বুধবার, ২৬ জুন, ২০১৯

৫০ পয়সা, ১ টাকা-সহ সব সাইজের কয়েন বৈধ, রটনায় কান দেবেন না: রিজার্ভ ব্যাঙ্ক

এক বিবৃতিতে সাধারণ মানুষের কাছে রিজার্ভ ব্যাঙ্কের বার্তা, ৫০ পয়সা, ১ টাকা, ২ টাকা, ৫ টাকা ও ১০ টাকার বিভিন্ন সাইজ, থিম ও ডিজাইনের কয়েন এখনও সচল৷ বহু ক্ষেত্রে গুজব রটানো হচ্ছে৷ এই কয়েনগুলি গ্রহণের জন্য জনসাধারণকে আশ্বস্ত করছে আরবিআই৷

#নয়াদিল্লি: বাজারে কয়েন নিয়ে দীর্ঘ দিন ধরেই এক ধরনের ভুল বোঝাবুঝি চলছে৷ ছোট কয়েন অনেকেই নিতে চান না, তাঁদের ধারণা, ওই কয়েন আর চলে না৷ এমনকী ৫০ পয়সার কয়েনও কোনও সরকারি নির্দেশিকা ছাড়াই অঘোষিত ভাবে বাতিল করা হয়েছে বাজারে৷ এই ভুল বোঝাবুঝির অবসানে সচেষ্ট হল রিজার্ভ ব্যাঙ্ক৷ বিভিন্ন সাইজের কয়েন নিয়ে নানা রটনায় কান না দেওয়ার জন্য সাধারণ মানুষকে পরামর্শ দিল রিজার্ভ ব্যাঙ্ক৷

এক বিবৃতিতে সাধারণ মানুষের কাছে রিজার্ভ ব্যাঙ্কের বার্তা, ৫০ পয়সা, ১ টাকা, ২ টাকা, ৫ টাকা ও ১০ টাকার বিভিন্ন সাইজ, থিম ও ডিজাইনের কয়েন এখনও সচল৷ বহু ক্ষেত্রে গুজব রটানো হচ্ছে৷ এই কয়েনগুলি গ্রহণের জন্য জনসাধারণকে আশ্বস্ত করছে আরবিআই৷

আরবিআই-এর বিবৃতি বলছে, 'বিভিন্ন থিমের কয়েন বাজারে ছাড়া হয়েছে৷ বেশ কিছু কয়েন আদৌ সচল কি না, তা নিয়ে ধন্ধ দেখা দিয়েছে৷ নানা রিপোর্ট এসেছে আরবিআই-এর কাছে৷ অনেক ব্যবসায়ী, সাধারণ মানুষ নির্দিষ্ট কয়েন গ্রহণ করছেন না৷ আমাদের পরামর্শ হল, সব সাইজ, থিমের কয়েনই বাজারে বৈধ৷ অতএব কোনও ভয় নেই৷ কোনও কয়েন বাতিল করা হয়নি৷'

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/ItyadiNewsMsd/ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'

 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...