আহত সেনাদের পেনশনে কর বসানো নিয়ে মোদী সরকারের কড়া সমালোচনা করলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী৷ তাঁর বক্তব্য, ভোটের সময় সেনার সাফল্যকে নিজের সাফল্য বলে প্রচার করে এখন সেনাকে এতদিনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷
গত সোমবার সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স-এর পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেনা, নৌ-সেনা ও বায়ুসেনার কর্মরতরা যুদ্ধে আহত হয়ে অবসর নিলে তাদের পেনশন করযুক্ত হবে৷ইতিমধ্যেই লোকসভার অধিবেশনে এই বিজ্ঞপ্তির বিরোধীতা করেছেন অধীর চৌধুরী৷ ফের সোশ্যাল মিডিয়াতেও এব্যাপারে সরব হয়েছেন তিনি৷
অধীর বলেন, যে মোদী সরকার সেনা বাহিনীর কাঁধে ভর করে বালাকোটের প্রচার করেছে ভোটের জন্য, তারা যুদ্ধে আহত সেনার পেনশনের উপর বে-নজির ট্যাক্স বসাচ্ছে৷ তবে কি মোদী সরকারের দেশপ্রেম শুধু অভিনয়? একদিকে সেনার সাফল্যকে নিজের সাফল্য বলে প্রচার করছেন অন্যদিকে সেনাকে এতদিনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করছে মোদী সরকার৷ তাঁর দাবি, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও এব্যাপারে কোনও সদুত্তর দিতে পারেননি৷ এব্যাপারে লোকসভায় রাজনাথ জানিয়েছেন, তিনি বিষয়টি দেখবেন৷
এছাড়াও মোদী সরকারের বিরুদ্ধে একাধিক ক্ষোভ প্রকাশ করেছেন লোকসভার কংগ্রেসের দলনেতা৷ তাঁর বক্তব্য, বিজেপি সরকার অপ্রয়োজনীয় বিষয়ের উপর বিল আনছে৷ আলোচনা চালিয়ে যাওয়ার সময় নষ্ট করছে৷ বেকারত্ব, অর্থনৈতিক মন্দা ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়কে ভুলিয়ে দিয়ে সংসদ তথা দেশের মানুষকে অপ্রয়োজনীয় বা কম দরকারি আলোচনায় আসক্ত করার চেষ্টা করছে৷
গত সোমবার সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স-এর পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেনা, নৌ-সেনা ও বায়ুসেনার কর্মরতরা যুদ্ধে আহত হয়ে অবসর নিলে তাদের পেনশন করযুক্ত হবে৷ইতিমধ্যেই লোকসভার অধিবেশনে এই বিজ্ঞপ্তির বিরোধীতা করেছেন অধীর চৌধুরী৷ ফের সোশ্যাল মিডিয়াতেও এব্যাপারে সরব হয়েছেন তিনি৷
অধীর বলেন, যে মোদী সরকার সেনা বাহিনীর কাঁধে ভর করে বালাকোটের প্রচার করেছে ভোটের জন্য, তারা যুদ্ধে আহত সেনার পেনশনের উপর বে-নজির ট্যাক্স বসাচ্ছে৷ তবে কি মোদী সরকারের দেশপ্রেম শুধু অভিনয়? একদিকে সেনার সাফল্যকে নিজের সাফল্য বলে প্রচার করছেন অন্যদিকে সেনাকে এতদিনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করছে মোদী সরকার৷ তাঁর দাবি, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও এব্যাপারে কোনও সদুত্তর দিতে পারেননি৷ এব্যাপারে লোকসভায় রাজনাথ জানিয়েছেন, তিনি বিষয়টি দেখবেন৷
এছাড়াও মোদী সরকারের বিরুদ্ধে একাধিক ক্ষোভ প্রকাশ করেছেন লোকসভার কংগ্রেসের দলনেতা৷ তাঁর বক্তব্য, বিজেপি সরকার অপ্রয়োজনীয় বিষয়ের উপর বিল আনছে৷ আলোচনা চালিয়ে যাওয়ার সময় নষ্ট করছে৷ বেকারত্ব, অর্থনৈতিক মন্দা ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়কে ভুলিয়ে দিয়ে সংসদ তথা দেশের মানুষকে অপ্রয়োজনীয় বা কম দরকারি আলোচনায় আসক্ত করার চেষ্টা করছে৷