ইত্যাদি নিউজ:
কানে হেড ফোন গুজে রেল লাইন পার হচ্ছিলেন দুই ছাত্রী ৷ তাদের বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় গুরুতর জখম হলেন এক ব্যক্তি ৷ এর জেরে শ্যামনগরে ট্রেন চলাচল ব্যাহত হয় ৷ আহত ব্যক্তিকে আরজিকরে ভর্তি করা হয়েছে ৷ শ্যামনগর স্টেশনে বিক্ষোভ দেখান যাত্রীরা ৷ এর জেরে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয় ৷ প্রায় ৪০ মিনিট পর রেল অবরোধ ওঠে ৷শ্যামনগরে ২৩ নম্বর লেভেল ক্রসিংয়ে কানে হেডফোন দিয়ে দু’জন ছাত্রী রেললাইন পার হচ্ছিলেন ৷ সেসময় আচমকাই তিন নম্বর লাইনে চলে আসে একটি ট্রেন ৷ দু’জনকে বাঁচাতে গিয়ে এক ব্যক্তি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন ৷ গুরুতর জখম অবস্থায় অনেকক্ষণ পড়ে থাকার পর তাঁকে স্থানীয় জগদ্দল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ পরে অবস্থা আরও খারাপ হলে আরজিকর হাসপাতালে নিয়ে আসার হয় ৷ দীর্ঘক্ষন রেললাইনে পড়ে থাকায় যাত্রীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন ৷ শুরু হয় রেল অবরোধ ৷ দু’দিন আগে এই ২৩ নম্বর লেভেল ক্রসিংয়েই ট্রেনের ধাক্কায় একজন অটোরিকশা চালক জখম হয়েছিলেন। বৃহস্পতিবার ফের একই ঘটনা ঘটল ৷
https://www.facebook.com/ItyadiNewsMsd/
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন