বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮

মোদির বিরুদ্ধে লড়ব, দিদি বিরুদ্ধেও লড়াই করব: কানহাইয়া কুমার

ইত্যাদি নিউজ:

 দেশের বিভাজনের রাজনীতি চলছে৷ হিন্দু-মুসলিমের মধ্যে বিভেদ আনার চেষ্টা কলছে৷ এসব আমরা মেনে নেব না৷ এই বিভাজনের রাজনীতি করা মোদি-দিদি, সবার বিরুদ্ধেই লড়াই করব৷’ বুধবার দুপুরে সিপিআইয়ের রাজ্য কমিটির ডাকে ধর্মতলায় জনসভা মঞ্চ থেকে এমনই বার্তা দিলেন কানহাইয়া কুমার৷
বুধবার ধর্মতলা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ করে কানহাই কুমার বলেন, ‘‘আজ দিদির জন্য বাংলায় আরএসএস ও বিজেপির শক্তি বাড়ছে৷ একজন বলছে, আমি হিন্দুদের রক্ষক, একজন বলছে আমি মসুলিমদের রক্ষক৷ আসলে, এই রক্ষকদের জন্যই বাংলায় সমস্যা বাড়ছে৷’’ কানাহাই কুমারের প্রশ্ন, ‘‘আপনি মহরমের অনুমতি দিচ্ছেন, কিন্তু, দুর্গা প্রতিমার বিসর্জনের অনুমতি দিচ্ছে না কেন?’’ এদিন রাজ্য ও দেশের বর্তমান অবস্থান তুলে ধরে বলেন, ‘‘এই দেশ ধর্মনিরপেক্ষ৷ সংবিধানেও তাই বলা আছে৷ কিন্তু, দেশে বিভাজনের রাজনীতি ভয়ংকর রূপ নিতে শুরু করেছে৷ অবিলম্বে এটা বন্ধ হওয়া জরুরি৷ প্রতিটি ধর্মের মানুষ, তাঁর বিশ্বাস নিয়ে বাঁচুক, এটা আমরা চাই৷’’
দীর্ঘদিন বাদে একক কর্মসূচি হিসেবে দলীয় ব্যানারে জনসভা করছে সিপিআই৷ সঙ্গত কারণে সভায় লোক সমাগমের দিকে নজর রাখা হয়েছিল৷ তবে এব্যাপারে তারা বাজিমাৎ করতে দেশে মোদিবিরোধী রাজনীতির দুই তরুণ জনপ্রিয় মুখ কানহাইয়া কুমার ও জিগ্নেশ মেবানিকে বক্তা হিসেবে হাজির করিয়ে৷ কানহাইয়া এই দলেরই সদস্য৷ দলের ছাত্র সংগঠনের অন্যতম নেতা ছিলেন তিনি৷
অন্যদিকে, মোদিবিরোধী রাজনীতির পরিসরে জিগ্নেশ গুজরাতের সীমানা ছাড়িয়ে দেশের দলিত সম্প্রদায়ের মধ্যে এখন বেশ জনপ্রিয়৷ তবে এই দুই তরুণ-তুর্কি কলকাতায় আনিয়ে মোদি তথা বিজেপির পাশাপাশি রাজ্যের শাসকদল তৃণমূল ও তার সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হন জিগ্নেশ ও কানাহাই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'

 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...