রবিবার, ২৩ জুন, ২০১৯

‘ছাত্রকে গুলি? অপদার্থ OC তোমায় ধিক্কার’, পুলিশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পড়ুয়াদের

বাঁকুড়া: তৃণমূল-বিজেপি সংঘর্ষের মাঝে পড়ে গুলিবিদ্ধ অষ্টম শ্রেণির পড়ুয়া৷ বাঁকুড়ার পাত্রসায়রে পুলিশকে কাঠগড়ায় তুলে এবার ওসির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা স্কুল পড়ায়াদের৷ গুলিবিদ্ধ সৌমেনের সহপাঠীদের বিক্ষোভে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে পাত্রসায়রে৷

গুলি চালোনার ঘটনায় অভিযুক্ত পুলিশকর্মীদের প্রেপ্তারের দাবিতে সোমবার সকাল থেকে ক্লাস বয়কট করে বিক্ষোভ দেখান বাঁকুড়ার পাত্রসায়রে হাটকৃষ্ণনগর স্কুলের পড়ুয়ারা৷ পুলিশ গুলি চালিয়েছে বলে অভিযোগ পড়ুয়াদের৷ পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ পড়ুয়ারা৷ কালো ব্যাজ পরে প্রতিবাদ বাঁকুড়ার পাত্রসায়রে হাটকৃষ্ণনগর স্কুলের পড়ুয়াদের৷ প্লাকার্ড হাতে পুলিশকে কাঠগড়ায় তুলে বিক্ষোভ দেখান পড়ুয়ারা৷ স্কুলের সামনের রাস্তা অবরোধ করা হয়৷ ওঠে স্লোগান, ‘‘স্কুল ছাত্রকে গুলির শিকার, অপদার্থ OC তোমায় ধিক্কার৷’’

পড়ুয়াদের বিক্ষোভ প্রসঙ্গে প্রধান শিক্ষক অসিত কুমার ঘোষ জানান, অষ্টম শ্রেণির পড়ুয়া সৌমেন বাউড়ি গুলিবিদ্ধ হয়েছে৷ তারই প্রতিবাদে আজ ছাত্র-ছাত্রীরা প্রতিবাদ করেন৷

গত শনিবার কাঁকড়ঙায় গুলিবিদ্ধ হয় অষ্টম শ্রেণির পড়ুয়া সৌমেন বাউড়ি৷ গুলিবিদ্ধ অষ্টম শ্রেণির পড়ুয়ার অবস্থা আশাঙ্কাজনক৷ বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি সৌমেন৷

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/ItyadiNewsMsd/ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'

 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...