শনিবার, ২৯ জুন, ২০১৯

ভোটে সেনাকে ব্যবহার করে এখন তাঁদের পেনশনে কর বসাচ্ছেন মোদী, তোপ অধীরের

আহত সেনাদের পেনশনে কর বসানো নিয়ে মোদী সরকারের কড়া সমালোচনা করলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী৷ তাঁর বক্তব্য, ভোটের সময় সেনার সাফল্যকে নিজের সাফল্য বলে প্রচার করে এখন সেনাকে এতদিনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷
 গত সোমবার সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স-এর পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেনা, নৌ-সেনা ও বায়ুসেনার কর্মরতরা যুদ্ধে আহত হয়ে অবসর নিলে তাদের পেনশন করযুক্ত হবে৷ইতিমধ্যেই লোকসভার অধিবেশনে এই বিজ্ঞপ্তির বিরোধীতা করেছেন অধীর চৌধুরী৷ ফের সোশ্যাল মিডিয়াতেও এব্যাপারে সরব হয়েছেন তিনি৷
 অধীর বলেন, যে মোদী সরকার সেনা বাহিনীর কাঁধে ভর করে বালাকোটের প্রচার করেছে ভোটের জন্য, তারা যুদ্ধে আহত সেনার পেনশনের উপর বে-নজির ট্যাক্স বসাচ্ছে৷ তবে কি মোদী সরকারের দেশপ্রেম শুধু অভিনয়? একদিকে সেনার সাফল্যকে নিজের সাফল্য বলে প্রচার করছেন অন্যদিকে সেনাকে এতদিনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করছে মোদী সরকার৷ তাঁর দাবি, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও এব্যাপারে কোনও সদুত্তর দিতে পারেননি৷ এব্যাপারে লোকসভায় রাজনাথ জানিয়েছেন, তিনি বিষয়টি দেখবেন৷
 এছাড়াও মোদী সরকারের বিরুদ্ধে একাধিক ক্ষোভ প্রকাশ করেছেন লোকসভার কংগ্রেসের দলনেতা৷ তাঁর বক্তব্য, বিজেপি সরকার অপ্রয়োজনীয় বিষয়ের উপর বিল আনছে৷ আলোচনা চালিয়ে যাওয়ার সময় নষ্ট করছে৷ বেকারত্ব, অর্থনৈতিক মন্দা ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়কে ভুলিয়ে দিয়ে সংসদ তথা দেশের মানুষকে অপ্রয়োজনীয় বা কম দরকারি আলোচনায় আসক্ত করার চেষ্টা করছে৷

ধ্বংসের মুখে জীববৈচিত্র! খাবার ভেবে সন্তানের মুখে সিগারেট তুলে দিল অবুঝ মা পাখি

সন্তানের খিদে পেয়েছে বুঝতে পারলে মায়ের মন কি শান্ত থাকতে পারে? তা কখনই সম্ভব নয়৷ মায়ের মন তো কেঁদে উঠবেই৷ পক্ষীমাতার পক্ষেও তা সহ্য করা কার্যত অসম্ভব৷ তাই তো সে সারাদিন যা সংগ্রহ করে, তাই সন্তানের খিদে মেটাতে কাজে লাগায়৷ সিগারেটের শেষাংশ হলেও তা মুখে তুলে দেওয়ার আগে দু’বার ভাবে না অবুঝ মা৷ ছানার মুখে খাবার তুলে দেওয়ার এই ছবিই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ তা নিয়ে নেটদুনিয়ায় চলছে জোর আলোচনা৷

কারেন মাসন, যিনি সমাজসেবী এবং চিত্রগ্রাহক হিসাবেও পরিচিত৷ পশু-পাখিরা যেন বড্ড টানে তাঁকে৷ সম্প্রতি ফ্লোরিডার সেন্ট পিটার সমুদ্র সৈকতে ঘুরে বেড়াচ্ছিলেন তিনি৷ সঙ্গে ছিল ক্যামেরা৷ সেখানেই ছোট্ট ছানাকে নিয়ে মা স্কিমার পাখিকে ঘোরাঘুরি করতে দেখেন চিত্রগ্রাহক৷ কখনও মা সন্তানকে আদর করছেন আবার কখনও গা পরিষ্কার করে দিচ্ছেন, সেসবই দেখছিলেন তিনি৷ আচমকাই তিনি দেখেন মা পাখি তার সন্তানের মুখে খাবার তুলে দিচ্ছেন৷ অবশ্যই তা ক্যামেরাবন্দিও করেছিলেন৷ তবে ছবি তোলার সময় পাখি কী খাওয়াচ্ছে, তা বুঝতে পারেননি চিত্রগ্রাহক৷


বাড়ি ফিরে সেই ছবি দেখার সময় কারেন মাসন বুঝতে পারেন অবুঝ মা পাখি আদতে শিশুর ঠোঁটে সিগারেট তুলে দিচ্ছেন৷ সোশ্যাল মিডিয়ায় ওই ছবি পোস্ট করেন চিত্রগ্রাহক৷ সচেতনতার স্বার্থে তিনি লেখেন, ‘‘সিগারেট খেয়ে এদিক-সেদিকে শেষাংশ ফেলবেন না৷ মা স্কিমার তার ছানার মুখে সিগারেটের শেষাংশ খাবার হিসাবে তুলে দিচ্ছে৷ এবার আমাদের সচেতন হওয়ার সময় এসেছে৷ সমুদ্র সৈকতকে দয়া করে ছাইদানি হিসাবে ব্যবহার করবেন না৷’’ বিভিন্ন ওয়াইল্ড লাইফ গ্রুপে এই ছবিগুলো ছড়িয়ে দেন মাসন৷ এভাবে অসচেতনতার বীজ আমাদের মধ্যে জায়গা করে নিলে খুব তাড়াতাড়ি সমুদ্রের প্রাণী এবং পাখিগুলো ধ্বংসের দিকে চলে যাবে বলেও ক্ষোভ উগরে দেন তিনি। মাসনের ছবি দেখে বিরক্ত হন নেটিজেনরা৷ নিন্দায় মুখর হয়েছেন সকলেই৷

অতিরিক্ত গাছ কাটার ফলে বাস্তুতন্ত্রের ভারসাম্য প্রায় বিপন্ন৷ যেখানে সেখানে প্লাস্টিক ফেলার অভ্যাসও বহুদিন আগেই রপ্ত করে ফেলেছি আমরা৷ তা সমুদ্র হোক কিংবা পর্বতশৃঙ্গ৷ সমুদ্রের জলে ফেলা প্লাস্টিক খেয়ে তিমি মাছের মৃত্যুর মতো নৃশংস ঘটনারও সাক্ষী রয়েছি আমরা৷ গলায় স্ট্র ঢুকে পাখির মৃত্যুও নতুন কিছুই নয়৷ সেই তালিকাতেই নবতম সংযোজন অবুঝ মায়ের মুখে করে সন্তানের খিদে মেটাতে সিগারেটের শেষাংশ তুলে দেওয়া৷ এই ছবি ভাইরাল হওয়ার পর একটাই প্রশ্ন, ধ্বংসের পথ প্রশস্ত করতে আর কতদিন খোলা চোখে অসচেতন নাগরিক হয়ে থাকব আমরা?

হজযাত্রীদের জন্য সুখবর, কোটা বাড়াল কেন্দ্র, যুবরাজের সম্মতি

ওসাকা: হজযাত্রীদের জন্য বড়সড় সুখবর দিল কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার৷ যুবরাজের সম্মতি নিয়ে হজযাত্রীদের কোটা বাড়াল কেন্দ্র৷ এবার ভারত থেকে হজযাত্রীর কোটা ১ লক্ষ ৭০ হাজার থেকে বাড়িয়ে করা হল ২ লক্ষ৷ ছাত্র দিয়েছে সৌদি আরব৷


ভারত-সৌদি প্রশাসেনর উদ্যোগে বার্ষিক হজযাত্রায় ভারত থেকে আরও ৩০ হাজার মানুষ মক্কা যাওয়ার সুযোগ পেতে চলেছে৷ শুক্রবার জাপানের ওসাকায় জি-২০ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে পৃথক বৈঠক করে সৌদির যুবরাজ মহম্মদ বিন সলমনের এই ছাড়পত্র দিয়েছেন বলে খবর৷ হজযাত্রীর কোটা নিয়ে কথা হয় তাঁদের৷


বৈঠকের পর বিদেশ সচিব বিজয় গোখলে সাংবাদিকদের জানান, ভারত থেকে বার্ষিক হজযাত্রীর কোটা ১ লক্ষ ৭০ হাজার থেকে বাড়িয়ে ২ লক্ষ করা হবে বলে প্রধানমন্ত্রী মোদিকে আশ্বাস দিয়েছেন সৌদির যুবরাজ৷ ফলে এবার  অতিরিক্ত ৩০ হাজার ভারতবাসী হজে যাওয়ার সুযোগ পাবেন বলেও জানান তিনি৷

নিলামে উঠছে নীল আমস্ট্রংয়ের চাঁদে প্রথম পা রাখার দুর্লভ ভিডিও টেপ

 ৫০ বছর আগে অ্যাপোলো ১১ চেপে চাঁদে প্রথম পা রেখেছিলেন নীল আমস্ট্রং। দিনটা ছিল, ১৯৬৯ সালের ২০ জুলাই। ১৯৭৬ সালে, ঠিক তার সাত বছর বাদে প্রথম পদক্ষেপের সেই ভিডিও টেপ নিলামে তুলেছিল নাসা। আর ১,১০০টি রিলের সেই টেপগুলি ২১৮ মার্কিন ডলার দিয়ে কিনেছিল কলেজ পড়ুয়া গ্যারি জর্জ। আগামী ২০ জুলাই তার মধ্যে থাকা তিনটি ভিডিও টেপ এক নিমিষে কোটিপতি বানিয়ে দেবে তাঁকে। কারণ, ওইদিন নিউইয়র্কে ভিডিও টেপগুলি দুই মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি হতে পারে বলে জানানো হয়েছে নিলাম সংস্থা সদেবির তরফে।

আজ ৪৩ বছর পর ভিডিও টেপগুলি কেনার কথা মনে পড়লেই নস্টালজিক হয়ে পড়েন লাস ভেগাসের প্রাক্তন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার গ্যারি। ৬৫ বছরের ওই বৃদ্ধের কথায়, প্রথমে ভিডিওগুলির গুরুত্ব বুঝতে পারিনি। তাই স্থানীয় একটি টিভি চ্যানেলে আটটি ভিডিও টেপ পুনরায় রেকর্ডিং করার জন্য দেন। এর জন্য টেপপিছু ৫০ ডলার করেও পেয়েছিলেন তিনি। তবে পরে তিনটি ভিডিও টেপ ফেরত আসে। আর সেইগুলিই ভাগ্য খুলে দিল তাঁর। জানা গিয়েছে, এর মধ্যে একটি টেপে নীল আমস্ট্রংয়ের চাঁদে প্রথম পা ফেলার মুহূর্ত ও তাঁর সেই বিখ্যাত উক্তি ক্যামেরাবন্দি করা আছে। যেখানে তিনি বলেছিলেন, “একজন মানুষের একটি ছোট পদক্ষেপ আসলে মানবজাতির বিশাল অগ্রগতির সূচনা।”

দুর্লভ এই ভিডিও টেপ সংরক্ষিত রাখার পিছনে তাঁর বাবার অবদানের কথাও স্বীকার করছেন গ্যারি। এপ্রসঙ্গে তিনি বলেন, “সব ভিডিও টেপগুলি বিক্রি করে দিচ্ছিলাম। কিন্তু, তিনটি টেপের গায়ে অ্যাপোলো ১১ ইভিএ লেভেল দেখে বাবা সেগুলি সাবধানে রাখতে বলে। আমিও ভেবেছিলাম পড়ে এগুলি কাজে লাগতে পারে। কিন্তু, এগুলি যে এত দুর্লভ তা আগে বুঝতে পারিনি।”

নিলাম সংস্থার এক মুখপাত্র জানান, এই রেকর্ডিংয়ের মধ্যে আমস্ট্রংয়ের প্রথম পদক্ষেপের মুহূর্তের পাশাপাশি তাঁর সঙ্গী এডউইন অলড্রিনের লুনার গ্র্যাভিটিতে হেঁটে চলার দৃশ্য। তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি রিচার্ড নিক্সন সঙ্গে মহাকাশচারীদের কথাবার্তা। চাঁদের মাটিতে আমেরিকার পতাকা পোঁতার দৃশ্য ও সেখানকার মাটি ও পাথর সংগ্রহের ভিডিও আছে।

শুক্রবার, ২৮ জুন, ২০১৯

জল সংরক্ষণে এগিয়ে আসুন, বিধানসভায় দাঁড়িয়ে আহ্বান উদ্বিগ্ন মুখ্যমন্ত্রীর

ক্যালেন্ডারের হিসেবে বর্ষা প্রবেশ করেছে বঙ্গে৷ তবে ঝেঁপে বৃষ্টির দেখা নেই এখনও৷ মৌসম ভবনের আবার পূর্বাভাস, এ মরশুমে বর্ষার দাপট তেমন থাকবে না৷ বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমই হবে৷ ফলে কৃষিজমিতে ফলনে তার প্রভাব তো থাকছেই, পরিবেশের ভারসাম্য রক্ষাও খানিকটা বিপাকে পড়বে৷ ইতিমধ্যেই চারপাশে জলসংকট দেখা যাচ্ছে৷ এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে পরিবেশ রক্ষার ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

শুক্রবার বিধানসভার অধিবেশন জলসংকট এবং ভবিষ্যতের পরিবেশের বিপদ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷ বলেন, ‘বিশ্ব উষ্ণায়নের জন্য বিশ্বের বিভিন্ন জায়গায় পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে৷ আমরা এনিয়ে পরীক্ষা করে দেখেছি, কয়েকটি ব্লকে সমস্যা আছে৷ ভূগর্ভের উপরিতলের জলস্তর বাড়াতে হবে৷ আরও বেশি পুকুর খনন করতে হবে৷’ পাশাপাশি, সকলের কাছে জলের অপচয় বন্ধ করার আবেদনও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজ্য সরকারের পরিবেশ কল্যাণমূলক প্রকল্পগুলির মধ্যে অন্যতম ‘জল ধরো, জল ভরো’৷ যার মাধ্যমে বৃষ্টির জল সঞ্চয় করে কৃষিকাজে লাগানো হয়৷ উদ্ভুত পরিস্থিতিতে এই প্রকল্পকে আরও জোর দেওয়ার পরামর্শ দেন তিনি৷ এছাড়া জলের অভাবে জমিগুলিতে বিকল্প কৃষিকাজের কথা বলেছেন মুখ্যমন্ত্রী৷ শুক্রবার বিধানসভার আলোচনায় পরিবেশ সচেতনতার বার্তা দিয়ে তিনি ‘জল বাঁচাও, বিদ্যুৎ বাঁচাও, পরিবেশ বাঁচাও’ স্লোগানও তোলেন৷

এদিন নদী সংস্কারের কথাও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ যেসব নদী মজে গিয়েছে, নতুন করে সেগুলো সংস্কারের কাজে ইতিমধ্যেই হাত দিয়েছে রাজ্য সরকার৷ বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, হুগলির বিভিন্ন নদী সংস্কারের জন্য ২৭০০ কোটি টাকা বরাদ্দ করা হয়৷ পরিবেশ সচেতনতায় মুখ্যমন্ত্রীর এই বার্তাকে স্বাগত জানিয়েছেন বিরোধীরা৷

চলতি মরশুমে মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাডুর মতো রাজ্যে প্রবল জলসংকট দেখা দিয়েছে৷ পরিবেশবিদদের গবেষণা বলছে, ভূগর্ভের উপরিতলের জলভাগই শুকিয়ে যাচ্ছে৷ আসন্ন বিপদ৷ এখনই সচেতন না হলে, আগামী বছরের মধ্যে কলকাতাতেও এর প্রভাব পড়বে৷ সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীরও আবেদন, এখনই যেন পরিবেশ সচেতনতায় ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়৷    

সুপার 30: বিনামূল্যে শিক্ষাদান করা এক শিক্ষকের কাহিনী | আনন্দ কুমার | ভারতীয় গণিতবিদ | হৃত্বিক রোশন

ভারত এমন একটি দেশ যেখানে শিক্ষা কে জ্ঞানের মুহূর্তের চেয়ে ব্যবসায়ের দৃষ্টিকোণ থেকে বেশি দেখা হয়।  আজকাল শিক্ষা ব্যবসায় পরিণত হয়েছে, এজন্য আজকাল অনেক মানুষ কোচিং  সেন্টার চালিয়ে কোটিপতি হয়ে গেছে। কিন্তু, কিছু অল্প সংখ্যক মানুষ এমনও আছে যারা  কাছে শিক্ষার মাধ্যম সমান। আজ এমন  একজন শিক্ষকের কথা বলব,  যিনি প্রতিবছর 30 জন গরিব ছাত্র ছাত্রী কে বিনামূল্যে  শিক্ষা প্রদান করেন। বর্তমানে তার এই জীবন কাহিনীর উপর ভিত্তি করে একটি সিনেমা রিলিজ হতে চলেছে,  যার নাম হল SUPER 30.

আনন্দ কুমারের জন্ম বিহারের পাটনা শহরে হয়, তার বাবা ডাক বিভাগে একজন ক্লার্ক হিসেবে কাজ করে।  আনন্দ কুমার ছোটবেলা থেকেই পড়াশোনায় খুবই ভালো। আনন্দ কুমার যিনি সুপার 30 নামক একটি প্রশিক্ষণ প্রোগ্রাম চালানোর জন্য পরিচিত। এই প্রোগ্রাম টি শুরু হয় 1992 সালে,  মাত্র 500 টাকা দিয়ে ছোট্ট একটি ঘর ভাড়া নেয় গণিত পড়ানোর জন্য। প্রথমে তিনি দুজন ছাত্র কে নিয়ে শুরু করেন এই কোচিং সেন্টার,  কিন্তু কিছুদিনের মধ্যেই দুজন ছাত্র থেকে 500 জন ছাত্রের পরিণত হয়। আনন্দ কুমারের জীবনে সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু 3 আগস্ট, 1994 এ আনন্দ কুমারকে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে অধ্যয়ন করার জন্য তাঁর কাছে এত টাকা ছিল না।

2002 সালে এক ছাত্র আই আই টি পড়ার জন্য আনন্দ কুমার এর কাছে কিছু টাকা সাহায্য  হিসেবে চেয়েছিল কিন্তু আনন্দ কুমার এর কাছে ওকে দেওয়ার মতো টাকা ছিল না,  ঘটনাটা দেখে ওর  ছোটবেলার কথা মনে পড়ে যায়। তারপর তিনি কিছু টাকা দিয়ে সুপার 30 প্রোগ্রামটি শুরু করে।  রামানুজন স্কুল অফ ম্যাথামেটিক্স স্কুল থেকে সমস্ত ছাত্র-ছাত্রীর পরীক্ষা নেওয়া হয়, আর ওখান থেকে গরিব 30 জন ছাত্রছাত্রীকে ফ্রি তে পড়াশোনা দেওয়া হয়,   এমন কি ওদের থাকা ও খাওয়ার ব্যবস্থা ফ্রী তে দেওয়া হয়।  সুপার 30 প্রোগ্রামটি চালানোর জন্য সমস্ত খরচ রামানুজের স্কুল অফ ম্যাথামেটিক্স ই  প্রদান করে। সুপার থার্টি এই প্রোগ্রামটির জনপ্রিয়তা দেখে ডিসকভারি চ্যানেল 30 মিনিটের একটি ডকুমেন্টারি ভিডিও বানায়।  আনন্দ কুমার এর মত শিক্ষক ভারতে শুধুমাত্র একজন শিক্ষক নয়, ভারতকে শিক্ষিত করে তোলার নতুন দিশারী।

বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯

ভয়ঙ্কর ইঙ্গিত, চেন্নাইয়ের মতো জলকষ্ট শুরু দঃ দিনাজপুরেও

 মাটির নিচের জলস্তর শুকিয়ে যাওয়ায় এলাকার সবকটি টিউবওয়েল বিকল হয়ে গিয়েছে। জীবন বাঁচানোর একমাত্র উপায় সরকারি ট্যাপ থাকলেও সেটিও গত দুইদিন ধরে বন্ধ। দূর থেকে জল এনে কোনমতে তৃষ্ণা মেটাতে হচ্ছে। প্রশাসনের তরফে সমস্যার সমাধানের চেষ্টায় এলাকায় চার বছর আগে পিএইচই’র জলাধার তৈরি করা হলেও আজ অবধি তা চালুই করা হয়নি। এমনই নিদারুণ জলকষ্টে ভুগছেন দক্ষিণ দিনাজপুরের দৌলতপুর এলাকার বাসিন্দারা।

জলের দাবিতে বৃহস্পতিবার বাধ্য হয়েই জাতীয় সড়ক অবরোধ করে রাখলেন মহিলারা। দৌলতপুর বাসস্ট্যান্ডের নিকট বালতি ড্রাম কলসি নিয়ে ৫১২ নম্বর জাতীয় সড়কে বসে থাকেন তাঁরা। তাঁদের দাবি অবিলম্বে জল সরবরাহ স্বাভাবিক করার পাশাপাশি এলাকায় মাৰ্কটু টিউবওয়েলের ব্যবস্থা করতে হবে। 
শুধু দৌলতপুরেরই নয় বংশীহারি ব্লকের মহম্মদপুর সহ আশেপাশের আরও পাঁচটি গ্রামের মানুষ এই অবরোধে সামিল হয়েছিলেন। অবরোধ তুলতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালেও প্রথমাবস্থায় অবরোধ তুলতে ব্যর্থ হয়। পরে ব্লক আধিকারিক গেলে তাঁকেও ঘেরাও করে বিক্ষোভ দেখান মহিলারা। এদিকে জাতীয় সড়কে দীর্ঘক্ষণের অবরোধের জেরে প্রচুর বাস লরি ও অন্যান্য যানবাহন আটকে পড়ে। সমস্যায় পড়েন যাত্রী সাধারণ। ব্লক আধিকারিকের প্রচেষ্টায় প্রায় ঘণ্টা তিনেক পড়ে অবরোধ তুলে নেন তাঁরা।

স্থানীয় বাসিন্দা সুতপা বাগচী ক্ষোভের সঙ্গে জানান, বহুদিন ধরেই এলাকার টিউবওয়েলগুলি দিয়ে জল উঠছে না। এমতাবস্থায় টাইম কলের ট্যাপের জলই তাঁদের একমাত্র ভরসা। কিন্তু গত দুইদিন যাবত সেই জলও তাঁরা পাচ্ছেন না। জলের কষ্টে খুবই অসহায় অবস্থার মধ্যে তাঁদের দিন কাটাতে হচ্ছে।

এদিকে বংশীহারির ব্লক আধিকারিক শুভদীপ দাস জানিয়েছেন, জলস্তর নেমে যাওয়ার কারণেই এই জলসংঙ্কট। এরই মধ্যে দুইদিন ধরে পিএইচইর পাম্প মেশিনের বিদ্যুৎ সংযোগের সমস্যা থাকায় ট্যাপের জল সরবরাহ বন্ধ ছিল। এদিন তিনি নিজে ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুৎ দফতরের সঙ্গে কথা বলে সেই সমস্যার সমাধান করে জল সরবরাহ স্বাভাবিক করে দিয়েছেন।


বুধবার, ২৬ জুন, ২০১৯

৫০ পয়সা, ১ টাকা-সহ সব সাইজের কয়েন বৈধ, রটনায় কান দেবেন না: রিজার্ভ ব্যাঙ্ক

এক বিবৃতিতে সাধারণ মানুষের কাছে রিজার্ভ ব্যাঙ্কের বার্তা, ৫০ পয়সা, ১ টাকা, ২ টাকা, ৫ টাকা ও ১০ টাকার বিভিন্ন সাইজ, থিম ও ডিজাইনের কয়েন এখনও সচল৷ বহু ক্ষেত্রে গুজব রটানো হচ্ছে৷ এই কয়েনগুলি গ্রহণের জন্য জনসাধারণকে আশ্বস্ত করছে আরবিআই৷

#নয়াদিল্লি: বাজারে কয়েন নিয়ে দীর্ঘ দিন ধরেই এক ধরনের ভুল বোঝাবুঝি চলছে৷ ছোট কয়েন অনেকেই নিতে চান না, তাঁদের ধারণা, ওই কয়েন আর চলে না৷ এমনকী ৫০ পয়সার কয়েনও কোনও সরকারি নির্দেশিকা ছাড়াই অঘোষিত ভাবে বাতিল করা হয়েছে বাজারে৷ এই ভুল বোঝাবুঝির অবসানে সচেষ্ট হল রিজার্ভ ব্যাঙ্ক৷ বিভিন্ন সাইজের কয়েন নিয়ে নানা রটনায় কান না দেওয়ার জন্য সাধারণ মানুষকে পরামর্শ দিল রিজার্ভ ব্যাঙ্ক৷

এক বিবৃতিতে সাধারণ মানুষের কাছে রিজার্ভ ব্যাঙ্কের বার্তা, ৫০ পয়সা, ১ টাকা, ২ টাকা, ৫ টাকা ও ১০ টাকার বিভিন্ন সাইজ, থিম ও ডিজাইনের কয়েন এখনও সচল৷ বহু ক্ষেত্রে গুজব রটানো হচ্ছে৷ এই কয়েনগুলি গ্রহণের জন্য জনসাধারণকে আশ্বস্ত করছে আরবিআই৷

