রবিবার, ২৩ জুন, ২০১৯

মুর্শিদাবাদের নবগ্রামের দফরপুরে লরির ধাক্কায় দশম শ্রেণির ছাত্রীর মৃত্যু, মৃতদেহ আটকে বিক্ষোভ, পথ অবরোধ, বোলপুর, মারিশদার কাছেও দুর্ঘটনা

বীরভূমের বোলপুরে নির্মীয়মাণ কালভার্টে বাইকের ধাক্কা। গুরুতর আহত ২ বাইক আরোহী। নির্মাণ কাজ শেষ না হওয়ায়, বারবার একই জায়গায় দুর্ঘটনা। দ্রুত সমাধানের দাবিতে গ্রামবাসীদের পথ অবরোধ। মহিদাপুর গ্রামে তৈরি হচ্ছে রাস্তা ও কালভার্ট। অভিযোগ, কালভার্টগুলি দীর্ঘদিন ধরে অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে।বারবার প্রশাসনকে জানিয়েও কাজ হয়নি। এর জেরে বোলপুর-ইলামবাজার রাজ্য সড়কে একাধিকবার দুর্ঘটনা ঘটেছে। এরই মাঝে গতকাল রাত ১১টা নাগাদ ইলামবাজার যাওয়ার পথে, নির্মীয়মান কালভার্টে ধাক্কা মেরে উল্টে যায় একটি বাইক। গুরুতর আহত হন দুই বাইক আরোহী। তাঁদের বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বারবার একই জায়গায় দুর্ঘটনা ঘটায়, আজ সকাল ৮টা থেকে মহিদাপুরে বোলপুর-ইলামবাজার রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয়রা। ঘটনাস্থলে বোলপুর থানার পুলিশ।
অন্যদিকে, মুর্শিদাবাদের নবগ্রামের দফরপুরে লরির ধাক্কায় দশম শ্রেণির ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা। মৃতদেহ আটকে স্থানীয়দের বিক্ষোভ। পথ অবরোধ। আজ সকাল ৭টা নাগাদ সাইকেলে চড়ে টিউশনে যাচ্ছিল ১৫ বছরের সুপ্রিয়া মণ্ডল। লরির ধাক্কায় তার মৃত্যু হয়। মৃতদেহ আটকে রেখে সকাল সাড়ে ৭টা থেকে নবগ্রাম-অনন্তপুর রাজ্য সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা। ঘটনাস্থলে নবগ্রাম থানার পুলিশ।
পাশাপাশি, কলকাতা থেকে দিঘা যাওয়ার পথে, পূর্ব মেদিনীপুরের মারিশদার কাছে উল্টে গেল বাস। আহত ৪০ জন যাত্রী। গতকাল রাতে ধর্মতলা থেকে দিঘা রওনা দেয় বেসরকারি বাসটি। রাত ৩টে নাগাদ মারিশদা থানার গয়াগিরির কাছে ১১৬-র বি জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। আহত হন বাসের ৪০ জন যাত্রী। তাঁদের কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাত্রীদের অভিযোগ, চালক, কনডাক্টর ও খালাসি মত্ত অবস্থায় ছিলেন। সে কারণেই দুর্ঘটনা ঘটে। বাসটিকে আটক করেছে পুলিশ।
চালক, কনডাক্টর ও খালাসি পলাতক

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/ItyadiNewsMsd/ 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'

 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...