ইত্যাদি নিউজ :
অকৃতকার্যদের জন্য এবার সুখবর৷ পরীক্ষায় অকৃতকার্য হলেও আর বছর নষ্টের ভয় নেই৷ মিলবে কমপার্টমেন্টাল দেওয়ার সুযোগ৷ একই সঙ্গে ২০১৯ থেকে পরীক্ষার্থীরা দেখতে পারবেন প্রতিটি বিষয় পরীক্ষার নম্বর৷ আগে শুধু দেখা যেত বিষয়ভিত্তিক গড় নম্বর৷
দ্য কাউন্সিল ওফ ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনের তরফে সম্পাদক গ্যারি অ্যাথাটুন এই মর্মে ইতিমধ্যেই সহ স্কুলের কাছে বিজ্ঞপ্তি পাঠিয়ে দিয়েছেন৷ কেন হঠাৎ এই পদক্ষেপ? উত্তরে অ্যাথাটুন বলেন, ‘‘অকৃতকার্যদের আমরা আরও একটা সুযোগ দিতে চেয়েছি৷ এর ফলে বছর নষ্টে হাত থেকে রেহাই পাবেন তারা৷’’
দিল্লি বোর্ডের দশম ও দ্বাদশ দুটি বোর্ড পরীক্ষাতেই ২০১৯ থেকে থাকছে কমপার্টমেন্টাল দেওয়ার ব্যবস্থা৷ কাউন্সিল সূত্রে জানানো হয়েছে এবার থেকে প্রতি বছর জুলাই মাসের তৃতিয় সপ্তাহে হবে কমপার্টমেন্টাল পরীক্ষা৷ দিল্লি বোর্ডের ক্লাস টেনের বোর্ড পরীক্ষায় যেসব পরীক্ষার্থী ইংরেজী সহ চারটি বিষয়ে উত্তীর্ণ হয়েছে তারা পঞ্চম বিষয়ে কমপার্টমেন্টাল পরীক্ষায় বসতে পারবে৷ ক্লাস টুয়েল্ভের ক্ষেত্রেও নিয়ম প্রায় একই৷ এক্ষেত্রে ইংরেজী সহ মোট তিনটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে পড়ুয়াদের৷ ফোর্থ সাবজেক্টে মিলবে ফের পরীক্ষায় বসার সুযোগ৷
পরীক্ষার্থীদের বোর্ডের পরীক্ষায় প্রাপ্ত দেখার ক্ষেত্রেও কিছুটা বদল আনা হয়েছে৷ এতদিন, বিজ্ঞান, ভাষা ও ইতিহাস, ভূগোলের নম্বর দেখা যেত বিষয়ভিত্তিকভাবে৷ বিষয়ের পৃথক নম্বর নয়, দেখা যেত বিভাগের গড় নম্ব৷ ২০১৯ থেকে তার বদল ঘটছে৷ এবার থেকে সব বিষয়ের পৃথক নম্বরই দেখতে পারবে পরীক্ষার্থীরা৷
বিদেশেও আইসিএসই বোর্ড অনুমোদিত বহু স্কুল রয়েছে৷ বিশেষ করে থাইল্যান্ডে৷ সেখানে পড়ুয়াদের কাছে পাঠক্রম আকর্ষণীর করতে উদ্যোগী কাউন্সিল৷ ফলে ২০১৯ থেকে বিদেশে অবস্থিত কাউন্সিল অনুমোদিত স্কুলে পৃথক পাঠক্রম চালু হচ্চে ইতিহাস ও ভূগোলের ক্ষেত্রে৷ ২০২১ থেকে ভাষা পড়ান ক্ষেত্রেও বেশ কিছু বদল আসতে চলেছে বলে আভাস দিয়ে রেথেছেন কাউন্সিলের সম্পাদক৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন