সিনেমার কায়দায় ব্যাংক ডাকাতি ডোমকলে

ইত্যাদি নিউজ:

সিনেমার কায়দায় ব্যাংক ডাকাতি ডোমকলে ঘটনাটি ঘটেছে ডোমকল থানার বি.টি হাইস্কুল এলাকার SBI CSP
ব্যাংকে ।এই ঘটনায় ঘিরে চাঞ্চল‍্য‍ ছাড়াই এলাকায়।ঘটনায় জানা গেছে ২ দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে ওই CSP ব্যাংকে হানাদেই এক দুষ্কৃতী ব্যাংক ম্যানাজারের মাথায় বন্ধুক রেখে
দুষ্কৃতীরা ২ লক্ষ ৪০ হাজার নিয়ে লম্পট দেয়।এমত অবস্তায় ব্যাংক ম্যানেজার চিৎকার শুরু করেন,চিৎকার শুনে আশেপাশের মানুষ ছুটে আসলেও দুষ্কৃতীদের ধরতে পারেনি কেউ।ডোমকল থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে প্রকাশ্যে ব্যাংক ডাকাতির ঘটনায় আতঙ্কে স্থানীয়রা।
https://www.facebook.com/ItyadiNewsMsd/

মন্তব্যসমূহ