সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১৮

বছরটা আক্ষরিক অর্থেই নতুন হোক সবার

ইত্যাদি নিউজ:

আরও একটা নতুন বছর এল। সবাইকে আন্তরিক শুভেচ্ছা। এই নতুন বছর প্রত্যেকের আনন্দে কাটুক, সুস্থ-সবল ভাবে কাটুক, সমৃদ্ধিতে কাটুক— প্রার্থনা থাক এমনই। তবে এ প্রার্থনা ফলপ্রসূ তখনই হবে, যখন এই নতুন বছরটায় জীবনের কিছু বুনিয়াদি শিক্ষাকে কাজে লাগাতে পারব আমরা। শিক্ষাটা পরিমিতিবোধের, জীবনের নানা ক্ষেত্রের সীমারেখাগুলো চিনে নেওয়ার, ভারসাম্যের, শান্তিপূর্ণ সহাবস্থানের, সহিষ্ণুতার। এই কথাগুলো মনে রাখতে পারলে নতুন বছর আমাদের ভালই যাবে।
বর্ষবরণ উপলক্ষে আপাতত উৎসবের রেশ সর্বত্র। তবে ভারতবাসীর জন্য এই নতুন বছরের সবচেয়ে বড় উৎসব হতে চলেছে গণতন্ত্রের উৎসব। আরও একটা নতুন বছর এল। সবাইকে আন্তরিক শুভেচ্ছা। এই নতুন বছর প্রত্যেকের আনন্দে কাটুক, সুস্থ-সবল ভাবে কাটুক, সমৃদ্ধিতে কাটুক— প্রার্থনা থাক এমনই। তবে এ প্রার্থনা ফলপ্রসূ তখনই হবে, যখন এই নতুন বছরটায় জীবনের কিছু বুনিয়াদি শিক্ষাকে কাজে লাগাতে পারব আমরা। শিক্ষাটা পরিমিতিবোধের, জীবনের নানা ক্ষেত্রের সীমারেখাগুলো চিনে নেওয়ার, ভারসাম্যের, শান্তিপূর্ণ সহাবস্থানের, সহিষ্ণুতার। এই কথাগুলো মনে রাখতে পারলে নতুন বছর আমাদের ভালই যাবে।
বর্ষবরণ উপলক্ষে আপাতত উৎসবের রেশ সর্বত্র। তবে ভারতবাসীর জন্য এই নতুন বছরের সবচেয়ে বড় উৎসব হতে চলেছে গণতন্ত্রের উৎসব।
নির্বাচনী লড়াই বরাবরই টানটান উত্তেজনা নিয়ে আসে এ দেশে। ভোটের মরসুমে এই রাজনৈতিক উত্তেজনা খুব অস্বাভাবিক নয়। কিন্তু রাজনীতি আর ব্যক্তিগত জীবন গুলিয়ে ফেলা অস্বাভাবিক, রাজনৈতিক ময়দানের লড়াইকে জীবনের অন্যান্য ক্ষেত্রেও চারিয়ে দেওয়া অস্বাভাবিক, রাজনৈতিক মতান্তরকে নাগরিকদের মধ্যে স্থায়ী মনান্তরের কারণ করে তোলা অস্বাভাবিক। গণতন্ত্রের বৃহত্তর উৎসবে মেতে ওঠার সময়ে এই সব অস্বাভাবিকতাগুলো থেকে দূরে থাকতে হবে আমাদের। মনে রাখতে হবে, আরও একটা নতুন বছর মানে কিন্তু খাতায়-কলমে আরও একধাপ অগ্রসর হওয়া। সুতরাং, রাজনৈতিক সংস্কৃতিতেও সেই ছাপটা আমাদের রাখতে হবে। আমরা সামনের দিকে যাচ্ছি, পিছনের দিকে নয়, একথা আমাদের মনে রাখতে হবে।

নতুন বছরের প্রথম দিনে সংকল্প নেওয়া যাক— কথাগুলো আমরা মনে রাখব, নতুন বছরকে আক্ষরিক অর্থেই অগ্রগমনের প্রতীক করে তুলব। আসুন, নতুন বছর সবাই ভাল কাটাই, সবাই মিলে আনন্দে থাকি, আনন্দে রাখি।
https://www.facebook.com/ItyadiNewsMsd/

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'

 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...