আরবিআই-এর বিবৃতি বলছে, 'বিভিন্ন থিমের কয়েন বাজারে ছাড়া হয়েছে৷ বেশ কিছু কয়েন আদৌ সচল কি না, তা নিয়ে ধন্ধ দেখা দিয়েছে৷ নানা রিপোর্ট এসেছে আরবিআই-এর কাছে৷ অনেক ব্যবসায়ী, সাধারণ মানুষ নির্দিষ্ট কয়েন গ্রহণ করছেন না৷ আমাদের পরামর্শ হল, সব সাইজ, থিমের কয়েনই বাজারে বৈধ৷ অতএব কোনও ভয় নেই৷ কোনও কয়েন বাতিল করা হয়নি৷'

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/ItyadiNewsMsd/ 

চেন্নাইয়ে খরা পরিস্থিতি, চিন্তার ভাঁজ হলিউড অভিনেতা লিওনার্দোর কপালেও

টানা প্রায় দু’শো দিন বৃষ্টিহীন দিন কাটাচ্ছেন চেন্নাইবাসী। গত ৩০ বছরে সবথেকে ভয়াবহ জলসংকটের মধ্য দিয়ে যাচ্ছে বর্তমানে চেন্নাই। চারটি রিজারভারের কোনওটিতেই জল সরবরাহ করার মতো অবস্থা নেই। কমেছে জলধারণের ক্ষমতাও। ভূগর্ভস্থ জল নিঃশেষ হওয়ায় এককথায় সমুদ্রোপকূলবর্তী চেন্নাই শহর প্রায় ‘জিরো সিটি’ হওয়ার দিকেই এগোচ্ছে। আর তীব্র জলসংকটে ভোগা চেন্নাইয়ের খরা পরিস্থিতির কথা চিন্তা করে ভাঁজ পড়েছে হলিউডের প্রখ্যাত অভিনেতা লিওনার্দো দি ক্যাপ্রিওর কপালেও।

হলিউডের ডাকসাইটে অভিনেতা লিওনার্দো দি ক্যাপ্রিও যে পরিবেশপ্রেমী, তা বোধহয় অল্পবিস্তর অনেকেরই জানা। পরিবেশদূষণ এবং জলবায়ু পরিবর্তন নিয়ে আগাগোড়াই সরব তিনি। জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে যথাযথ ব্যবস্থাপনার অভাবে এর আগে একাধিকবার মার্কিন প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন লিওনার্দো। তাঁর বক্তব্য, গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য যেভাবে জলবায়ুর পরিবর্তন হচ্ছে, অচিরেই সারা বিশ্বের জন্য দুর্দিন আসতে চলেছে। তাই এই অবস্থার মোকাবিলা করার জন্য সবার উচিত এগিয়ে আসা। অস্কারের মঞ্চে ‘দ্য রেভেনান্ট’ ছবির জন্য পুরস্কার নিতে গিয়েও তাঁর গলায় শোনা গিয়েছিল পরিবেশ নিয়ে চিন্তিত সুর। লিও বলেছিলেন, “বিশ্বের বর্তমান পরিস্থিতি মোটেই হেলাফেলা করার মতো নয়।” পরিবেশ এবং বন্যপ্রাণী সংরক্ষণের জন্যে দেশ-বিদেশে বহু উল্লেখযোগ্য কাজ করেছেন এই অভিনেতা। উল্লেখ্য, ‘প্যারিস ক্লাইমেট ডিল’ নিয়ে দু’বছর আগেও বেশ সরব হতে দেখা গিয়েছিল তাঁকে। আর এই পরিবেশপ্রেমী অভিনেতা লিওনার্দো দি ক্যাপ্রিও যে ভারতের পরিবেশ-পরিস্থিতি নিয়েও যথেষ্ট ওয়াকিবহাল, তার প্রমাণ মিলল লিওর ইনস্টাগ্রামেই। জলের জন্য কুয়োর সামনে প্রায় হা-পিত্যেশ করছেন সেই অঞ্চলের মহিলারা। এমন ছবিই ধরা পড়েছে বিবিসির ক্যামেরায়। আর চেন্নাই সেই খরা পরিস্থিতির ছবিই নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে উত্‍কন্ঠাও প্রকাশ করেছেন লিওনার্দো।

তিনি যে রীতিমতো চিন্তিত, হলিউড অভিনেতার পোস্টেই তা প্রকাশ পেয়েছে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, চেন্নাইয়ে যে চারটি জলের রিজারভার রয়েছে, তার জল প্রায় তলানিতে এসে ঠেকেছে। ফলে প্রতিদিন অবস্থা আরও শোচনীয় হয়ে উঠছে। জলের অভাবে বন্ধ হয়ে গিয়েছে প্রায় অনেক হোটেল, রেস্তরাঁ। এহেন খরা পরিস্থিতি থেকে চেন্নাইকে যে একমাত্র বৃষ্টি উদ্ধার করতে পারে, সেকথাও নিজের পোস্টে উল্লেখ করেন লিওনার্দো। দিন কয়েক আগেও গাজিপুরের এক আবর্জনাস্তূপের ভিডিও শেয়ার করে ভারতের পরিবেশ দূষণের মাত্রা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি।

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/ItyadiNewsMsd/ 


ইংল্যান্ডের বিরুদ্ধে কমলা জার্সিতে নামবে ভারত, বিরাটদের নতুন জার্সি নিয়ে রাজনৈতিক তর্জা শুরু

ম্যাঞ্চেস্টার: ইংল্যান্ডের বিরুদ্ধে কমলা জার্সিতে নামবে ভারত। আর বিরাটদের নতুন জার্সি নিয়ে রাজনৈতিক তরজা শুরু। টিম ইন্ডিয়ার জার্সির দু’দিকে কমলা রঙ ঘিরেই বিতর্কের সূত্রপাত। মোদিকে খোঁচা দিয়ে বিরোধীদের দাবি, সব কিছুতেই গেরুয়াকরণ করতে চাইছে বিজেপি। সপা, কংগ্রেসের অভিযোগ উড়িয়ে পাল্টা যুক্তি বিজেপি-শরিক শিবসেনার।

বিলেতে বিশ্বযুদ্ধে বিরাটরা। আর টিম ইন্ডিয়ার জার্সি নিয়ে বিতর্কের আঁচ পড়ল দেশের রাজনীতিতেও। ইংল্যান্ডের বিরুদ্ধে কমলা-বর্ডার দেওয়া জার্সি পরে খেলতে নামবেন বিরাটরা। আয়োজক দেশ ইংল্যান্ডের জার্সির সঙ্গে মিশে যাবে বিরাটদের জার্সির রং। সেই ঝামেলা এড়াতেই শুধু এক ম্যাচের জন্যই টিম ইন্ডিয়ার জার্সি বদল। এখান থেকেই শুরু বিতর্কের। কংগ্রেস, সমাজবাদী পার্টির দাবি, কমলার আড়ালে ক্রিকেটে গেরুয়াকরণ করতে চাইছেন মোদি।

পাল্টা জবাব দিয়ে বিজেপির দাবি, জাতীয় পতাকার রং-ও কমলা। তাহলে কি সেটা নিয়েও রাজনীতি করবে বিরোধীরা ?

আইসিসি তরফে জানানো হয়েছিল, ইংল্যান্ড বাদ দিয়ে অন্য অংশগ্রহণকারী দেশকে দুই সেট জার্সি আনতে হবে। আইসিসির দাবি, বিসিসিআই-ই নীলের সঙ্গে কমলা রঙের কম্বিনেশন পছন্দ করেছে। এখানে তাদের কিছু করার নেই। ৩০ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে নতুন জার্সিতে নামবেন বিরাটরা। তার আগেই নতুন জার্সি নিয়ে রাজনীতি শুরু হয়ে গেল।

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/ItyadiNewsMsd/ 


মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯

এ কেমন কোন্দল! বিজেপির মারে হাসপাতালে RSS কর্মী

হাইলাইটস

  • লোকসভা নির্বাচনে সবেমাত্র ১৮টি আসন জিতে এরাজ্যে ২০২১-এ ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে বিজেপি।
  • যদিও দলবদলের খেলায় এরই মধ্যে দিকেদিকে বিজেপিতে গোষ্ঠীকোন্দল দেখা দিতে শুরু করেছে।
  • কিন্তু বিজেপি এবার সংঘর্ষে জড়াল আরএসএসের সঙ্গে, তা প্রায় নজিরবিহীন। বাংলা এবার সেই ঘটনাও দেখে ফেলল।

বিজেপি কর্মীদের মারে আহত হয়ে হাসপাতালে ভরতি হতে হল আরএসএস কর্মীকে। কোচবিহারের অসম সীমান্ত লাগোয়া তুফানগঞ্জে নব্য বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত হলেন RSS কর্মী। আহত হয়ে হাসপাতালে ভরতি দীপক বর্মন নামে আরএসএস কর্মী। তুফানগঞ্জ হাসপাতালে চিকিত্সা চলছে তাঁর।


লোকসভা নির্বাচনে সবেমাত্র ১৮টি আসন জিতে এরাজ্যে ২০২১-এ ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে বিজেপি। যদিও দলবদলের খেলায় এরই মধ্যে দিকেদিকে বিজেপিতে গোষ্ঠীকোন্দল দেখা দিতে শুরু করেছে। কিন্তু বিজেপি এবার সংঘর্ষে জড়াল আরএসএসের সঙ্গে, তা প্রায় নজিরবিহীন। বাংলা এবার সেই ঘটনাও দেখে ফেলল।
বিজেপি কর্মীদের মারে আহত হয়ে হাসপাতালে ভরতি হতে হল আরএসএস কর্মীকে। কোচবিহারের অসম সীমান্ত লাগোয়া তুফানগঞ্জে নব্য বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত হলেন RSS কর্মী। আহত হয়ে হাসপাতালে ভরতি দীপক বর্মন নামে আরএসএস কর্মী। তুফানগঞ্জ হাসপাতালে চিকিত্সা চলছে তাঁর।
জানা গিয়েছে, তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের নাককাটিগছ গ্রামের বাসিন্দা দীপক বর্মন দীর্ঘদিন RSS-এর সঙ্গে যুক্ত। মঙ্গলবার দীপক বর্মন তাঁর দুই বন্ধুকে নিয়ে তুফানগঞ্জ বিএলআরও অফিসে জমি সংক্রান্ত কাজে যাচ্ছেন, তখনই পেছন থেকে বেশ কয়েকটি বাইক তাঁদের পিছু নেয়। তারপর দীপক বর্মনের বাইক আটকে হেলমেট দিয়েই মারধর করে তাঁকে।
গোটা ঘটনার বিজেপির নব্য সদস্যরাই যুক্ত বলে অভিযোগ করেছে আরএসএস। তবে এখনও প্রকাশ্যে কেউ মুখ খুলতে রাজি না হলেও আরএসএসের অন্দরে ক্ষোভ সঞ্চারিত হয়েছে।

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/ItyadiNewsMsd/ 

রবিবার, ২৩ জুন, ২০১৯

মুর্শিদাবাদের নবগ্রামের দফরপুরে লরির ধাক্কায় দশম শ্রেণির ছাত্রীর মৃত্যু, মৃতদেহ আটকে বিক্ষোভ, পথ অবরোধ, বোলপুর, মারিশদার কাছেও দুর্ঘটনা

বীরভূমের বোলপুরে নির্মীয়মাণ কালভার্টে বাইকের ধাক্কা। গুরুতর আহত ২ বাইক আরোহী। নির্মাণ কাজ শেষ না হওয়ায়, বারবার একই জায়গায় দুর্ঘটনা। দ্রুত সমাধানের দাবিতে গ্রামবাসীদের পথ অবরোধ। মহিদাপুর গ্রামে তৈরি হচ্ছে রাস্তা ও কালভার্ট। অভিযোগ, কালভার্টগুলি দীর্ঘদিন ধরে অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে।বারবার প্রশাসনকে জানিয়েও কাজ হয়নি। এর জেরে বোলপুর-ইলামবাজার রাজ্য সড়কে একাধিকবার দুর্ঘটনা ঘটেছে। এরই মাঝে গতকাল রাত ১১টা নাগাদ ইলামবাজার যাওয়ার পথে, নির্মীয়মান কালভার্টে ধাক্কা মেরে উল্টে যায় একটি বাইক। গুরুতর আহত হন দুই বাইক আরোহী। তাঁদের বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বারবার একই জায়গায় দুর্ঘটনা ঘটায়, আজ সকাল ৮টা থেকে মহিদাপুরে বোলপুর-ইলামবাজার রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয়রা। ঘটনাস্থলে বোলপুর থানার পুলিশ।
অন্যদিকে, মুর্শিদাবাদের নবগ্রামের দফরপুরে লরির ধাক্কায় দশম শ্রেণির ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা। মৃতদেহ আটকে স্থানীয়দের বিক্ষোভ। পথ অবরোধ। আজ সকাল ৭টা নাগাদ সাইকেলে চড়ে টিউশনে যাচ্ছিল ১৫ বছরের সুপ্রিয়া মণ্ডল। লরির ধাক্কায় তার মৃত্যু হয়। মৃতদেহ আটকে রেখে সকাল সাড়ে ৭টা থেকে নবগ্রাম-অনন্তপুর রাজ্য সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা। ঘটনাস্থলে নবগ্রাম থানার পুলিশ।
পাশাপাশি, কলকাতা থেকে দিঘা যাওয়ার পথে, পূর্ব মেদিনীপুরের মারিশদার কাছে উল্টে গেল বাস। আহত ৪০ জন যাত্রী। গতকাল রাতে ধর্মতলা থেকে দিঘা রওনা দেয় বেসরকারি বাসটি। রাত ৩টে নাগাদ মারিশদা থানার গয়াগিরির কাছে ১১৬-র বি জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। আহত হন বাসের ৪০ জন যাত্রী। তাঁদের কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাত্রীদের অভিযোগ, চালক, কনডাক্টর ও খালাসি মত্ত অবস্থায় ছিলেন। সে কারণেই দুর্ঘটনা ঘটে। বাসটিকে আটক করেছে পুলিশ।
চালক, কনডাক্টর ও খালাসি পলাতক

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/ItyadiNewsMsd/ 


‘ছাত্রকে গুলি? অপদার্থ OC তোমায় ধিক্কার’, পুলিশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পড়ুয়াদের

বাঁকুড়া: তৃণমূল-বিজেপি সংঘর্ষের মাঝে পড়ে গুলিবিদ্ধ অষ্টম শ্রেণির পড়ুয়া৷ বাঁকুড়ার পাত্রসায়রে পুলিশকে কাঠগড়ায় তুলে এবার ওসির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা স্কুল পড়ায়াদের৷ গুলিবিদ্ধ সৌমেনের সহপাঠীদের বিক্ষোভে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে পাত্রসায়রে৷

গুলি চালোনার ঘটনায় অভিযুক্ত পুলিশকর্মীদের প্রেপ্তারের দাবিতে সোমবার সকাল থেকে ক্লাস বয়কট করে বিক্ষোভ দেখান বাঁকুড়ার পাত্রসায়রে হাটকৃষ্ণনগর স্কুলের পড়ুয়ারা৷ পুলিশ গুলি চালিয়েছে বলে অভিযোগ পড়ুয়াদের৷ পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ পড়ুয়ারা৷ কালো ব্যাজ পরে প্রতিবাদ বাঁকুড়ার পাত্রসায়রে হাটকৃষ্ণনগর স্কুলের পড়ুয়াদের৷ প্লাকার্ড হাতে পুলিশকে কাঠগড়ায় তুলে বিক্ষোভ দেখান পড়ুয়ারা৷ স্কুলের সামনের রাস্তা অবরোধ করা হয়৷ ওঠে স্লোগান, ‘‘স্কুল ছাত্রকে গুলির শিকার, অপদার্থ OC তোমায় ধিক্কার৷’’

পড়ুয়াদের বিক্ষোভ প্রসঙ্গে প্রধান শিক্ষক অসিত কুমার ঘোষ জানান, অষ্টম শ্রেণির পড়ুয়া সৌমেন বাউড়ি গুলিবিদ্ধ হয়েছে৷ তারই প্রতিবাদে আজ ছাত্র-ছাত্রীরা প্রতিবাদ করেন৷

গত শনিবার কাঁকড়ঙায় গুলিবিদ্ধ হয় অষ্টম শ্রেণির পড়ুয়া সৌমেন বাউড়ি৷ গুলিবিদ্ধ অষ্টম শ্রেণির পড়ুয়ার অবস্থা আশাঙ্কাজনক৷ বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি সৌমেন৷

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/ItyadiNewsMsd/ 

রাজ্য পুলিশে নিয়োগ পরীক্ষার দিন ঘোষণা, রয়েছে জরুরি তথ্য

কলকাতা: রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগের চূড়ান্ত পর্বের লিখিত পরীক্ষার দিন ঘোষণা৷ আগামী ৩০ জুন রবিবার বেলা ১২ থেকে ১ পর্যন্ত নেওয়া হবে পরীক্ষা৷ পরীক্ষায় বসার জন্য যোগ্য প্রার্থীরা অ্যাডমিট কার্ড ডাউনলোড কর করতে পারবেন৷

রাজ্য পুলিশের ওয়েবসাইট www.wbpolice.gov.in-এ গিয়ে নিজের অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর ও জন্মতারিখ দিয়ে লগইন করলে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে৷ আলাদা করে কাউকে কোনও অ্যাডমিট কার্ড পাঠানো হবে না৷ পরীক্ষার দিন কোনও রকম স্পোর্টস সু, স্নিকার বা হিল তোলা জুতো পরে যেতে পারবে না৷ পরতে হবে সাধারণ জুতো বা চটি৷ যাতে কোনও ধাতব সরঞ্জাম থাকবে না৷

বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করুন৷ http://wbpolice.gov.in/writereaddata/wbp/English%20Notice.pdf অথবা পরীক্ষার নমুনা দেখা যাবে এই লিঙ্কে, http://wbpolice.gov.in/writereaddata/wbp/Sample%20OMR.pdf  অ্যাটেন্ডেন্স রোল কীভাবে পূরণ করতে হবে তার নমুনা এই লিঙ্কে: http://wbpolice.gov.in/writereaddata/wbp/Sample%20Attendance%20Roll.pdf

শনিবার, ২২ জুন, ২০১৯

ICC World Cup 2019: ৩২ বছর পর নজির! বিশ্বকাপে দ্বিতীয় ভারতীয় হিসেবে হ্যাটট্রিক করলেন মহম্মদ শামি

শনিবার সাউদাম্পটনে শেষ ওভারে মহম্মদ নবি, আফতাব আলম ও মুজিব উর রহমানকে পর পর তিন বলে আউট করলেন মহম্মদ শামি।
শামির দুরন্ত বোলিংয়ের সৌজন্যেই শেষ ওভারে আফগানিস্তানকে হারাল ভারত।
২০১৯ বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করলেন ভারতের মহম্মদ শামি।৩২  বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি শামির হাত ধরে।১৯৮৭ সালে বিশ্বকাপে নাগপুরে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করে নজির গড়েন ভারতের চেতন শর্মা।
বিশ্বকাপে ভারতের পঞ্চাশতম জয়ে শামির হ্যাটট্রিকের নজির।

চোরাই ফোন হয়ে যাবে 'খেলনা', বড় সিদ্ধান্ত মোদী সরকারের

 বর্তমান সময়ে একজন মানুষের যাবতীয় তথ্য তাঁর ফোনেই থাকে। তাই ফোন হারালে কেবলমাত্র আর্থিক ক্ষতিই হয় না, ব্যক্তিগত তথ্যও হতে পারে চুরি। আপনার ফোন থেকেই পাওয়া যেতে পারে আপনার সোশ্যাল মিডিয়া, ব্যক্তিগত তথ্য, ব্যাঙ্ক অ্যাকাউন্ট-এর হদিশ। ফলে থাকে বড়সড় ক্ষতির আশঙ্কা।

সেই দিকে নজর রেখেই এ বার চুরি হওয়া ফোন ব্লক করতে বিশেষ পদক্ষেপ নিল কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক। ফোন চুরি হলে সেই ফোনের IMEI নম্বর থেকে ব্লক করে দেওয়া হবে ফোনটি। এর ফলে ফোন চুরি করা ব্যক্তি সেই ফোনটি আর ব্যবহার করতে পারবে না।

বাজারে বিক্রি হওয়া প্রতিটি ফোন-এ একটি ১৫ সংখ্যার বিশেষ নম্বর থাকে। এই নম্বরটিকে বলা হয়, International Mobile Equipment Identity নম্বর বা সংক্ষেপে IMEI নম্বর। প্রতিটি ফোনের ক্ষেত্রে এই নম্বর আলাদা হয়। এই বিশেষ নম্বরটি ব্যবহার করেই কোনও চোরাই ফোন বা অপরাধীর ফোনকে ট্র্যাক করতে পারে টেলিকম সংস্থা।

এই বার এই IMEI নম্বর ব্যবহার করেই ফোন সম্পূর্ণভাবে ব্লক করার প্রক্রিয়া চালু করতে চাইছে টেলিকম মন্ত্রক। এই নতুন ব্যবস্থায় ফোন চুরি হলে প্রথমে পুলিস-এ রিপোর্ট করতে হবে। তার পরে টেলিকম বিভাগ-কে চুরি যাওয়া ফোন-এর IMEI নম্বর জানাতে হবে। টেলিকম বিভাগ থেকে সেই IMEI নম্বরকে ব্লক করে দেওয়া হবে। এর ফলে সেই ফোন থেকে কোনও ডেটা অ্যাকসেস করা যাবে না। আপনার তথ্য থাকবে সুরক্ষিত।

টেলিকম বিভাগের কাছে তিন ধরনের IMEI নম্বরের তালিকা আছে। সেই তালিকা অনুযায়ী, হোয়াইট লিস্ট-এর অন্তর্গত মোবাইল ফোনগুলি ব্যবহার করা যাবে। ব্ল্যাকলিস্ট-এর ফোনগুলি ব্যবহার করা যাবে না। গ্রে লিস্ট-এর ফোনগুলি থাকবে সচল কিন্তু নজরদাড়ির আওতায় থাকবে।

খুব শীঘ্রই এই ব্যবস্থা চালু করতে চলেছে টেলিকম মন্ত্রক। এই ব্যবস্থা ব্যবহার করে ফোন ফেরত পাওয়া যাবে কিনা সে ব্যাপারে কিছু জানায়নি টেলিকম মন্ত্রক। মনে করা হচ্ছে, এই নতুন ব্যবস্থার ফলে ফোন চুরির প্রবণতা কমবে। কারণ ব্লক করে দেওয়ার পর কার্যত অকেজো হয়ে যাবে সেই ফোন। ফলে, চোরাই বাজারে সেই ফোন-এর কোনও মূল্য থাকবে না। তা ছাড়া, এর ফলে সুরক্ষিত থাকবে ব্যক্তিগত তথ্য। সেই দিকে লক্ষ্য রেখেই এমন পদক্ষেপ।

জন্মদিনে ‘খলনায়ক’ অমরেশ পুরীকে শ্রদ্ধা গুগল ডুডলের

 “মোগ্যাম্বো খুশ হুয়া”… এই সংলাপ মনে নেই এমন দর্শক খুঁজে পাওয়া দায়। এই সংলাপে গোটা দেশের সিনেপ্রেমীদের খুশি করেছেন অমরেশ পুরী। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে খলনায়ক চরিত্রের কথা বললেই চোখ বন্ধ করে একটাই নাম মনে আসে। অমরেশ পুরী। শুধু ভারত নয়, তাঁর অভিনয়ক্ষমে নজর কেড়েছেন পাশ্চাত্য চলচ্চিত্রের আঙিনাতেও। পশ্চিমী সিনেপ্রেমীদের কাছে তিনি ‘মোলা রাম’ নামে পরিচিত। নেপথ্যে প্রখ্যাত হলিউড পরিচালক স্টিভেন স্পিলবার্গ। তাঁর মহাপ্রয়াণের পর কেটে গিয়েছে ১৪টি বছর। আজও সেই অভাব অপূরণীয়। ২২ জুন, শনিবার অমরেশ পুরীর ৮৭ বছরের জন্মদিনে তাঁকে অভিনবভাবে শ্রদ্ধা জানাল গুগল।

অমরেশ পুরী নিঃসন্দেহে ভারতীয় সিনেমা জগতের এক অন্যতম নক্ষত্র। ২০০৫ সালের ১২ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হওয়ায় মু্ম্বই ইন্ডাস্ট্রিতে ঘটে নক্ষত্রপতন। বলিউডকে বিদায় জানিয়ে পরলোকে পাড়ি দেন শেখর কাপুরের ‘মোগ্যাম্বো’। অভিনেতার বয়স তখন ৭২। জন্ম পাঞ্জাবের নওয়ানশহরে। সালটা ১৯৩২। দুই দাদার পায়ে পা মিলিয়ে পাড়ি দেন মুম্বই শহরে। দুই দাদা মদন পুরী এহং চমন পুরী দু’জনেই তখনকার বোম্বে ইন্ডাস্ট্রির অতি পরিচিত ‘খলনায়ক’। প্রতিষ্ঠিত অভিনেতাও বটে। প্রথম স্ক্রিন টেস্টে না উতরে সরকারী চাকরির পথ বেছে নেন। দিন যায়, তবে অভিনয়ের ‘ভূত’ ঘাড় থেকে নামেনি তাঁর। অতঃপর সত্যদেব দুবের লেখা চিত্রনাট্যে পৃথিবী থিয়েটারে অভিনয় করা শুরু করেন। সংগীত নাটক অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে পুরস্কৃত হওয়ায় পর টেলিভিশনের বিজ্ঞাপনে মুখ দেখান। এরপরই  নজরে পড়েন পরিচালক-প্রযোজকদের। শুরু হয় পুরোদস্তুর অভিনয়জীবন। তবে প্রথমটায় সাপোর্টিং চরিত্রগুলোতেই দেখা যেত তাঁর মুখ। তবে বড়সড় ব্রেক পান সুভাষ ঘাইয়ের সুপারহিট ছবি ‘বিধাতা’-র হাত ধরে। এরপর আর ফিরে তাকেতে হয়নি অমরেশ পুরীকে।

মিস্টার ইন্ডিয়া, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, করণ অর্জুন, নায়ক-সহ প্রায় ৪০০টি ছবিতে অভিনয় করেছেন তিনি। প্রখ্যাত হলিউড পরিচালক স্টিভেন স্পিলবার্গের হাত ধরে ‘ইন্ডিয়ানা জোনস’ এবং ‘দ্য টেম্পল অফ ডুম’ ছবিতে অভিনয় করেন। মোলা রামের চরিত্রে রীতিমতো পশ্চিমী দর্শককে মাতিয়ে তোলেন। তাঁর ঝুলিতে পুরস্কারের সংখ্যাও অগণিত। সেই জনপ্রিয় ভারতীয় অভিনেতা অমরেশ পুরীর রঙিন ছবিই শনিবার গুগল ডুডলে ভেসে উঠেছে তাঁর ৮৭ বছরের জন্মদিনে গুগলের শ্রদ্ধার্ঘ্য হিসেবে।


শুক্রবার, ২১ জুন, ২০১৯

কলকাতার নামী স্কুলে দু’হাতের শিরা কেটে আত্মঘাতী ছাত্রী

কলকাতা:কলকাতার স্কুলে আত্মঘাতী দশম শ্রেণির ছাত্রী ৷ স্কুলের শৌচালয়ে থেকে দু’হাতের শিরা কাটা অবস্থায় উদ্ধার করা হয় ছাত্রীকে ৷ গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা করা সম্ভব হয়নি ৷ হাসপাতালে পরে তার মৃত্যু হয় ৷

হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয় যে অতিরিক্ত রক্তক্ষরণেই মৃত্যু হয়েছে ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার বিড়লা গোষ্ঠীর নামী স্কুলে ৷ ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ৷ স্কুলের শিক্ষকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ পাশাপাশি অশিক্ষক কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷ খতিয়ে দেখা হচ্ছে সিসি ক্যামেরার ফুটেজ ৷ ঘটনার তদন্তে স্কুলে ফরেনসিক দল ৷ কী কারণে আত্মহত্যা তা এখনও স্পষ্ট নয় ৷ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরিবারের সদস্যদেরও ৷

মঙ্গলবার, ১৮ জুন, ২০১৯

Kalyani University এর part-2 Mathematics এর প্রশ্নপত্র জটিল,হতভম্ব ছাত্রছাত্রী-শিক্ষক

মুর্শিদাবাদ:গতবারের চেয়ে এবারের Question প্রচন্ড জটিল করায় ছাত্রছাত্রী থেকে শিক্ষকদের মাথায় হাত।তাদের মতে এখন পর্যন্ত কল্যাণী ইউনিভার্সিটি এর সবথেকে Tough Question মনেহয় এটাই। গতবারের Question এর মতোই এবারও 3rd paper question একটু tough হবে সবাই জানত, কিন্তু এই মাত্রায় question হবে তারা ভাবতে পারেনি।স্টুডেন্ট দের মতে প্রায় question সিলেবাস বহির্ভূত। প্রায় নর্মাল স্টুডেন্ট 25-35এর উত্তর দিয়েছে।এই question স্টুডেন্টদের লাইফে ফনী হয়ে দাঁড়িয়েছে।

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/ItyadiNewsMsd/ 

লোকসভায় সর্বভারতীয় কংগ্রেস দলনেতা হচ্ছেন অধীর চৌধুরী

নয়াদিল্লি: লোকসভায় কংগ্রেসের দলনেতা হচ্ছেন বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। রাহুল গাঁধী ওই পদ গ্রহণে রাজি না হওয়ায় অধীরকেই লোকসভায় দলনেতা বেছে নিল কংগ্রেস। বেশ কিছুদিন বকেয়া থাকার পর আজ সকালে দলের রণকৌশল সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়। ওই বৈঠকে হাজির ছিলেন রাহুল ও ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গাঁধী। এরপরই অধীরকে দলনেতা হিসেবে উল্লেখ করে লোকসভায় কংগ্রেসের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে বলে খবর। দলনেতা হিসেবে লোকসভার বিভিন্ন নির্বাচন কমিটিতে অধীর কংগ্রেসের প্রতিনিধিত্ব করবেন। গত লোকসভায় কংগ্রেসের দলনেতা ছিলেন মল্লিকার্জুন খাড়্গে। কিন্তু এবারের ভোটে তিনি হেরে গিয়েছেন। এবার রাহুল গাঁধীকেই ওই পদে চেয়েছিল কংগ্রেস। কিন্তু লোকসভা নির্বাচনে দলের ভরাডুবির পর রাহুল কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দেন। দল সেই ইস্তফা গ্রহণ না করলেও নিজের সিদ্ধান্তে অনড় রয়েছেন তিনি। এজন্য তা নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে অচলাবস্থা চলছে। গতকাল লোকসভার অধিবেশন শুরু হয়েছে। এদিন কংগ্রেস দলনেতা পদে পাঁচবারের সাংসদ অধীরকে হিসেবে বিকল্প বেছে নিল।

রবিবার, ১৬ জুন, ২০১৯

এবারেও ‘মওকা’ পেল না পাকিস্তান, বিরাট-রোহিতের রেকর্ডের দিনে সহজ জয় ভারতের

  ভারত: ৩৩৬-৫ (রোহিত ১৪০, কোহলি ৭৭)              পাকিস্তান: ২১২/৬ (ফখর জামান ৬২, বাবর আজম ৪৮)                                                       ভারত ডাকওয়ার্থ লুইস নিয়ম অনুসারে ৮৯ রানে জয়ী


বাপ বাপ হোতা হ্যায়.. ফাদার্স ডে তে আরও একবার প্রমাণ করে দিল ভারত। বিশ্বকাপে ভারতকে হারানোর আরও একটি ‘মওকা’ হারাল পাকিস্তান। বিশ্বকাপে ভারত-পাকিস্তানকে হারাবে এ যেন রুটিনে পরিণত হয়েছে। এবারেও সেই রুটিনের ব্যতিক্রম হল না। পাকিস্তানকে বড় রানের ব্যবধানে হারিয়ে দিল বিরাট-ব্রিগেড। ব্যাট-বল-ফিল্ডিং, সব বিভাগেই সরফরাজ আহমেদদের বলে বলে গোল দিল বিরাটরা। এই নিয়ে সাতবার। পাকিস্তানের বিরুদ্ধে ডাকওয়ার্থ-লুইস নিয়মে ভারত জিতল ৮৯ রানে। একই সঙ্গে অনবদ্য একাধিক রেকর্ডের মালিক হলেন রোহিত শর্মা। বিরাট কোহলি এবং বিজয় শংকরও করেছেন অনবদ্য রেকর্ড।

এদিন সকাল থেকে ম্যাঞ্চেস্টারের আকাশ অন্যদিনের তুলনায় পরিষ্কার থাকলেও, দ্বিতীয়ার্ধে বৃষ্টি হতে পারে, এই আশঙ্কাতেই এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক সরফরাজ আহমেদ। কিন্তু, সরফরাজের সেই সিদ্ধান্ত বুমেরাং হয়ে দাঁড়াল। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করল ভারত। প্রথম উইকেটের জুটিতেই ১৩৬ রান তুলে ফেলে মেন ইন ব্লু। লোকেশ রাহুল ৫৭ রানে আউট হলও রোহিত অনবদ্য শতরান করেন।বিরাট কোহলির পর দ্বিতীয় ভারতীয় হিসেবে পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে শতরান করলেন রোহিত। এটি তার কেরিয়ারের ২৪তম এবং বিশ্বকাপে তৃতীয় শতরান। পাকিস্তানের বিরুদ্ধে এটি কোনও ভারতীয় ব্যাটসম্যানের তৃতীয় দ্রুততম শতরান (৮৫ বলে)। এদিনের ১৪০ রানের ইনিংস খেলে এবারের বিশ্বকাপে সর্বোচ্চ রান স্কোরারের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন টিম ইন্ডিয়ার ‘হিটম্যান’। রোহিতের দখলে ৩১৯ রান। শীর্ষে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ। তিনি পাঁচ ম্যাচে করেছেন ৩৪৩ রান। এদিনের ১৪০ রানের ইনিংসে আরও একটি রেকর্ড গড়েছেন রোহিত। বিশ্বকাপে ভারত-পাক ম্যাচে এটিই দু’দলের তরফে সর্বোচ্চ স্কোর। রোহিতের উইকেটের পরও রানের গতি কমতে দেননি কোহলি। তিনিও নিজের অর্ধশতরান করেছেন। ৬৫ বলে ৭৭ রানের ইনিংস খেলেন বিরাট। তিনিও এদিন অনবদ্য রেকর্ড করলেন। দ্রুততম ব্যাটসম্যান হিসেবে এগারো হাজার রানের গণ্ডি পেরিয়ে গেলেন কিং কোহলি। এর আগে এই রেকর্ড ছিল শচীন তেণ্ডুলকরের দখলে। বিরাট-রোহিতদের দুর্দান্ত ব্যাটিংয়ের পাকিস্তানের সামনে ৩৩৬ রানের পাহাড় তৈরি করে ভারত। 

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই স্লো-ব্যাটিং ভোগানো শুরু করে পাকিস্তানকে। একসময় ফখর জামান এবং বাবর আজম জুটি বেঁধে কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও কুলদীপের জাদুতে ভেঙে যায় তাদের জুটি। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি ভারতকে। একের পর উইকেট খুইয়ে পাকিস্তান যখন প্রবল চাপে, তখনই বৃষ্টির জন্য বেশ কিছুক্ষণ খেলা বন্ধ রাখতে হয়। ডাকওয়ার্স লুইস নিয়ম অনুযায়ী পাকিস্তানকে নতুন টার্গেট দেওয়া হয় ৪০ ওভারে ৩০২ রান। কিন্তু নির্ধারিত ৪০ ওভারে ৬ উইকেটে মাত্র ২১২ রানেই শেষ হয় পাক ইনিংস। প্রত্যাশিত জয়ের দিনে বিরল রেকর্ডের মালিক হন বিজয় শংকর। নবম বোলার হিসেবে বিশ্বকাপ কেরিয়ারের প্রথম বলেই উইকেট পান তিনি। তবে, জয়ের মধ্যেও ভারতের চিন্তা থাকবে ভুবনেশ্বর কুমারের চোট নিয়ে। এদিন হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে মাঠ ছাড়েন ভুবি। ভারতীয় সমর্থকদের আশা পরের ম্যাচের আগেই সুস্থ হয়ে উঠবেন তিনি।

শুক্রবার, ১৪ জুন, ২০১৯

ডোমকলে গুলি, বোমাবাজি, মৃত্যু ৩

মুর্শিদাবাদের ডোমকলের কুচিয়ামারা গ্রামে গুলি, বোমাবাজি। গুলি-বোমায় মৃত্যু ৩ তৃণমূল কর্মীর। গুলিবিদ্ধ আরও এক। আজ ভোররাত থেকে গ্রামে বোমাবাজি শুরু হয়। গুলিও চলে। মৃত্যু হয় তিন তৃণমূল কর্মী খাইরুদ্দিন শেখ, সোহেল রানা, রহিদুল শেখ। গুলিবিদ্ধ হন আরও এক তৃণমূল কর্মী। স্থানীয় সূত্রে খবর, ঘটনার সূত্রপাত লোকসভা ভোটের আগে। কুচিয়ামারা গ্রাম পঞ্চায়েতের সিপিএমের প্রাক্তন প্রধান আলতাফ শেখ পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলে যোগ দেন। এবছরের ১৮ মার্চ খুন হন ওই তৃণমূল নেতা। পরিবারের অভিযোগ, আলতাফ খুনে অভিযুক্তরা কংগ্রেস ও বিজেপি সমর্থক। খুনের মামলায় জামিন পেয়ে গতকাল তারাই আলতাফের ভাই খাইরুদ্দিন, ছেলে সোহেল ও আত্মীয় রহিদুলকে খুন করে। এনিয়ে কংগ্রেস ও বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।

বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৯

মুর্শিদাবাদ মেডিক্যালে অচলাবস্থা, রাত থেকে ফের ধরনায় জুনিয়র ডাক্তারা

#মু্র্শিদাবাদ: শুক্রবারও কাটল না মুর্শিদাবাদ মেডিক্যালের অচলাবস্থা ৷ বৃহস্পতিবার সন্ধায় মেডিক্যাল কলেজ হাসপাতালে আন্দোলন তুলে নেন জুনিয়র ডাক্তাররা। কিন্তু তিন ঘণ্টা পর ফের ফের কর্মবিরতিতে ডাক্তাররা। অভিযোগ, আন্দোলন তুলে নেওয়ার জন্য তাঁদের উপর চাপ দেওয়া হয়। জুনিয়র ডাক্তারদের সমর্থন জানিয়ে স্বাস্থ্য অধিকর্তাকে চিঠি দেন সিনিয়র ডাক্তাররা। তাঁদের হুমকি, পড়ুয়াদের গায়ে হাত পড়লে গণ ইস্তফা দেওয়া হবে।

এনআরএসের জুনিয়র ডাক্তার মারধরের ঘটনায় রাজ্যের অন্যান্য মেডিক্যাল কলেজের মতোই মঙ্গলবার থেকে কাজ বন্ধ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। এমতাবস্থায় আরও একবার পরিষেবা চালু করার আর্জি জানিয়ে চিঠি দিইয়েছিল রাজ্য স্বাস্থ্য দফতর।

মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার পরিষেবা চালু করার নির্দেশ দিলেও সসস্ত্র পুলিশি নিরাপত্তার দাবিতে আন্দোলন জারি রেখেছেন চিকিৎসকরা । তারপরই আবার এক দফা কড়া চিঠি দিয়েছে স্বাস্থ্য দফতর। এই চিঠিতে অবিলম্বে আউটডোর ও এমারজেন্সি চালু করতে বলা হয়েছে রাজ্যের সব মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল আর সুপারকে।

এনআরএসে অচলাবস্থা অব্যাহত। কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা ৷ বন্ধ আউটডোর, তবে চালু রয়েছে জরুরি বিভাগ ৷

এনআরএস চত্বরে বহিরাগতদের ঢুকতে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হল ৷ গেটে নজরদারি জুনিয়র ডাক্তারদের ৷ পরিচয়পত্র দেখেই ভিতরে ঢোকায় ছাড় ৷

বুধবার, ১২ জুন, ২০১৯

‘ভারত’ দেখলেন ধাওয়ান, ধোনিরা, গোটা দেশ তোমাদের পাশে আছে, ধন্যবাদ জানিয়ে বললেন সলমন

লন্ডন: বিশ্বকাপের মাঝেই সলমন খানের ছবি ‘ভারত’ দেখতে গেলেন ভারতীয় ক্রিকেটাররা। ট্যুইটারে সেই ছবি পোস্ট করেছেন কেদার যাদব। সেই ছবিতে কেদারের সঙ্গে দেখা যাচ্ছে মহেন্দ্র সিংহ ধোনি, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, হার্দিক পাণ্ড্যকে। পাল্টা ভারতীয় ক্রিকেট দলকে ধন্যবাদ জানিয়ে সলমন লিখেছেন, ‘ভারত দেখার জন্য ভারত দলকে ধন্যবাদ। পরের ম্যাচগুলির জন্য শুভেচ্ছা। সারা ভারত তোমাদের পাশে আছে।’
‘ভারত’ ছবিটি মুক্তি পাওয়ার পর এখনও পর্যন্ত দেশে বক্স অফিসে ১৬০ কোটি টাকারও বেশি ব্যবসা করেছে। বিদেশে এই ছবি লাভ করেছে ২৫০ কোটি টাকারও বেশি। সলমন ছাড়াও ‘ভারত’-এ অভিনয় করেছেন জ্যাকি শ্রফ, তব্বু, দিশা পটানি, ক্যাটরিনা কাইফ ও সুনীল গ্রোভার। চলচ্চিত্রপ্রেমীদের পাশাপাশি ক্রিকেটারদেরও মন জয় করেছে ছবিটি।


মঙ্গলবার, ১১ জুন, ২০১৯

কর্মবিরতিতে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা

কলকাতায় এনআরএসের ঘটনার পরিপ্রেক্ষিতে আজ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের সমস্ত জুনিয়ার ডাক্তাররা আজ সকাল থেকে ধর্ণায় বসে।

তাদের অভিযোগ,প্রায়শ রোগীর পরিবারেরা চড়াও হয় তাদের উপর তাই তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।

বিনা চিকিৎসায় অসুস্থ রুগী।
জুনিয়র ডাক্তারদের এই কর্ম বিরতির ফলে সকাল থেকে জরুরি বিভাগ বন্ধ।নেই কোন ডাক্তার। সমস্যায় রোগীরা। চলছে ধর্ণা অনির্দিষ্ট কালের জন্য।

জয়েন্ট সিপি এসটিএফ-এর নেতৃত্বে এনআরএস কাণ্ডের তদন্ত : লালবাজার

এনআরএস কাণ্ডে তদন্ত হবে জয়েন্ট সিপি এসটিএফ-এর নেতৃত্বে। এমনটাই জানা গিয়েছে লালবাজার সূত্রে। রোগী মৃত্যুকে কেন্দ্র করে সোমবার রাতে রণক্ষেত্রের চেহারা নেয় নীলরতন সরকার মেডিক্যাল কলেজ। রোগীর বাড়ির আত্মীয়দের হাতে নিগৃহীত হন জুনিয়র ডাক্তাররা। রোগীর আত্মীয়দের ছোঁড়া ইটে মাথা ফেটে যায় জুনিয়র ডাক্তার পরিবহ মুখোপাধ্যায়ের। তাঁর করোটির সামনে ডানদিকের হাড় ভেঙে যায়। গুরুতর আহত হন আরও এক জুনিয়র ডাক্তারও।

প্রসঙ্গত, রবিবার রাতে ট্যাঙরার বিবি বাগানের বাসিন্দা মহম্মদ সাহিদকে (৬৫) হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের অভিযোগ, সোমবার বিকেলের পর থেকে রোগীর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। চিকিৎসকদের গাফিলতিতেই মহম্মদ সাহিদের মৃত্যু হয়। রোগী মৃত্যুকে কেন্দ্র করে এরপরই উত্তাল হয়ে ওঠে এনআরএস। রোগীর পরিবারের হাতে নিগৃহীত হওয়ার ঘটনায় রাত থেকেই বিক্ষোভে বসেন এনআরএস-এর জুনিয়র ডাক্তাররা। গেট বন্ধ করে দেন তাঁরা।

এরপর মঙ্গলবার দিনভর দফায় দফায় বৈঠকের পরেও মেলেনি কোনও সমাধানসূত্র। ২০ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও অচলাবস্থা জারি রয়েছে এনআরআস-এ। এদিকে এনআরএস-এ জুনিয়র ডাক্তারদের নিগ্রহের প্রতিবাদে আগামিকাল রাজ্যজুড়ে ১২ ঘণ্টা আউটডোর বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে চিকিৎসকদের সংগঠন ডক্টর্স ফোরাম। আগামিকাল সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি, বেসরকারি সমস্ত হাসপাতালে বন্ধ থাকবে আউটডোর পরিষেবা।

সোমবার, ১০ জুন, ২০১৯

রূপকথার ইতি, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় যুবরাজ সিংয়ের

 সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর জীবনটা হিন্দি সিনেমার চিত্রনাট্যের থেকে কম রোমাঞ্চকর নয়। এই চড়াই তো এই উতরাই। এই সাফল্যের শিখর ছুঁয়েছেন তো এই মুখ থুবড়ে পড়তে হয়েছে হতাশার গভীর খাদে। দীর্ঘ প্রায় সতেরো বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারকে অবশেষে বিদায় জানালেন যুবরাজ সিং।
বাবা যোগরাজ সিংয়ের তত্ত্বাবধানে ক্রিকেটে হাতেখড়ি। ২০০০ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে যুবরাজের মতোই ভারতীয় দলে প্রবেশ করেছিলেন। তারপর ধীরে ধীরে খোলস ছেড়ে বেড়িয়ে একের পর এক নজির গড়েছেন। ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে তখন দুনিয়া কাঁপানো ভারতীয়র নাম যুবরাজ সিং। ফিল্ডিংয়ে তো কিংবদন্তি জন্টি রোডসের সঙ্গেও তুলনা টানা হত তাঁর। কঠিন প্রতিপক্ষের সামনে যখন নড়বড়ে হয়ে পড়ত ভারতীয় ব্যাটিং লাইন-আপ, তখন বহুবার ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হতেন যুবি। “যুবরাজ থাকলে ম্যাচ ঠিক বেরিয়ে যাবে।” ভক্তদের মনে এমন বিশ্বাস ঢুকিয়ে দিতে পেরেছিলেন পাঞ্জাব দা পুত্তর। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডের ওভারে ছটা ছক্কার নজির থেকে ২০১১ বিশ্বজয়ী ভারতীয় দলের হয়ে টুর্নামেন্ট সেরা হওয়ার স্মৃতিগুলোই যুবরাজকে ক্রিকেটের ইতিহাসে চিররঙিন করে রাখবে। ক্যানসারকে জয় করেও দৃঢ় চিত্তে কামব্যাক করা ভারতীয় অলরাউন্ডারকে মনের মণিকোঠায় চিরস্থায়ী জায়গা দিয়েছেন অনুগামীরা।

সোমবার সাংবাদিক বৈঠক ডেকে নিজের অবসর ঘোষণা করেন যুবি। ক্রিকেট কেরিয়ারের ফ্ল্যাশব্যাক তুলে ধরতে গিয়ে গলা ধরে আসে তাঁর। বলেন, “২০১৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে খারাপ পারফর্ম করার পরই বুঝেছিলাম, ক্রিকেট কেরিয়ারটা বোধহয় শেষ হতে চলেছে। তবে তখনও হার মানিনি। পরিশ্রম করে আবার টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছিলাম। তবে বুঝেছি এবার সরে দাঁড়ানোর সময় হয়ে গিয়েছে।” ভারতীয় সাপোর্ট স্টাফ, সতীর্থদের ধন্যবাদ জানানোর পাশাপাশি আলাদা করে নাম নিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়েরও। বলেন, “২০০০ সালে আমায় খুঁজে এনে জাতীয় দলে জায়গা করে দিয়েছিলেন সৌরভ। তাঁর প্রতি আমি কৃতজ্ঞ।”

৩০৪টি একদিনের ম্যাচে ৮৭০১ রান যুবির ঝুলিতে। যার মধ্যে রয়েছে ১৪টি সেঞ্চুরি। দেশের হয়ে শেষ টেস্ট খেলেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে ২০১২ সালে। ২০১৭-য় শেষবার ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে তাঁকে দেশের জার্সি গায়ে দেখা গিয়েছিল। অনূর্ধ্ব ১৯, ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ বিশ্বকাপ – ত্রিমুকুট মাথায় নিয়েই বিশ্বকাপের মাঝে প্রিয় বাইশ গজকে আলবিদা জানালেন ল্যান্স আর্মস্ট্রংয়ের ভক্ত। রূপকথার ইতি ঘটল। তাঁর অবসর ঘোষণায় ভারতীয় ক্রিকেটে আরও একটি অধ্যায় শেষ হল। 

রবিবার, ৯ জুন, ২০১৯

১৭ হাজার ৩০০ কোটি টাকায় Amazon কিনে নিচ্ছেন মুকেশ অম্বানি!

 এ বছরের শুরুতেই অনলাইন বিপণন ওয়েবসাইট Amazon কেনার পরিকল্পনার কথা প্রকাশ করেছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রি-র চেয়ারম্যান মুকেশ অম্বানি। এ বার Amazon-এর সঙ্গে মোট ১৭,৩০০ কোটি টাকার প্রায় ২৪টি বাণিজ্যিক লেনদেন করল রিলায়েন্স ইন্ডাস্ট্রি। অর্থাত্, ভারতে Amazon.com কেনার মুকেশ অম্বানির পরিকল্পনাই বাস্তবায়িত হতে চলেছে বলে মত বাজার বিশেষজ্ঞদের।

ধাপে ধাপে বিনিয়োগের মাধ্যমেই ভারতে আমাজন-এর স্বত্ব কিনে নিতে চাইছে Reliance Industries। ই-কমার্স সাইট আমাজন কিনে নেওয়ার মাধ্যমে ভারতের বিশাল অনলাইন বিপণনের বাজারে প্রবেশ করতে চাইছে রিলায়েন্স। বাজার বিশেষজ্ঞের কুণাল আগরওয়ালের মতে, ছোট ছোট বিনিয়োগের মাধ্য়মে কাজে দক্ষ কর্মীদের একটি দল তৈরী করতে চাইছে রিলায়েন্স।

ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং সংস্থা মর্গান স্যানলি-এর (Morgan Stanley) মতে ২০২৮ সালের মধ্যে ভারতে Amazon-এর বাজার প্রায় ৬ গুণ বৃদ্ধি পাবে। অর্থাত্, ভবিষ্যতে বাড়বাড়ন্তের দিকে নজর রেখেই আগে-ভাগে ভারতে ই-কমার্সের বাজারে প্রবেশ করতে চাইছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর দূরদর্শিতাকে সমর্থন করেছেন সংস্থার বিনিয়োগকারীরা। গত ১২ মাসে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries Ltd.)-এর শেয়ারের মূল্য প্রায় ৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ই-কমার্সের পাশাপাশি চেন দোকানের সংস্থা Walmart-এর ভারতের স্বত্ব কিনতে আগ্রহী Reliance Industries। অর্থাত্, টেলিকমের সঙ্গে ভোগ্যপণ্যের বাজার দখলের দিকেও এগোতে চাইছে মুকেশ অম্বানির সংস্থা।

নয়া সিজনে চমক, ‘বিগ বস’-এর অতিথি হচ্ছেন অভিনেতা জিৎ!

‘বিগ বস’ নিঃসন্দেহে ভারতীয় টেলিভিশনের সবথেকে জনপ্রিয় রিয়ালিটি শো। আর ‘বিগ বস’ সিজন ১৩-এ যে দর্শকদের জন্য চমক থাকছে, সেখবর আগেই প্রকাশ্যে এসেছিল। সূত্রের খবর, সেপ্টেম্বরেই শুরু হতে চলেছে এই শো। তার আগে অবশ্য ‘বিগ বস’ নিয়ে উত্তেজনায় ফুটছে দর্শকরা। কে কে হবেন বিগ বসের অতিথি, এই নিয়ে প্রতিবছর থাকে নানান জল্পনা-কল্পনা। এবারও তার অন্যথা হয়নি। উন্মাদনার পারদ চড়ছে ক্রমশই। আর এই বিবিধ জল্পনার মাঝেই শোনা গেল এবছরের ‘বিগ বস’-এর অতিথি হতে চলেছেন অভিনেতা জিৎ।

সদ্য মুক্তি পেয়েছে জিৎ অভিনীত ‘শেষ থেকে শুরু‘। বক্স অফিস রিপোর্ট কার্ড অনুযায়ী প্রথম সপ্তাহে প্রত্যাশা মতোই ব্যবসা করছে এই ছবি। তবে, ‘বিগ বস’-এর ঘরে যদি তাঁকে সদস্য হিসেবে পাওয়া যায়, তা বেশ জব্বর হবে বলেই মনে করছেন অনুরাগীরা। অতীত অভিজ্ঞতা বলছে, বিতর্কিত ব্যক্তিত্বদেরই অতিথি করে নিয়ে আসেন বিগ বস নির্মাতারা। তাই স্বভাবতই যাঁদের নাম উঠে আসছে, তাঁরা এই মুহূর্তে রয়েছেন খবরের শিরোনামে। যদিও অতিথিদের নাম গোপন রাখতে কোনও রকম খামতি রাখেন না নির্মাতারা। নিয়মানুযায়ী, এই রিয়ালিটি শোয়ের প্রিমিয়ারেই জানা যায়, কে কে থাকছেন ‘বিগ বস’-এর বাড়িতে। তবে এবার ফাঁস হল ‘বিগ বস’ সিজন ১৩-র অতিথি তালিকা। খুব শিগগিরিই শুরু হতে চলেছে শুটিং।

মোট ২৩ জনের নাম উঠে এসেছে। সেই সম্ভাব্য তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁরা হলেন- বলিউড অভিনেত্রী জারিন খান, বাঙালি অভিনেতা জিৎ, অভিনেতা চাঙ্কি পাণ্ডে, রাজপাল যাদব, মডেল ওয়ারিনা হুসেন, হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় তারকা দেবলীনা ভট্টাচার্য, ‘মণিকর্নিকা’-অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে, টেলি তারকা রাকেশ বশিষ্ঠ, বিতর্কিত চরিত্র মাহিকা শর্মা, পর্নস্টার ড্যানি ডি, রাজনীতিবিদ রামবিলাসপুত্র চিরাগ পাসওয়ান, যিনি সম্প্রতি সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়াও রয়েছেন বক্সার বিজেন্দ্র সিং, মডেল রাহুল খান্ডেলওয়াল, মডেল হিমাংস কোহলি, প্রাক্তন অভিনেত্রী মহিমা চৌধুরি, টেলি তারকা মেঘনা মালিক, মিঠুনপুত্র অভিনেতা মহাক্ষয় চক্রবর্তী, সিআইডি খ্যাত দয়ানন্দ শেট্টি, রিয়ালিটি শো তারকা ফাইজি বু, ফ্যাশন ডিজাইনার ঋতু বেরি, মডেল-গায়িকা সোনাল চৌহান, গায়ক ফাজিলপুরিয়া রাহুল যাদব, অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। উল্লেখ্য, বাংলা ‘বিগ বস’-এর সঞ্চালকের ভূমিকায় দু’বারই জিৎকে দেখা গিয়েছে। আর এবার সূত্রের খবর অনুযায়ী তাঁকে যদি ‘বিগ বস’-এর ঘরে অতিথি হিসেবে দেখা যায়, তা যে মন্দ হবে না হলফ করে বলাই যায়।

শনিবার, ৮ জুন, ২০১৯

কলেজে ভরতি হতে বসতেই হবে সর্বভারতীয় পরীক্ষায়!

কলেজে ভরতি হতে বসতেই হবে সর্বভারতীয় পরীক্ষায়!

মার্কিন যুক্তরাষ্ট্রে কলেজে ভরতির ক্ষেত্রে পড়ুয়াদের এই ধরনের প্রবেশিকা পরীক্ষায় বসতে হয়। যার পোশাকি নাম SAT। ভারতেও একই ব্যবস্থা চালুর সুপারিশ করা হয়েছে জাতীয় শিক্ষা নীতির খসড়ায়।

হাইলাইটস

  • মার্কিন যুক্তরাষ্ট্রে কলেজে ভরতির ক্ষেত্রে পড়ুয়াদের এই ধরনের প্রবেশিকা পরীক্ষায় বসতে হয়।
  • যার পোশাকি নাম SAT।
  • ভারতেও একই ব্যবস্থা চালুর সুপারিশ করা হয়েছে জাতীয় শিক্ষা নীতির খসড়ায়।


: এবার কলেজে ভর্তির ক্ষেত্রে পড়ুয়াদের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় বসতে হতে পারে। পরীক্ষার স্কোরের ভিত্তিতে সরকারি অনুদানপ্রাপ্ত কলেজ বা বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ভরতির সুযোগ পাওয়া যাবে। নরেন্দ্র মোদী সরকার খসড়া

জাতীয় শিক্ষা নীতি বলবৎ করলে আগামিদিনে দেশজুড়ে এমনই ব্যবস্থা চালু হতে চলেছে। ২০২০ শিক্ষাবর্ষ থেকেই স্নাতক স্তরে অভিন্ন প্রবেশিকা পরীক্ষা ব্যবস্থা চালু করার সুপারিশ করছে ইসরোর প্রাক্তন চেয়ারম্যান কে কস্তুরীরঙ্গনের নেতৃত্বাধীন কমিটি৷
কেবলমাত্র সরকারি নয়, বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকেও অভিন্ন প্রবেশিকার মাধ্যমে পড়ুয়া ভরতির বিষয়ে উৎসাহ দেওয়ার সুপারিশ করা হয়েছে খসড়া জাতীয় শিক্ষা নীতি। প্রবেশিকা পরীক্ষায় বিষয়ের প্রতি দখলের পাশাপাশি পরীক্ষার্থীদের অ্যাপ্টিটিউট টেস্ট করা হবে।
মার্কিন যুক্তরাষ্ট্রে কলেজে ভরতির ক্ষেত্রে পড়ুয়াদের এই ধরনের প্রবেশিকা পরীক্ষায় বসতে হয়। যার পোশাকি নাম SAT। ভারতেও একই ব্যবস্থা চালুর সুপারিশ করা হয়েছে জাতীয় শিক্ষা নীতির খসড়ায়। যদিও মার্কিন মুলুকে স্নাতকে ভরতির ক্ষেত্রে SAT-এর স্কোরের পাশাপাশি পড়ুয়ার স্কুল গ্রেডও বিচার করা হয়।

মুম্বই, বাংলাদেশ, ফ্লোরিডা চলে যাবে জলের তলায়, চাঞ্চল্য রিপোর্টে

মুম্বই, বাংলাদেশ, ফ্লোরিডা চলে যাবে জলের তলায়, চাঞ্চল্য রিপোর্টে

মাত্র ৩১ বছর। ২০৫০ সালের মধ্যে সারা পৃথিবী জুড়ে জলবায়ুর ব্যপক পরিবর্তন আসন্ন। মেলবোর্নের আবহাওয়া পরিবর্তন বিষয়ক সেন্টার (‌বিএনসিসিআর)‌ একটি রিপোর্ট প্রকাশ করে জানিয়েছে, পৃথিবীর আবহাওয়া দ্রুত বদলে যাচ্ছে। আগামী ৩১ বছরের মধ্যে সেটি অনেকটাই পাল্টে যাবে। পৃথিবীর অসংখ্য শহরে বছরের একুশদিন এমন তাপপ্রবাহ চলবে যে শহর প্রায় শুকিয়ে যাওয়ার দশা হবে। মানুষের সহ্যের সীমা অতিক্রম করে যে এই তীব্র তাপপ্রবাহ। ফলে সেই কদিনে কোনওরকম কাজকর্ম তো বন্ধ করে দিতেই হবে, উল্টে অসংখ্য মানুষের গৃহহীন হওয়ার সম্ভবনা থাকবে। কারণ, বিশেষ বিশেষ অঞ্চলে অনেকে থাকতেই পারবেন না, কারণ তাপ।
শুধু তাই নয়, জলস্তরের নামারকম পরিবর্তন দেখা যেতে পারে। পৃথিবীর এমন কয়েকটি শহর, যেগুলি সৈকতের খুব কাছাকাছি, সেগুলি চলে যেতে পারে জলের তলায়। সৈকত শহরের সেই তালিকার মধ্যে রয়েছে মুম্বই। এছাড়াও সেই তালিকায় রয়েছে, জাকার্তা, হংকং, হো চি মিন সিটি, ব্যাঙ্কক, মানিলার মতো শহর। রিপোর্টে স্পষ্ট করে বলা হয়েছে, আগামী ৩১ বছরে যদি পৃথিবীর গড় তাপমাত্র ৩ ডিগ্রি করেও বাড়ে, তাহলেও দুই মেরুর বিপুল পরিমাণ বরফ গলে যাবে। ফলে ফ্লোরিডা ও বাংলাদেশের একটা বড় অংশ জলের তলায় চলে যেতে পারে।

শুক্রবার, ৭ জুন, ২০১৯

প্রবল ধুলোর ঝড়ে বেসামাল উত্তরপ্রদেশ, ১৯ জনের মৃত্যু

প্রবল ধুলোঝড় এবং বজ্রপাতের জেরে উত্তরপ্রদেশে মৃত্যু হল ১৯ জনের। আহত হয়েছেন ৪৮ জন। শুক্রবার সকালে একটি বিবৃতি প্রকাশ করে জানাল রাজ্য ত্রাণ কমিশন।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রবল ধুলোঝড় শুরু হয় উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায়। সেই সঙ্গে চলতে থাকে বজ্রপাত। তাতে বহু বাড়ির দেওয়াল ভেঙে পড়ে। রাস্তাঘাটে উপড়ে পড়ে প্রচুর গাছপালা।

শুক্রবার সকালে রাজ্য ত্রাণ কমিশনের তরফে একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়, প্রবল ধুলোঝড় এবং বজ্রপাতের কবলে পড়ে মইনপুরিতে ছ’জনের মৃত্যু হয়েছে। এটাহ‌্ এবং কাসগঞ্জে প্রাণ হারিয়েছেন ছ’জন। মোরাদাবাদ, বদায়ুঁ, মথুরা, কনৌজ, সম্ভল‌ এবং গাজিয়াবাদে প্রাণ গিয়েছে সাতজনের। শুধুমাত্র মইনপুরিতেই ৪১ জন আহত হন বলে জানা গিয়েছে।

উত্তরপ্রদেশের তথ্য দফততের প্রধান সচিব অবনীশ অবস্থি জানান, ‘‘ক্ষতিগ্রস্তদের সবরকম সাহায্যের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সকলের কাছে ত্রাণ পৌঁছচ্ছে কি না, তা দেখার নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী এবং জেলার ভারপ্রাপ্ত আধিকারিকদের।’

বুধবার, ৫ জুন, ২০১৯

NEET Result 2019: প্রকাশিত হল নিটের ফলাফল, টেনশনে হবু ডাক্তাররা

প্রকাশিত হল চলতি বছরের NEET-এর ফলাফল। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইট ntaneet.nic.in -এ ফলাফল প্রকাশ করবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এন.টি.এ।


জাতীয় স্তরের এই ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা গত ৬ মে নেওয়া হয়েছিল। পরীক্ষায় যারা বসেছিলেন, তাঁদের এনটিএ-র ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে। ডিরেক্টোরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস (DGHS), মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া (MCI) এবং ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া (DCI)-এর নির্দেশিকা অনুযায়ী মেধা তালিকা প্রস্তুত করেছে এন.টি.এ ।

ফলাফল এনটিএ-র ওয়েবসাইট ntaneet.nic.in -এ গিয়ে রেজাল্ট ডাউনলোড করে নিতে পারবেন পরীক্ষার্থীরা।এন.টি.এ NEET -র অ্যান্সার কি প্রকাশ করেছিল। অ্যান্সার কি বা টেস্ট বুকলেট নিয়ে কোনও আপত্তি থাকলে তা  জানাতে পারতেন পরীক্ষার্থীরা।
এ বছরের NEET-এ পরীক্ষায় বসেছিল প্রায় ১৫ লক্ষ ছাত্র-ছাত্রী। সাধারণ ছাত্র-ছাত্রীদের পরীক্ষায় কোয়ালিফাই করতে হলে ৫০% নম্বর পেতেই হবে এবং ওবিসি/এসসি/এসটি ছাত্র-ছাত্রীদের কোয়ালিফাই করতে পেতে হবে ন্যূনতম ৪০% নম্বর।

মঙ্গলবার, ৪ জুন, ২০১৯

চাঁদ দেখা গেছে; কাল খুশির ঈদ

ঈদ মোবারক। দেশের আকাশে মঙ্গলবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। তাই আগামীকাল বুধবার মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর পালিত হবে।
আকাশে হিজরি ১৪৪০ সনের শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। তাই বুধবার শাওয়াল মাসের প্রথম দিন দেশে ঈদ-উল-ফিতর পালিত হবে।
এবার মুসলমানদের সিয়াম সাধনার পবিত্র মাস ২৯ রমজানেই শেষ হলো। হিজরি রমজান শেষে শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানরা ঈদ-উল-ফিতর পালন করে থাকেন। দিনটি শুরু হবে ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে। বিভিন্ন ঈদগাহে ইতোমধ্যে সে জন্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে।  এবার বর্ষাকালে হচ্ছে ঈদ। তাই বৃষ্টি বা দুর্যোগপূর্ণ আবহাওয়া প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। সে জন্য বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে।

নামাজের পরপরই ঈদগাহগুলোতে চিরচেনা এবং কাঙ্ক্ষিত দৃশ্যের অবতারণা হবে। প্রত্যেক মুসলমান একে অপরের সঙ্গে কুশল বিনিময় করবেন। শ্রেণি-ধর্ম-বর্ণ-বয়স নির্বিশেষে হবে আলিঙ্গন। ভ্রাতৃত্বের বন্ধনের এ এক মধুর বহিঃপ্রকাশ।
ঈদের একটি বড় অনুষঙ্গ নতুন পোশাক। মাসজুড়ে বা অনেকে এর আগে থেকেই এর প্রস্তুতি শুরু করেন। এ বছর  বিপণিবিতানগুলোতে প্রতিবারের মতোই ভিড় দেখা গেছে। ব্যবসায়ীদের কেউ কেউ অবশ্য মন্দাভাবের কথা বলেছেন। তারপরও কেনাকাটার যে কমতি ছিল না, দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোর রাস্তার তীব্র জট বা বিপণিবিতানের কষ্ট-দেয়া ভিড় তার প্রমাণ। নতুন কেনা পোশাক-জুতা বা অন্যান্য সামগ্রী নিয়ে শিশুদের আনন্দই বেশি। বড়রাও কম যান না। পোশাকগুলো ইতোমধ্যেই হয়তো দেরাজ খুলে অনেকবারই দেখা হয়ে গেছে। কাল হবে ভাঁজ ভাঙা।।      কাল খুশির ঈদ।

শনিবার, ১ জুন, ২০১৯

রাজমিস্ত্রির ছেলে অধ্যাপক! দারিদ্রতাকে হার মানিয়ে সাফল্য মুর্শিদাবাদের জিয়াউর রহমানের

মুর্শিদাবাদ : রাজমিস্ত্রির ঘর থেকে এবার অধ্যাপক। শত কষ্ট, দারিদ্রতাকে হার মানিয়ে সাফল্য পেল মুর্শিদাবাদের জিয়াউর রহমান। সম্প্রতি কলেজ সার্ভিস কমিশনের রেজাল্ট প্রকাশিত হতেই সকলকে পিছনে ফেলে ওবিসি কোটায় চতুর্থ স্থান অধিকার করে নেন জিয়াউর রহমান। পিছিয়ে পড়া জেলা থেকে যেভাবে রাজমিস্ত্রি পরিবারের ছেলের এই সাফল্য উঠে এসেছে তাতে খুশি মুর্শিদাবাদবাসী। খুব শীঘ্রই কাউন্সেলিং শেষে অধ্যাপক পদে যোগদান করবেন তিনি।

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ-২ ব্লকের নয়ামুকুন্দপুর নামক এক প্রত্যন্ত গ্রামে জন্ম জিয়াউর রহমানের। বাবা আতাউর রহমান একজন রাজমিস্ত্রি। মা জেজেল বানু বিড়ি শ্রমিক। চার ভাই ও এক বোনের মধ্যে সকলের বড় জিয়াউর। দারিদ্রের সংসারে বাবার ইনকামই পড়াশুনার হাতিয়ার। গরিবের সংসার পরিচালনা করতে মাধ্যমিক পর থেকেই গ্রামে গ্রামে প্রাইভেট পড়াতে শুরু করেন তিনি। স্থানীয় আকবরপুর ভাই ভাই প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষা ও জঙ্গিপুর মুনিরিয়া হাই মাদ্রাসায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। তারপর জঙ্গিপুর কলেজ থেকে দর্শন নিয়ে অনার্স করেন। গ্রাজুয়েশন সম্পন্ন করেই কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি করেন তিনি। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করছেন তিনি। পিএইচডি চলাকালীনই বহরমপুর গার্লস কলেজে অতিথি অধ্যাপক হিসাবে যুক্ত হয়ে ইনকামের পথ শুরু করলেও পড়াশুনা চালিয়ে যেতে থাকেন জিয়াউর। কঠোর পরিশ্রমের মধ্য দিয়েই পড়াশুনা করেন। সাফল্য আসে ২০১৯ সালে। দর্শন বিভাগের অধ্যাপক হিসাবে কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষায় পাশ করে সকলের নজর কাড়েন এই কৃতি ছাত্র। খুব শীঘ্রই কাউন্সেলিং শেষে অধ্যাপক পদে যোগদান করবেন। এদিকে মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রামের রাজমিস্ত্রির পরিবার থেকে যেভাবে অধ্যাপক পদে সফল হয়েছেন জিয়াউর তাতে খুশির জোয়ার জেলাজুড়ে।

অধ্যাপক পদে সাফল্যের পর পরই জিয়াউর রহমান টিডিএন বাংলাকে জানান, দারিদ্র পরিবারেও কঠোর পরিশ্রম করেই আমার এই সাফল্য এসেছে। সাফল্যের পিছনে মায়ের অনাবিল অনুপ্রেরণার কথা উল্লেখ করেন জিয়াউর। তিনি বলেন, মুর্শিদাবাদ জেলা পিছিয়ে পড়া জেলা। জেলায় বিশ্ববিদ্যালয় না থাকায় দারিদ্র পরিবারের ছেলেমেয়েরা উচ্চশিক্ষায় এগিয়ে যেতে পারেন না। তারপরেও পারিবারিক দারিদ্রতাকে মাড়িয়ে যেভাবে ছাত্রছাত্রীরা সাফল্যের শীর্ষে উঠে এসেছে তা অত্যন্ত গর্বের। তিনি জেলার পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সামনে এগিয়ে নিয়ে আসতে আগামী দিনে বিশেষ তৎপরতা চালানোর কথাও জানান তিনি। এদিকে ছেলের সাফল্যে আনন্দিত জিয়াউরের বাবা আতাউর রহমান জানান, গরিবের সংসারে রাজমিস্ত্রি কাজ করে দু বেলা দু মুঠো কম খেয়ে ছেলেকে পড়িয়েছি। তার সাফল্যে আমি খুব খুশি।

হিন্দু-মুসলিম নয়, মানব ধর্ম যুক্ত হল বেথুন কলেজের ফর্মে

কলকাতা : জীবনের নতুন অধ্যায় শুরুর আগে শিক্ষার্থীদের মানবতার পথ চেনাল কলকাতার বেথুন কলেজ। স্নাতক স্তরে ভরতির অনলাইন ফর্মে ‘রিলিজিয়ন’-এর অপশনে ‘হিউম্যানিটি’ অপশন যোগ করেছে বেথুন কলেজ কর্তৃপক্ষ। কোনও কলেজে ভরতি প্রক্রিয়ার ইতিহাসে যা প্রথম।

‘সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই’। ভারতীয় সংস্কৃতি যুগে যুগে এই শিক্ষাই দিয়ে এসেছে আগামী প্রজন্মকে। এবার সেই আদর্শকে পাথেয় করেই শিক্ষাঙ্গনে নতুন অধ্যায় শুরু করতে চলা তরুণদের এই বার্তাই দিল বেথুন কলেজ। চলতি শিক্ষাবর্ষে ভরতি প্রক্রিয়ায় তাদের যোগ করা এই অভিনব চিন্তা নজিরবিহীন।

উল্লেখ্য, রাজ্য সরকারের নিয়মে এবার সমস্ত ইউনিভার্সিটিই তাদের আবেদনের বিষয়টি অনলাইনে করে দিয়েছেন। ফর্ম ফিলাপ করতে কোন শিক্ষার্থীকেই আর ক্যাম্পাসে আসতে হবে না। দিতে হবে না ঘণ্টার পর ঘণ্টা লাইন। সর্বোপরি, ভরতি প্রক্রিয়া নিয়ে ওঠা বিভিন্ন অস্বচ্ছতার অভিযোগ রুখতে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

বেথুন কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত মহিলা কলেজ। ২০১৫ সালে ‘NAAC’ এর বিচারে ‘A’ বিভাগে মনোনীত হয় এই কলেজ। এছাড়াও ২০১৯ সালে অর্থাৎ চলতি বছর ‘NIRF’ এও ৫০ স্কোর করেছে তাঁরা। এই বেথুন কলেজে ভরতি প্রক্রিয়ার ক্ষেত্রে আবেদন করতে হলে প্রথমেই দিতে হচ্ছে ব্যক্তিগত তথ্য। ছাত্রী কোন ধর্মে বিশ্বাস করেন সেই তথ্য অনলাইনে আবেদনের সময় প্রয়োগ করতে হচ্ছে। সেই অপশনে ক্লিক করলেই রয়েছে হিন্দু, মুসলিম, খ্রিষ্টান, বৌদ্ধ, জৈন ধর্মের মত অপশনগুলি। আর সবার প্রথমেই আসছে ‘হিউম্যানিটি’ অপশন।

এখানেও নিজেদের চিন্তাধারার চমতকারিত্বের পরিচয় দিয়েছেন বেথুন কর্তৃপক্ষ। কারণ এখানেও তাঁরা ফুটিয়ে তুলেছেন সেই আদর্শকেই – ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’। নিজের ধর্ম সম্পর্কে তথ্য দেওয়ার পরই বাকি তথ্যগুলো দিতে পারবেন আবেদনে ইচ্ছুক ছাত্রী।

বেথুন কলেজের প্রধান শিক্ষিকা মমতা রায় বলেন, “এটা আমাদের কলেজ কর্তৃপক্ষের সম্পূর্ণ একটা মিলিত সিদ্ধান্ত।

ছোট ছোট অনেক বাচ্চারা আসছে, যারা বলছে কোন ধর্মে বিশ্বাস করি না। কিন্তু সব ধর্মের আগে তো মানবত্‌ তাই আমরা এই অপশন রেখেছি আমাদের আবেদন,ফর্মে।”ছোট ছোট অনেক বাচ্চারা আসছে, যারা বলছে কোন ধর্মে বিশ্বাস করি না। কিন্তু সব ধর্মের আগে তো মানবত্‌ তাই আমরা এই অপশন রেখেছি আমাদের আবেদন,ফর্মে।”

ভরতি প্রক্রিয়ায় আবেদনকারী এক ছাত্রী পূজা সরকারের কথায়, “আমি এবছর বেথুন কলেজে ইংরাজি বিভাগে আবেদন করেছি। তবে এমন উদ্যোগ কোথাও দেখিনি। এটা সত্যিই অভিনব এবং প্রশংসনীয়।”

পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'

 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...