ইত্যাদি নিউজ:
PUBG প্রেমীদের অপেক্ষার অবসান। এবার ভিকেন্ডি ম্যাপে বরফের মধ্যে খেলা যাবে PUBG Mobile। Android ও iOS ডিভাইসে নতুন PUBG Mobile আপডেট পৌঁছেছে।শুরুতে PUBG Mobile 0.10.0 এর হাত ধরে পৌঁছেছিল ভিকেন্ডি ম্যাপ সাপোর্ট। ভিকেন্ডি ম্যাপ ডাউনলোড করা যাচ্ছে।
তবে ভিকেন্ডি ম্যাপ ছাড়াও এই আপডেটে PUBG Mobile এ যোগ হবে একাধিক নতুন ফিচার। (Photo collected)
ইতিমধ্যেই Steam এ ভিকেন্ডি ম্যাপে PUBG Mobile খেলা যাচ্ছে। এর পরেই মোবাইল ভার্সানে চলে এল PUBG।
সারা বিশ্বে 3 কোটি খেলোয়ার রোজ PUBG খেলেন। ইতিমধ্যেই 20 কোটি বার ডাউনলোড হয়েছে এই গেম।
ভারতে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে PUBG। তবে ভারতে বেশিরভাগ খেলোয়াড় Android অথবা iOS থেকে PUBG খেলেন।
তবে এখনই ভিকেন্ডি ম্যাপ খেলতে পারবেন না। শুক্রবার ভারতীয় সময় সকাল 5টা 30মিনিট থেকে উপরে ভিকেন্ডি ম্যাপে খেলা যাবে PUBG Mobile।
https://www.facebook.com/ItyadiNewsMsd/
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন