শনিবার, ৮ ডিসেম্বর, ২০১৮

5 জি নেটওয়ার্কের পরীক্ষা হওয়ার পরে কি হল দেখুন


ইত্যাদি নিউজ:

বিশ্বে ফোর জি নেটওয়ার্কের সফলতার পরে ভারতে প্রথম জিও কেম্পানি ফাইভ জি পরিষেবা নিয়ে আসার পরিকল্পনা করছে। কিন্তু নেদারল্যান্ডে তা প্রায় শুরু হয়ে গিয়েছে বলাই চলে। কারণ, বেশ কয়েকদিন আগে নেদারল্যান্ডে ফাইভ ডি পরিষেবা পরীক্ষামূলক ভাবে করা হয়েছে। কিন্তু তারপরেই ঘটে গেছে দুর্ঘটনা। মেদারল্যান্ডের একটি পার্কে পাশে রেল স্টেশনে ফাইভ জি নেটওয়ার্কের পরীক্ষা চালানো হয়েছিল। উদ্দেশ্য ছিল একটাই তা পরিবেশের কোনো ক্ষতি করে কিনা তা দেখা। এবং সিগন্যালটি কতদূর অবধি পৌঁছাতে সক্ষম তাও দেখা হচ্ছিল। কিন্তু তাতে যে বিপুল ক্ষতি হবে তা বোধ হয় কেউ কল্পনা করতে পারেন নি।

কারণ, নেদারল্যান্ডের যে পার্কের পাশে পরীক্ষামূলক ভাবে ফাইভ জি নেটওয়ার্ক চালানো হয়েছিল সেই পার্কে বেশ কয়েকদিন ধরে অনেক পাখি মরে থাকতে দেখা যায়। কারণ বুঝেও এ খবর চাপা রাখা হয়েছিল। কিন্তু দিন এগিয়ে যাওয়ার সাথে সাথে সেখানে মৃত পাখির সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৯৭ টি। তেব এখন আর সেই খবর চাপা নেই। শুধু পাখি মরে যাওয়া নয়। জানা গিয়েছে পার্কের পাশে একটি পুকুরে চড়তে থাকা হাঁসেরাও নাকি অদ্ভুত আচরন শুরু করেছিল। এমনকি পুকুরে ডুবে বাঁচার চেষ্টা করছিল তারা।
খবর, ফাইভ জি নেটওয়ার্কের পরীক্ষা চালাোনর সময়েই পাখি গুলি মারা গিয়েছে। যার কারণ হিসেবে উঠে এসেছে 5G নেটওয়ার্ক থেকে নির্গত মাইওক্রোওয়েভ। যা  পাখির হৃদপিন্ডে আঘাত হানে। এরপর পাখিগুলির হৃদযন্ত্র বিকল হয়ে মারা যায়।সোশ্যাল মিডিয়ায় রাখি গুলি মারা যাওয়ার পর বিভিন্ন পশুপ্রেমীরা বিভিন্ন মন্তব্য করেছেন। ইন্টারনেট যে পাখিদের কতটা ক্ষতি করতে পারে তা সকলকে জানারে চেষ্টা করতে বলেছেন তাঁরা। তাই এক পশুপ্রেমী ইতিমধ্যেই ফাইভ জি নেটওয়ার্কের বন্ধ করার কাজ শুরু করেছে। তিনি 5G নেটওয়ার্ক থেকে হওয়া সম্ভাব্য ক্ষতি ব্যাপারে সাধারন মানুষকে সচেতন করার কাজ করে চলেছেন। পাশাপাশি চলছে সচেতনতা বাড়ানোর কাজ।
https://www.facebook.com/ItyadiNewsMsd/

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'

 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...