বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮

দুবাই এ গ্রেফতার বলিউড গায়ক মিকা সিং

ইত্যাদি নিউজ:

বছর সতেরোর এক ব্রাজিলিয়ান তরুণীকে যৌন হেনস্থা করার অভিযোগে বলিউড প্লেব্যাক গায়ক মিকা সিংকে গ্রেফতার করল সংযুক্ত আরব আমিরশাহির পুলিশ। বৃহস্পতিবার ভোররাত ৩টে নাগাদ বুর দুবাই থেকে তাঁকে গ্রেফতার করা হয়। 

ব্রাজিলীয় ওই তরুণী জানান, দুবাইয়ের এক অ্যাওয়ার্ড শো'য়ে বলিউড গায়ক মিকা সিংয়ের সঙ্গে তাঁর আলাপ। অভিযোগ, মিকা তাঁর ফোনে আপত্তিজনক ছবি পাঠান। এর পরেই দুবাই পুলিশ গ্রেফতার করে মিকা সিংকে।

জানা গিয়েছে, আবু ধাবিতে জেল হেফাজতে রয়েছেন মিকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'

 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...