মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮

দেরি হয়ে যাচ্ছে, রিক্সাচালক-কে মার মহিলা যাত্রীর! ভিডিয়ো ভাইরাল

ইত্যাদি নিউজ:

হাতে সময় বড্ড কম, গন্তব্যে পৌঁছতে হলে রকেট গতিতে এগিয়ে যেতে হবে। আর রকেট টা চালাবেন কে? রিক্সাওয়ালা। রিক্সায় বসে রকেট গতিতে গন্তব্যে পৌঁছে যাওয়ার বাসনাতেই তিন চাকার সওয়ারিতে চড়ে বসেছিলেন এক মহিলা। রিক্সা চলতে তো শুরু করে, তবে তা যাত্রীর মন মতো গতিতে নয়। প্যাডেলের গতি দেখে চালককে আরও জোরে রিক্সা চালাতে নিদের্শ দেন সওয়ারি। অপারক রিক্সাচালক জানান, তিনি পারবেন না। যাত্রীকে নেমেও যেতে বলেন। এরপরই চটে গিয়ে রিক্সাচালকের ওপর খড়্গহস্ত হন মহিলা যাত্রী। অকথ্য ভাষায় বকাবকি, সঙ্গে  চড়, লাথি ধেয়ে যায় চালকের দিকে। ঢাকা শহরে ঘটা এই ভিডিয়ো ফেসবুকে পোস্ট হতেই তা ভাইরাল হয়ে গিয়েছে। বাংলাদেশি দৈনিক কালের কণ্ঠ প্রতিবেদন আকারে এই ঘটনাটি জনসমক্ষেও নিয়ে এসেছে।
ভিডিয়োটি-তে দেখা যায়, অনেক পথচারীই ওই মহিলা যাত্রীর আচরণের প্রতিবাদ করেন। তবে নিজের অবস্থান থেকে একচুলও সরেননি সেই যাত্রী। শর্ট স্টোরি নামের একটি ফেসবুক পেজ-এ এই ঘটনার ক্যামেরাবন্দি ফুটেজ সবার প্রথমে প্রকাশিত হয়। এরপরই তা দাবানলের মতো ছড়িয়ে পড়ে। ওঠে সমোলচনার ঝড়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'

 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...