ইত্যাদি নিউজ:
ফের একবার নোটবন্দি। তবে ভারতে নয়, নেপালে। ভারতীয় ২ হাজার, ৫০০ ও ২০০ টাকার নোটের ব্যবহার নিষিদ্ধ করল নেপাল সরকার। দ্য কাঠমান্ডু পোস্ট সূত্রে জানা গেছে, নেপালের তথ্য ও সম্প্রচার মন্ত্রী গোকুল প্রসাদ বাসকোটা এই ঘোষণা করেছেন। সেই নির্দেশিকা অনুযায়ী, ভারতীয় ১০০ টাকার নোটের বেশি অন্য নোটের মাধ্যমে লেনদেন বন্ধ করতে বলা হয়েছে। ফলে সমস্যায় পড়েছেন নেপাল থেকে ভারতে কাজ করতে আসা নেপালী শ্রমিকরা। তেমনি, সেখানে ঘুরতে গিয়ে বিপাকে পড়েছেন বহু ভারতীয়ও। প্রসঙ্গত, ২০১৬ সালে নোটবন্দির পর ২ হাজার, ৫০০ টাকার চালু করা হয়। ২০০ টাকার নোট তারও বেশে কিছুদিন পরে বাজারে আসে। কিন্তু ঠিক কী কারণে এসব নোটের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে তা পরিষ্কার নয়।https://www.facebook.com/ItyadiNewsMsd/
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন