বুধবার, ১২ জুন, ২০১৯

‘ভারত’ দেখলেন ধাওয়ান, ধোনিরা, গোটা দেশ তোমাদের পাশে আছে, ধন্যবাদ জানিয়ে বললেন সলমন

লন্ডন: বিশ্বকাপের মাঝেই সলমন খানের ছবি ‘ভারত’ দেখতে গেলেন ভারতীয় ক্রিকেটাররা। ট্যুইটারে সেই ছবি পোস্ট করেছেন কেদার যাদব। সেই ছবিতে কেদারের সঙ্গে দেখা যাচ্ছে মহেন্দ্র সিংহ ধোনি, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, হার্দিক পাণ্ড্যকে। পাল্টা ভারতীয় ক্রিকেট দলকে ধন্যবাদ জানিয়ে সলমন লিখেছেন, ‘ভারত দেখার জন্য ভারত দলকে ধন্যবাদ। পরের ম্যাচগুলির জন্য শুভেচ্ছা। সারা ভারত তোমাদের পাশে আছে।’
‘ভারত’ ছবিটি মুক্তি পাওয়ার পর এখনও পর্যন্ত দেশে বক্স অফিসে ১৬০ কোটি টাকারও বেশি ব্যবসা করেছে। বিদেশে এই ছবি লাভ করেছে ২৫০ কোটি টাকারও বেশি। সলমন ছাড়াও ‘ভারত’-এ অভিনয় করেছেন জ্যাকি শ্রফ, তব্বু, দিশা পটানি, ক্যাটরিনা কাইফ ও সুনীল গ্রোভার। চলচ্চিত্রপ্রেমীদের পাশাপাশি ক্রিকেটারদেরও মন জয় করেছে ছবিটি।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'

 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...