শুক্রবার, ১৪ জুন, ২০১৯

ডোমকলে গুলি, বোমাবাজি, মৃত্যু ৩

মুর্শিদাবাদের ডোমকলের কুচিয়ামারা গ্রামে গুলি, বোমাবাজি। গুলি-বোমায় মৃত্যু ৩ তৃণমূল কর্মীর। গুলিবিদ্ধ আরও এক। আজ ভোররাত থেকে গ্রামে বোমাবাজি শুরু হয়। গুলিও চলে। মৃত্যু হয় তিন তৃণমূল কর্মী খাইরুদ্দিন শেখ, সোহেল রানা, রহিদুল শেখ। গুলিবিদ্ধ হন আরও এক তৃণমূল কর্মী। স্থানীয় সূত্রে খবর, ঘটনার সূত্রপাত লোকসভা ভোটের আগে। কুচিয়ামারা গ্রাম পঞ্চায়েতের সিপিএমের প্রাক্তন প্রধান আলতাফ শেখ পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলে যোগ দেন। এবছরের ১৮ মার্চ খুন হন ওই তৃণমূল নেতা। পরিবারের অভিযোগ, আলতাফ খুনে অভিযুক্তরা কংগ্রেস ও বিজেপি সমর্থক। খুনের মামলায় জামিন পেয়ে গতকাল তারাই আলতাফের ভাই খাইরুদ্দিন, ছেলে সোহেল ও আত্মীয় রহিদুলকে খুন করে। এনিয়ে কংগ্রেস ও বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'

 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...