ইত্যাদি নিউজ:
পিছিয়ে যাচ্ছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিনক্ষণ৷ আগামী ২১ এপ্রিল পরীক্ষার দিন ধার্য ছিল৷ কিন্তু, ওই দিন পরীক্ষা নেওয়া যাবে না বলে জানিয়ে দিয়েছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড৷ আগামী ২১ ডিসেম্বরের মধ্যে বিজ্ঞপ্তি দিয়ে পরবর্তী পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে৷ জুন মাসের শেষ সপ্তাহে জয়েন্টের ফলাফল ঘোষণার কথা থাকলেও তা বদলে যাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ কিন্তু, কেন এই সিদ্ধান্ত? পর্যবেক্ষক মহলের ধারণা, ২০১৯-এর শুরুতেই দেশজুড়ে চলবে ভোটের উৎসব৷ ফলে, নির্বাচনের কথা মাথায় রেখে বদলাচ্ছে পরীক্ষার সূচি৷
এবারের প্রশ্নপত্রে বেশ কিছু বদল আনা হয়েছে৷ যেমন, সেকশন ১, প্রতিটি সঠিক প্রশ্নের জন্য ১নম্বর করে পাবে পরীক্ষার্থীরা৷ সেকশন ২ ও ৩-এ প্রতিটা সঠিক প্রশ্নের জন্যে পাবে ২ নম্বর করে৷ PwD ক্যাটাগরির পরিক্ষার্থীরা বাড়তি ২০মিনিট সময় পাবে৷ দৃষ্টিশক্তিহীন PwD পরিক্ষার্থীরা (পরীক্ষার্থীর থেকে যোগ্যতায় কম এমন কারও সাহায্য় নিতে পারেন৷ পরীক্ষা হলে পেন, ক্যালকুলেটর ঘড়ি বা কোনওরকম মোবাইল নিয়ে প্রবেশ করা যাবে না৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন