রবিবার, ২৩ জুন, ২০১৯

রাজ্য পুলিশে নিয়োগ পরীক্ষার দিন ঘোষণা, রয়েছে জরুরি তথ্য

কলকাতা: রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগের চূড়ান্ত পর্বের লিখিত পরীক্ষার দিন ঘোষণা৷ আগামী ৩০ জুন রবিবার বেলা ১২ থেকে ১ পর্যন্ত নেওয়া হবে পরীক্ষা৷ পরীক্ষায় বসার জন্য যোগ্য প্রার্থীরা অ্যাডমিট কার্ড ডাউনলোড কর করতে পারবেন৷

রাজ্য পুলিশের ওয়েবসাইট www.wbpolice.gov.in-এ গিয়ে নিজের অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর ও জন্মতারিখ দিয়ে লগইন করলে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে৷ আলাদা করে কাউকে কোনও অ্যাডমিট কার্ড পাঠানো হবে না৷ পরীক্ষার দিন কোনও রকম স্পোর্টস সু, স্নিকার বা হিল তোলা জুতো পরে যেতে পারবে না৷ পরতে হবে সাধারণ জুতো বা চটি৷ যাতে কোনও ধাতব সরঞ্জাম থাকবে না৷

বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করুন৷ http://wbpolice.gov.in/writereaddata/wbp/English%20Notice.pdf অথবা পরীক্ষার নমুনা দেখা যাবে এই লিঙ্কে, http://wbpolice.gov.in/writereaddata/wbp/Sample%20OMR.pdf  অ্যাটেন্ডেন্স রোল কীভাবে পূরণ করতে হবে তার নমুনা এই লিঙ্কে: http://wbpolice.gov.in/writereaddata/wbp/Sample%20Attendance%20Roll.pdf

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'

 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...