ম্যাঞ্চেস্টার: ইংল্যান্ডের বিরুদ্ধে কমলা জার্সিতে নামবে ভারত। আর বিরাটদের নতুন জার্সি নিয়ে রাজনৈতিক তরজা শুরু। টিম ইন্ডিয়ার জার্সির দু’দিকে কমলা রঙ ঘিরেই বিতর্কের সূত্রপাত। মোদিকে খোঁচা দিয়ে বিরোধীদের দাবি, সব কিছুতেই গেরুয়াকরণ করতে চাইছে বিজেপি। সপা, কংগ্রেসের অভিযোগ উড়িয়ে পাল্টা যুক্তি বিজেপি-শরিক শিবসেনার।
বিলেতে বিশ্বযুদ্ধে বিরাটরা। আর টিম ইন্ডিয়ার জার্সি নিয়ে বিতর্কের আঁচ পড়ল দেশের রাজনীতিতেও। ইংল্যান্ডের বিরুদ্ধে কমলা-বর্ডার দেওয়া জার্সি পরে খেলতে নামবেন বিরাটরা। আয়োজক দেশ ইংল্যান্ডের জার্সির সঙ্গে মিশে যাবে বিরাটদের জার্সির রং। সেই ঝামেলা এড়াতেই শুধু এক ম্যাচের জন্যই টিম ইন্ডিয়ার জার্সি বদল। এখান থেকেই শুরু বিতর্কের। কংগ্রেস, সমাজবাদী পার্টির দাবি, কমলার আড়ালে ক্রিকেটে গেরুয়াকরণ করতে চাইছেন মোদি।
পাল্টা জবাব দিয়ে বিজেপির দাবি, জাতীয় পতাকার রং-ও কমলা। তাহলে কি সেটা নিয়েও রাজনীতি করবে বিরোধীরা ?
আইসিসি তরফে জানানো হয়েছিল, ইংল্যান্ড বাদ দিয়ে অন্য অংশগ্রহণকারী দেশকে দুই সেট জার্সি আনতে হবে। আইসিসির দাবি, বিসিসিআই-ই নীলের সঙ্গে কমলা রঙের কম্বিনেশন পছন্দ করেছে। এখানে তাদের কিছু করার নেই। ৩০ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে নতুন জার্সিতে নামবেন বিরাটরা। তার আগেই নতুন জার্সি নিয়ে রাজনীতি শুরু হয়ে গেল।
বিলেতে বিশ্বযুদ্ধে বিরাটরা। আর টিম ইন্ডিয়ার জার্সি নিয়ে বিতর্কের আঁচ পড়ল দেশের রাজনীতিতেও। ইংল্যান্ডের বিরুদ্ধে কমলা-বর্ডার দেওয়া জার্সি পরে খেলতে নামবেন বিরাটরা। আয়োজক দেশ ইংল্যান্ডের জার্সির সঙ্গে মিশে যাবে বিরাটদের জার্সির রং। সেই ঝামেলা এড়াতেই শুধু এক ম্যাচের জন্যই টিম ইন্ডিয়ার জার্সি বদল। এখান থেকেই শুরু বিতর্কের। কংগ্রেস, সমাজবাদী পার্টির দাবি, কমলার আড়ালে ক্রিকেটে গেরুয়াকরণ করতে চাইছেন মোদি।
পাল্টা জবাব দিয়ে বিজেপির দাবি, জাতীয় পতাকার রং-ও কমলা। তাহলে কি সেটা নিয়েও রাজনীতি করবে বিরোধীরা ?
আইসিসি তরফে জানানো হয়েছিল, ইংল্যান্ড বাদ দিয়ে অন্য অংশগ্রহণকারী দেশকে দুই সেট জার্সি আনতে হবে। আইসিসির দাবি, বিসিসিআই-ই নীলের সঙ্গে কমলা রঙের কম্বিনেশন পছন্দ করেছে। এখানে তাদের কিছু করার নেই। ৩০ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে নতুন জার্সিতে নামবেন বিরাটরা। তার আগেই নতুন জার্সি নিয়ে রাজনীতি শুরু হয়ে গেল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন