ইত্যাদি নিউজ:
কিছু কিছু ছাত্রছাত্রীদের অংকে পাসমার্কস তুলতে জীবন জীবন শেষ হয়ে যায়। আর ছেলেটি ১০০ তে ৯৮ পেয়ে গঙ্গায় ঝাঁপ দিলো !!
যাদবপুর উনিভার্সিটি র অংকে অনার্সের ছাত্র অংকে ১০০ তে ১০০ না পেয়ে ৯৮ পাওয়ায় মানসিক অবসাদে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যান। ছাত্রের নাম পীযুষ ময়রা ২১ বছর বয়স!বাড়ি দক্ষিণ 24 পরগনার লক্ষ্মীকান্তপুরে।হাওড়া ষ্টেসন সংলগ্ন লঞ্চঘাট থেকে ছাত্রটি ঝাঁপ দেয় কিন্তু সাঁতারু সুরজিত্ ঘোষ এর তত্পরতায় পীযুষ কে উদ্ধার করা সম্ভব হয়।
সুরজিত্ জানান ছেলেটিকে ঝাঁপ দিতে দেখে আমিও ওকে উদ্ধার করতে ঝাঁপ দিই নদীতে তবে আরেকটু দেরি হলে উদ্ধার করা যেতো না।
বর্তমানে হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসা ধীন ওই ছাত্র।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন