ইত্যাদি নিউজ:
বিতর্ক চলছিল, এর মধ্যেই এল সিদ্ধান্তবিতর্কের মধ্যেই মাহিন্দা রাজপক্ষকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পদে নিয়োগ করেছিলেন রাষ্ট্রপতি মৈত্রিপালা সিরিসেনা। কিন্তু শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর হল না। শনিবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন মাহিন্দা রাজপক্ষ। সাংবাদিকদের দেওয়া সাক্ষাত্কারে সাংসদ শেহান সেমাসিংঘে জানিয়েছেন, রাজপক্ষ ইউনাইটেড পিপলস ফ্রিডম অ্যালায়েন্সকে নিজের ইস্তফার কথা বলেছেন।
চলতি বছরের ২৬ অক্টোবর রাষ্ট্রপতি সিরিসেনা রাজপক্ষকে প্রধানমন্ত্রীর পদে নিয়োগ করেন। রানিল উইকরেমেসিংঘেকে বরখাস্ত করে রাজপক্ষকে নিয়োগ করা নিয়ে প্রবল বিতর্কের মুখোমুখি হন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি। দেখা দেয় অভূতপূর্ব সাংবিধানিক সঙ্কট ৷
বৃহস্পতিবার শ্রীলঙ্কার সুপ্রিম কোর্ট রায় দেয় সিরিসেনা যেভাবে আচমকা আগের মন্ত্রিসভা ভেঙে দিয়েছিলেন সেটা বেআইনি ছিল। তবে পরবর্তী শুনানি পর্যন্ত প্রধানমন্ত্রীর পদেই রাজপক্ষকে থাকার রায় দেয় শীর্ষ আদালত। শীর্ষ আদালতের সাময়িক ছাড়পত্র পেলেও আর প্রধানমন্ত্রীর পদে থাকতে চাননি তিনি। তাঁর সমর্থক লক্ষ্মণ ইয়াপা আবেওয়ারদেনা বলেন শুক্রবার সিরিসেনার সঙ্গে বৈঠকের পরেই ইস্তফার সিদ্ধান্ত নিয়েছেন মাহিন্দা।
রাষ্ট্রপতি মৈত্রিপালা সিরিসেনা আরও একবার প্রধানমন্ত্রীর আসনে রানিল উইকরেমেসিংঘেকে নিয়ে আসতে সম্মত হয়েছেন। রবিবারই প্রধানমন্ত্রীর পদে শপথ গ্রহণ করবেন উইকরেমেসিংঘে।
https://www.facebook.com/ItyadiNewsMsd/
https://www.facebook.com/ItyadiNewsMsd/
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন