডউইথের ৫জি নেটওয়ার্কে ১৭ মিনিট ধরে ভিডিও কল করেন ওই ইঞ্জিনিয়াররা। বিশ্বজুড়ে OppO-র ছটি আরঅ্যান্ডডি থেকে ভিডিও কলে যুক্ত হন ছয় ইঞ্জিনিয়ার।
ভিডিও কলের সময় ‘নিরবিচ্ছিন্ন সংযোগ এবং কম সমস্যা’ ছিল বলে জানানো হয়েছে। OppO-র পক্ষ থেকে বলা হয়, ৫জি পরীক্ষার জন্য তারা কিসাইট-এর ইউএক্সএম সিগনালিং টেস্ট সেট এবং ৫জি নিউ রেডিও নেটওয়ার্ক ইমুলেশন ব্যবহার করা হয়েছে।
চলতি বছরের অগাস্টে প্রথমবারের মতো স্মার্টফোনে ৫জি সিগনালিং ও ডেটা সংযোগ আনে OppO। আর অক্টোবরে প্রথমে সংস্থা হিসেবে স্মার্টফোনে ৫জি ইন্টারনেট পরীক্ষা করে তারা।
https://www.facebook.com/ItyadiNewsMsd/

রাজ্যে প্রথম ‘কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়’ তৈরি হতে চলেছে

ইত্যাদি নিউজ:

এবার কৃষ্ণনগরে গড়ে উঠতে চলেছে মেয়েদের জন্য কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়। কৃষ্ণনগর পুরসভা ইতিমধ্যেই জমি চিহ্নিত করেছে। সূত্রের খবর, এ মাসেই নদিয়া জেলা সফরে আসছেন। আর তখনই হতে পারে বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস।
শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গত সেপ্টেম্বরে যখন কৃষ্ণনগরে এসেছিলেন তখন বিশ্ববিদ্যালয় তৈরির কথা ঘোষণা করেছিলেন। এজন্য জমি দেখতে বলেছিলেন কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান অসীম সাহাকে। পৌরসভার কাছ থেকে জমি পেলেই তৈরি করা হবে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়। এ কথা জানান শিক্ষা মন্ত্রী।
সূত্রের খবর, সেই মতো জমি খুঁজতে থাকে পৌরসভা। কৃষ্ণনগরের গোদাডাঙ্গা এলাকায় খোঁজ পাওয়া যায় বিশ্ববিদ্যালয় তৈরির প্রয়োজনীয় জমি। সেই জমিই বিশ্ববিদ্যালয় তৈরির জন্য দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেয় পৌরসভা।
নদিয়া জেলা শাসক সুমিত গুপ্তা স্টিং নিউজকে বলেন, “আমরা গতকাল ওই জমি দেখতে গিয়েছিলাম। ওই জমিতে বিশ্ববিদ্যালয় গড়ার জন্য শিক্ষা দপ্তরকে চিঠি পাঠাবো। তার প্রস্তুতি চলছে। শিক্ষা দপ্তরই সিদ্ধান্ত নেবে ওই জমিতে বিশ্ববিদ্যালয় হবে কি হবে না।
কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান স্টিং নিউজকে বলেন, “কৃষ্ণনগরের গোদাডাঙ্গায় আমাদের পৌরসভার মোট ১৪ একর জমি। বিশ্ববিদ্যালয় তৈরির জন্য ১০ একর জমি দরকার। অতএব জমি নিয়ে কোনো সমস্যা নেই। তবে ওখান থেকে পৌরসভার আবর্জনা ফেলার জাগগাটি পরিস্কার করতে হবে । আজ থেকে কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছি। ডিম, এডিএম (এলআর), এসপি, তেহট্টের বিধায়ক গৌরী শঙ্কর দত্ত ও আমি ওই জমি দেখতে গিয়েছিলাম। সকলের পছন্দ হয়েছে। এই মাসের মুখ্যমন্ত্রী নদিয়া জেলা সফরে আসছেন। আশা করা যাচ্ছে, তখনই হয়তো মুখ্যমন্ত্রী ওই বিশ্ববিদ্যালয়ের শিলান্যাশ করতে পারেন।
তিনি আরও বলেন, কৃষ্ণনগরে কণ্যাশ্রী বিশ্ববিদ্যালয় গড়ে উঠলে কৃষ্ণনগর, করিমপুর ও মুর্শিদাবাদের ছাত্রীরা খুবই উপকৃত হবেন। অনেকের কর্ম সংস্থান হবে। কৃষ্ণনগর একটি এডুকেশন হাবে পরিণত হবে। এখানকার মানুষের আর্থ সামাজিক অবস্থা পালটে যাবে।
উল্লেখ্য, কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় শুধু মহিলাদের জন্য। এখানে কেবলমাত্র ছাত্রীরাই ভর্তি হতে পারবে। তৃণমূল সরকারের আমলে গড়ে ওঠা পশ্চিমবঙ্গের ডায়মন্ডহারবারে মহিলাদের জন্য একটি বিশ্ববিদ্যালয় আছে। কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় গড়ে উঠলে সেটা হবে রাজ্যের দ্বিতীয় মহিলা বিশ্ববিদ্যালয়। তবে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ‘কন্যাশ্রী’দের নামে রাজ্যের প্রথম ‘কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়’ তৈরি হতে চলেছে নদিয়ার কৃষ্ণনগরে।
https://www.facebook.com/ItyadiNewsMsd/

মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১৮

প্রকাশিত হল টেটের ফল, এখান থেকে ডাউনলোড করুন রেজাল্ট

ইত্যাদি নিউজ:

উত্তরপ্রদেশের শিক্ষক নিয়োগের পরীক্ষা অথার্ৎ UPTET  2018  ফল মঙ্গলবার মধ্যরাতে প্রকাশিত হয়েছে ৷ এবারের পরীক্ষার পরীক্ষার্থীর সংখ্যা ছিল মোট ১১০১৬৪৫ ৷ এদের মধ্যে পাশ করেছে ৩৬৬২৮৬ জন ৷ অথার্ৎ হিসেব অনুযায়ী, এবারের পরীক্ষায় পাশ করেছে মোট ৩৩ শতাংশ ৷ পরীক্ষার্থীরা উত্তরপ্রদেশ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইট upbasiceduboard.gov.in-এ গিয়ে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন।

শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, ৫ ডিসেম্বর দুপুরের পর থেকে ওয়েবসাইটে রেজাল্ট দেখার পাশাপাশি সেটির প্রিন্ট ও নিতে পারবেন পরীক্ষার্থীরা ৷ ৭ জানুয়ারি ২০১৯ পর্যন্ত ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে ৷
প্রাথমিকের একটি প্রশ্নের সমস্ত উত্তর ভুল ছিল ৷ এই প্রশ্নের যারা উত্তর দিয়েছেন তাদের সবাইকে একই নম্বর দেওয়া হয়েছে এই উত্তরের জন্য ৷

অংকে ১০০ তে ৯৮ পেয়ে গঙ্গায় ঝাঁপ ছাত্রের

ইত্যাদি নিউজ:
কিছু কিছু ছাত্রছাত্রীদের অংকে পাসমার্কস তুলতে জীবন জীবন শেষ হয়ে যায়। আর ছেলেটি ১০০ তে ৯৮ পেয়ে গঙ্গায় ঝাঁপ দিলো !!
যাদবপুর উনিভার্সিটি র অংকে অনার্সের ছাত্র অংকে ১০০ তে ১০০ না পেয়ে ৯৮ পাওয়ায় মানসিক অবসাদে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যান। ছাত্রের নাম পীযুষ ময়রা ২১ বছর বয়স!বাড়ি দক্ষিণ 24 পরগনার লক্ষ্মীকান্তপুরে।হাওড়া ষ্টেসন সংলগ্ন লঞ্চঘাট থেকে ছাত্রটি ঝাঁপ দেয় কিন্তু সাঁতারু সুরজিত্‍ ঘোষ এর তত্‍পরতায় পীযুষ কে উদ্ধার করা সম্ভব হয়।
সুরজিত্‍ জানান ছেলেটিকে ঝাঁপ দিতে দেখে আমিও ওকে উদ্ধার করতে ঝাঁপ দিই নদীতে তবে আরেকটু দেরি হলে উদ্ধার করা যেতো না।

বর্তমানে হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসা ধীন ওই ছাত্র।

সোমবার, ৩ ডিসেম্বর, ২০১৮

প্রকাশনা সংস্থার বিজ্ঞাপনী চমক রুখতে আসরে শিক্ষামন্ত্রী, পর্ষদকে সতর্কবার্তা

ইত্যাদি নিউজ:

 মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্তরে বাজারে প্রচুর বেসরকারি বই। সংবাদপত্র, টিভি বা রেডিওর মতো গণমাধ্যমগুলিতে চলছে ব্যাপক বিজ্ঞাপন। সমস্ত প্রকাশনা সংস্থার দাবি, তাদের পাঠ্যপুস্তকই সেরা। দুই মেগা পরীক্ষার আগে ‘সাজেশন’-এর নামেও প্রচুর বই বাজারে আসে। যা নিয়ে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি ছড়ায়। মধ্যশিক্ষা পর্ষদকে এই বিষয়ে সতর্ক হওয়ার নির্দেশ দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সোমবার বিকাশ ভবনে মাধ্যমিকের সরকারি টেস্ট পেপার উদ্বোধন করে শিক্ষামন্ত্রী বলেন, “গণমাধ্যমে মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত বেসরকারি বইগুলির বিজ্ঞাপন দেওয়া হয়। বিজ্ঞাপিত বইটি পড়েই নাকি পরীক্ষায় নির্দিষ্ট পড়ুয়া প্রথম হয়েছেন। আসলে এগুলি বিজ্ঞাপনের চমক। ছাত্রছাত্রী ও অভিভাবকদের বলব বিজ্ঞাপনের ফাঁদে পড়বেন না। মধ্যশিক্ষা পর্ষদকে এই বিষয়ে সতর্ক হতে হবে।”

স্কুলের ‘রেফারেন্স বই’ অনুমোদনে পর্ষদ এবং সংসদের বেনিয়মের অভিযোগ আসছে অনেকদিন ধরে। কলেজ স্ট্রিটের কয়েকটি সংস্থার সঙ্গে পর্ষদের অসাধু যোগ সংক্রান্ত অভিযোগ এসেছে স্কুল শিক্ষা দপ্তরেও। দপ্তরের কর্তাদের বক্তব্য, শিক্ষামন্ত্রীর এদিনের নির্দেশ খুবই তাৎপর্যপূর্ণ। বেসরকারি সংস্থা নিয়ে অন্য ধরনের বিড়ম্বনায়ও পড়তে হয় রাজ্যকে। বলিউডের অভিনেতা ফারহান আখতারের ছবিকে ক্রীড়াবিদ ‘মিলখা সিং’ বলে ছাপিয়েছিল একটি প্রকাশনা সংস্থা। সেই বই স্কুলে বিলিও করা হয়। কোনও ভূমিকা না থাকলেও রাজ্যের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছিল সেই কাণ্ডে।
অনুমোদন ছাড়াও এদিন মাধ্যমিকের প্রশ্নপত্র নিয়েও কড়া নির্দেশ দিয়েছেন পর্ষদকে। গত বছর কয়েকটি প্রশ্নপত্রে ভুল ছাপা হয়েছিল। এদিন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে শিক্ষামন্ত্রী বলেন, “প্রশ্নপত্র দরকার হলে হাজারবার দেখবেন। ছাত্রছাত্রীরা চেঁচামেচি করবে, তারপর বলবেন ঠিক আছে, আমরা দেখছি। কোনও ভুল যাতে না থাকে তা নিশ্চিত করতে হবে।” আগামী বছরের মাধ্যমিক শুরু হবে ১২ ফেব্রুয়ারি। শেষ হবে ২১ ফেব্রুয়ারি। উচ্চমাধ্যমিক চলবে ২৬ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ। সাজেশনের নামে বিভিন্ন সংস্থার বই রুখতে দরকারে সরকারি নির্দেশিকাও প্রকাশ হতে পারে বলে জানা গিয়েছে। মাধ্যমিকের সরকারি টেস্ট পেপারে ১২০টি স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্ন ঠাঁই পেয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, “সরকারি টেস্ট পেপার অনুসরণ করলে মাধ্যমিকে উপকৃত হবে পড়ুয়ারা। এর বাইরে প্রশ্ন আসবে বলে মনে হয় না।”
https://www.facebook.com/ItyadiNewsMsd/

রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮

অভিনব প্রতিবাদ, জলের দরে পিঁয়াজ বিক্রির পুরো টাকা মোদিকে পাঠালেন কৃষক

ইত্যাদি নিউজ:

 কৃষকদের দুঃখ-দুর্দশার কথা ভাবছে না মোদি সরকার। বিরোধীরা ইতিমধ্যেই এমন অভিযোগ তুলে সুর চড়িয়েছেন। কৃষিঋণ মকুব-সহ একগুচ্ছ দাবিতে বারবার প্রতিবাদ যাত্রায় নেমেছেন দেশের একাধিক প্রান্তের কৃষকরাও। কিন্তু তাতে যে বিশেষ লাভ হয়নি, তাই যেন ফের বুঝিয়ে দিলেন নাসিকের এক কৃষক। আর তাই অভিনব কায়দায় কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি।
মহারাষ্ট্রের নাসিকের কৃষক সঞ্জয় সাথে ৭৫০ কেজি পিঁয়াজ বিক্রি করে পেয়েছেন মাত্র ১০৬৪ টাকা। প্রতিবাদ স্বরূপ সেই অর্থ কেন্দ্রীয় মন্ত্রকের ত্রাণ তহবিলে জমা করে দেন তিনি। বুঝিয়ে দিতে চান, তাঁদের অবস্থা কোন তলানিতে গিয়ে ঠেকেছে। তবে মজার বিষয় হল ২০১০ সালে এই কৃষককেই তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে দিয়েছিল কৃষি মন্ত্রক। সেসময় ‘উন্নত কৃষক’দের তালিকায় নাম ছিল তাঁর। কিন্তু আট বছর পর পালটে গিয়েছে ছবিটা। বর্তমানে প্রতি কেজি পিঁয়াজে তিনি দাম পেয়েছেন এক টাকার কিছু বেশি। কৃষকদের প্রতি সরকারের ক্রমাগত এই উদাসীনতা আর মেনে নিতে পারছেন না সঞ্জয় সাথে। আর সেই কারণেই এমন প্রতিবাদ তাঁর। কেন্দ্রীয় মন্ত্রকের কাছে ১০৬৪ টাকা পাঠানোর জন্য আবার তাঁর অতিরিক্ত ৫৪ টাকা খরচও হয়েছে। দিন আনি দিন খাই সংসারের সদস্য কষ্ট করে সে টাকাও প্রতিবাদের জন্য দিয়ে দিয়েছেন।

মহারাষ্ট্রের নাসিকের কৃষক সঞ্জয় সাথে ৭৫০ কেজি পিঁয়াজ বিক্রি করে পেয়েছেন মাত্র ১০৬৪ টাকা। প্রতিবাদ স্বরূপ সেই অর্থ কেন্দ্রীয় মন্ত্রকের ত্রাণ তহবিলে জমা করে দেন তিনি। বুঝিয়ে দিতে চান, তাঁদের অবস্থা কোন তলানিতে গিয়ে ঠেকেছে। তবে মজার বিষয় হল ২০১০ সালে এই কৃষককেই তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে দিয়েছিল কৃষি মন্ত্রক। সেসময় ‘উন্নত কৃষক’দের তালিকায় নাম ছিল তাঁর। কিন্তু আট বছর পর পালটে গিয়েছে ছবিটা। বর্তমানে প্রতি কেজি পিঁয়াজে তিনি দাম পেয়েছেন এক টাকার কিছু বেশি। কৃষকদের প্রতি সরকারের ক্রমাগত এই উদাসীনতা আর মেনে নিতে পারছেন না সঞ্জয় সাথে। আর সেই কারণেই এমন প্রতিবাদ তাঁর। কেন্দ্রীয় মন্ত্রকের কাছে ১০৬৪ টাকা পাঠানোর জন্য আবার তাঁর অতিরিক্ত ৫৪ টাকা খরচও হয়েছে। দিন আনি দিন খাই সংসারের সদস্য কষ্ট করে সে টাকাও প্রতিবাদের জন্য দিয়ে দিয়েছেন।
https://www.facebook.com/ItyadiNewsMsd/

শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮

দশম ও দ্বাদশে এবার মিলবে পাশ করার দ্বিতীয় সুযোগ

ইত্যাদি নিউজ :

               অকৃতকার্যদের জন্য এবার সুখবর৷ পরীক্ষায় অকৃতকার্য হলেও আর বছর নষ্টের ভয় নেই৷ মিলবে কমপার্টমেন্টাল দেওয়ার সুযোগ৷ একই সঙ্গে ২০১৯ থেকে পরীক্ষার্থীরা দেখতে পারবেন প্রতিটি বিষয় পরীক্ষার নম্বর৷ আগে শুধু দেখা যেত বিষয়ভিত্তিক গড় নম্বর৷
দ্য কাউন্সিল ওফ ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনের তরফে সম্পাদক গ্যারি অ্যাথাটুন এই মর্মে ইতিমধ্যেই সহ স্কুলের কাছে বিজ্ঞপ্তি পাঠিয়ে দিয়েছেন৷ কেন হঠাৎ এই পদক্ষেপ? উত্তরে অ্যাথাটুন বলেন, ‘‘অকৃতকার্যদের আমরা আরও একটা সুযোগ দিতে চেয়েছি৷ এর ফলে বছর নষ্টে হাত থেকে রেহাই পাবেন তারা৷’’
দিল্লি বোর্ডের দশম ও দ্বাদশ দুটি বোর্ড পরীক্ষাতেই ২০১৯ থেকে থাকছে কমপার্টমেন্টাল দেওয়ার ব্যবস্থা৷ কাউন্সিল সূত্রে জানানো হয়েছে এবার থেকে প্রতি বছর জুলাই মাসের তৃতিয় সপ্তাহে হবে কমপার্টমেন্টাল পরীক্ষা৷ দিল্লি বোর্ডের ক্লাস টেনের বোর্ড পরীক্ষায় যেসব পরীক্ষার্থী ইংরেজী সহ চারটি বিষয়ে উত্তীর্ণ হয়েছে তারা পঞ্চম বিষয়ে কমপার্টমেন্টাল পরীক্ষায় বসতে পারবে৷ ক্লাস টুয়েল্ভের ক্ষেত্রেও নিয়ম প্রায় একই৷ এক্ষেত্রে ইংরেজী সহ মোট তিনটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে পড়ুয়াদের৷ ফোর্থ সাবজেক্টে মিলবে ফের পরীক্ষায় বসার সুযোগ৷
পরীক্ষার্থীদের বোর্ডের পরীক্ষায় প্রাপ্ত দেখার ক্ষেত্রেও কিছুটা বদল আনা হয়েছে৷ এতদিন, বিজ্ঞান, ভাষা ও ইতিহাস, ভূগোলের নম্বর দেখা যেত বিষয়ভিত্তিকভাবে৷ বিষয়ের পৃথক নম্বর নয়, দেখা যেত বিভাগের গড় নম্ব৷ ২০১৯ থেকে তার বদল ঘটছে৷ এবার থেকে সব বিষয়ের পৃথক নম্বরই দেখতে পারবে পরীক্ষার্থীরা৷
বিদেশেও আইসিএসই বোর্ড অনুমোদিত বহু স্কুল রয়েছে৷ বিশেষ করে থাইল্যান্ডে৷ সেখানে পড়ুয়াদের কাছে পাঠক্রম আকর্ষণীর করতে উদ্যোগী কাউন্সিল৷ ফলে ২০১৯ থেকে বিদেশে অবস্থিত কাউন্সিল অনুমোদিত স্কুলে পৃথক পাঠক্রম চালু হচ্চে ইতিহাস ও ভূগোলের ক্ষেত্রে৷ ২০২১ থেকে ভাষা পড়ান ক্ষেত্রেও বেশ কিছু বদল আসতে চলেছে বলে আভাস দিয়ে রেথেছেন কাউন্সিলের সম্পাদক৷

পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'

 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...