ইত্যাদি নিউজ:
এবার কৃষ্ণনগরে গড়ে উঠতে চলেছে মেয়েদের জন্য কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়। কৃষ্ণনগর পুরসভা ইতিমধ্যেই জমি চিহ্নিত করেছে। সূত্রের খবর, এ মাসেই নদিয়া জেলা সফরে আসছেন। আর তখনই হতে পারে বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস।শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গত সেপ্টেম্বরে যখন কৃষ্ণনগরে এসেছিলেন তখন বিশ্ববিদ্যালয় তৈরির কথা ঘোষণা করেছিলেন। এজন্য জমি দেখতে বলেছিলেন কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান অসীম সাহাকে। পৌরসভার কাছ থেকে জমি পেলেই তৈরি করা হবে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়। এ কথা জানান শিক্ষা মন্ত্রী।
সূত্রের খবর, সেই মতো জমি খুঁজতে থাকে পৌরসভা। কৃষ্ণনগরের গোদাডাঙ্গা এলাকায় খোঁজ পাওয়া যায় বিশ্ববিদ্যালয় তৈরির প্রয়োজনীয় জমি। সেই জমিই বিশ্ববিদ্যালয় তৈরির জন্য দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেয় পৌরসভা।
নদিয়া জেলা শাসক সুমিত গুপ্তা স্টিং নিউজকে বলেন, “আমরা গতকাল ওই জমি দেখতে গিয়েছিলাম। ওই জমিতে বিশ্ববিদ্যালয় গড়ার জন্য শিক্ষা দপ্তরকে চিঠি পাঠাবো। তার প্রস্তুতি চলছে। শিক্ষা দপ্তরই সিদ্ধান্ত নেবে ওই জমিতে বিশ্ববিদ্যালয় হবে কি হবে না।
কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান স্টিং নিউজকে বলেন, “কৃষ্ণনগরের গোদাডাঙ্গায় আমাদের পৌরসভার মোট ১৪ একর জমি। বিশ্ববিদ্যালয় তৈরির জন্য ১০ একর জমি দরকার। অতএব জমি নিয়ে কোনো সমস্যা নেই। তবে ওখান থেকে পৌরসভার আবর্জনা ফেলার জাগগাটি পরিস্কার করতে হবে । আজ থেকে কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছি। ডিম, এডিএম (এলআর), এসপি, তেহট্টের বিধায়ক গৌরী শঙ্কর দত্ত ও আমি ওই জমি দেখতে গিয়েছিলাম। সকলের পছন্দ হয়েছে। এই মাসের মুখ্যমন্ত্রী নদিয়া জেলা সফরে আসছেন। আশা করা যাচ্ছে, তখনই হয়তো মুখ্যমন্ত্রী ওই বিশ্ববিদ্যালয়ের শিলান্যাশ করতে পারেন।
তিনি আরও বলেন, কৃষ্ণনগরে কণ্যাশ্রী বিশ্ববিদ্যালয় গড়ে উঠলে কৃষ্ণনগর, করিমপুর ও মুর্শিদাবাদের ছাত্রীরা খুবই উপকৃত হবেন। অনেকের কর্ম সংস্থান হবে। কৃষ্ণনগর একটি এডুকেশন হাবে পরিণত হবে। এখানকার মানুষের আর্থ সামাজিক অবস্থা পালটে যাবে।
উল্লেখ্য, কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় শুধু মহিলাদের জন্য। এখানে কেবলমাত্র ছাত্রীরাই ভর্তি হতে পারবে। তৃণমূল সরকারের আমলে গড়ে ওঠা পশ্চিমবঙ্গের ডায়মন্ডহারবারে মহিলাদের জন্য একটি বিশ্ববিদ্যালয় আছে। কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় গড়ে উঠলে সেটা হবে রাজ্যের দ্বিতীয় মহিলা বিশ্ববিদ্যালয়। তবে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ‘কন্যাশ্রী’দের নামে রাজ্যের প্রথম ‘কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়’ তৈরি হতে চলেছে নদিয়ার কৃষ্ণনগরে।
https://www.facebook.com/ItyadiNewsMsd/
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন