বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮

জলঙ্গী ও ডোমকলে রেল চাইছে সাধারণ মানুষ

ইত্যাদি নিউজ:

লোকসভা ভোটকে উপেক্ষা করে মুর্শিদাবাদের জলঙ্গী ও ডোমকলে রেল চাইছে সাধারণ মানুষ।
এতে স্কুল-কলেজের শিক্ষার্থী ,বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা থেকে সাধারণ মানুষ সবাই খুবই উপকৃত হবেন।
 কলকাতা শহর যেতে হলে সড়কপথে বহরমপুর স্টেশন পৌঁছে সেখান থেকে শিয়ালদহ পৌঁছতে প্রায় ১০ ঘন্টার কাছাকাছি ও প্রায় ২০০-৩০০ টাকা মতোন লাগে যায়,যা একজন নিম্ন আয়ের মানুষের জন্য অনেকাংশেই কষ্টসাধ্য।
রেলপথ প্রতিস্থাপিত হয়ে গেলে সময় ও খরচ অনেকটাই কম হবে।
ডোমকল ও জলঙ্গীতে জনঘনত্বের দিকে মুর্শিদাবাদের প্রায় শীর্ষে থেকেও এখানে রেলপথের কোনো ব্যবস্থা নেই!
আগে থেকেই এই অঞ্চলের মানুষ রেলপথ প্রতিস্থাপনে জন্য দাবি জানিয়ে আসছে।
রেলপথ যাতায়াতের ক্ষেত্রে ভারতের উন্নতম এক যাতায়াত ব্যাবস্থা।
রেলপথ স্থাপন হয়ে গেলে নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে সবাই সহজেই যাতায়াত করতে পারবে। এতে করে আমাদের দুঃখ কষ্ট লাঘব হবে, অর্থনৈতিক ও সামাজিক উন্নায়নে বিশেষ ভূমিকা রাখবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'

 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...