শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮

জাতীয় গণিত দিবস পালনের নির্দেশ ইউসিজির

ইত্যাদি নিউজ:

গণিতজ্ঞ শ্রীনিবাস রামানুজের জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ২২ ডিসেম্বর জাতীয় গণিত দিবস পালন করা হবে। সমস্ত বিশ্ববিদ্যালয়কে চিঠি পাঠিয়ে এমনই নির্দেশ দিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি। গণিতের প্রতি রামানুজের অবদান নিয়ে বিভিন্ন রকমের সেমিনার, আলোচনাসভা ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে ওইদিনটি পালন করার কথা বলেছে কমিশন। দেশের বিভিন্ন জায়গা থেকে বিশেষজ্ঞদের এনেও লেকচারের ব্যবস্থা করতে পারে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলি। পাশাপাশি পড়ুয়াদের মধ্যে নানা প্রতিযোগিতাও আয়োজন করতে বলেছে ইউজিসি। গণিতের উপর ক্যুইজ থেকে পোস্টার তৈরি করার মতো প্রতিযোগিতা করতে পারে কলেজ-বিশ্ববিদ্যালয়গুলি। এসবের মাধ্যমে গণিতের প্রতি ছাত্রছাত্রীদের আগ্রহও বাড়তে পারে বলেও মনে করছেন ইউসিজির’ কর্তারা।
https://www.facebook.com/ItyadiNewsMsd/

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'

 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...