ইত্যাদি নিউজ:
4G যুগ অতীত! প্রযুক্তিক্ষেত্রে বিপ্লব ঘটাতে আসবে ৫জি পরিষেবা। আর সেই পরিষেবা পুরোদমে চালু করতে স্মার্টফোনে সফলভাবে ৫জি নেটওয়ার্ক ব্যবহার করে ‘মাল্টি-পার্টি’ ভিডিও কল পরীক্ষা চালিয়েছে OppO। সোশ্যাল মিডিয়ার মাধ্যমের অ্যাপ উইচ্যাটে এই পরীক্ষা চালায় স্মার্টফোন নির্মাতা এই চিনা সংস্থাটি। সংস্থার পক্ষ থেকে বলা হয়, বিশ্বজুড়ে সংস্থার গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) বিভাগের ছয়জন ইঞ্জিনিয়ার এই ভিডিও কলে অংশ নিয়েছেন।OppO আর১৫ প্রো-সিরিজের একটি ৫জি স্মার্টফোন ব্যবহার করে পরীক্ষা চালানো হয়। ১০০ মেগাহার্টজ ব্যান্ডউইথের ৫জি নেটওয়ার্কে ১৭ মিনিট ধরে ভিডিও কল করেন ওই ইঞ্জিনিয়াররা। বিশ্বজুড়ে OppO-র ছটি আরঅ্যান্ডডি থেকে ভিডিও কলে যুক্ত হন ছয় ইঞ্জিনিয়ার।
ভিডিও কলের সময় ‘নিরবিচ্ছিন্ন সংযোগ এবং কম সমস্যা’ ছিল বলে জানানো হয়েছে। OppO-র পক্ষ থেকে বলা হয়, ৫জি পরীক্ষার জন্য তারা কিসাইট-এর ইউএক্সএম সিগনালিং টেস্ট সেট এবং ৫জি নিউ রেডিও নেটওয়ার্ক ইমুলেশন ব্যবহার করা হয়েছে।
চলতি বছরের অগাস্টে প্রথমবারের মতো স্মার্টফোনে ৫জি সিগনালিং ও ডেটা সংযোগ আনে OppO। আর অক্টোবরে প্রথমে সংস্থা হিসেবে স্মার্টফোনে ৫জি ইন্টারনেট পরীক্ষা করে তারা।
https://www.facebook.com/ItyadiNewsMsd/
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন