কলকাতা:কলকাতার স্কুলে আত্মঘাতী দশম শ্রেণির ছাত্রী ৷ স্কুলের শৌচালয়ে থেকে দু’হাতের শিরা কাটা অবস্থায় উদ্ধার করা হয় ছাত্রীকে ৷ গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা করা সম্ভব হয়নি ৷ হাসপাতালে পরে তার মৃত্যু হয় ৷
হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয় যে অতিরিক্ত রক্তক্ষরণেই মৃত্যু হয়েছে ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার বিড়লা গোষ্ঠীর নামী স্কুলে ৷ ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ৷ স্কুলের শিক্ষকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ পাশাপাশি অশিক্ষক কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷ খতিয়ে দেখা হচ্ছে সিসি ক্যামেরার ফুটেজ ৷ ঘটনার তদন্তে স্কুলে ফরেনসিক দল ৷ কী কারণে আত্মহত্যা তা এখনও স্পষ্ট নয় ৷ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরিবারের সদস্যদেরও ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন