বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯

আগামী ৭ই নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে নিষিদ্ধ গুটখা ও পানমশলা জাতীয় নেশা দ্রব্য

পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আগামী ৭ নভেম্বর থেকেই খৈনি, জর্দা, গুটকা, পান মসলা সহ চর্বণ যোগ্য সবধরনের তামাক নেশা দ্ৰৰ  বিক্রয় বন্ধ করলো রাজ্যসরকার।
আমাদের সোনার বাংলা সবুজ ঘাসে আমাদের বাংলা কে সবুজ করবে আর এই সব মাদক দ্ৰৰ মানুষের শরীরের পাশাপাশি আমাদের বাংলা কে দুষিত করবে।
রাজ্যসরকার এর এরকম পদক্ষেপ কে হাজারো প্রণাম।

একধাক্কায় গ্যাসের দাম বাড়ল ৭৬ টাকা, চূড়ান্ত অস্বস্তিতে মধ্যবিত্ত

উৎসবের মরসুম শেষ হতে না হতেই ফের আরও এক দফায় দাম বাড়ল রান্নার গ্যাসের৷ আজ থেকেই কার্যকর হয়ে গিয়েছে গ্যাসের নয়া দাম৷ জানা গিয়েছে, পয়লা নভেম্বর থেকে ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু ৭৬ টাকা বাড়ানো হয়েছে৷ আর তার জেরেই কলকাতায় ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের দাম দাঁড়িয়েছে ৭০৬ টাকা৷ গত মাসে ছিল ৬৩০ টাকা৷
তবে স্বস্তির বিষয় একটাই ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়নি৷ তবে দাম না বাড়লেও ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের জন্য নভেম্বর মাসে সিলিন্ডার পিছু কত টাকা গ্রাহকের অ্যাকাউন্টে ভর্তুকি পাঠানো হবে সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি কেন্দ্রের মোদি সরকার৷
জানা গিয়েছে, ভর্তুকিহীন রান্নার গ্যাস ৭৬ টাকা বাড়ানোর পাশাপাশি ৫ কিলোগ্রাম ওজনের ভর্তুকি গ্যাসের ক্ষেত্রেও একধাক্কায় ২৬ টাকা বাড়ান হয়েছে৷ আর তার জেরেই ৫ কিলো ওজনের ভর্তুকি রান্নার গ্যাসের দাম দাঁড়িয়েছে ২৬০ টাকা ৫০ পয়সা৷
আন্তর্জাতিক বাজার দেখে গ্যাসের দামের নির্ধারণ করে থাকে রাষ্ট্রীয় তিল সংস্থা অল ইন্ডিয়া কর্পোরেশন৷ প্রতি মাসের শেষে এই দাম নির্ধারিত হয়৷ এবারও একইভাবে ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে৷ শেষবার পুজোর আগে ভর্তুকি রান্নার গ্যাসের দাম বেড়েছিল ১৪ কেজি ওজনের ভর্তুকি গ্যাসের দাম ১৫ টাকা পর্যন্ত বাড়ানো হয়৷ এবার এক ধাক্কায় ৭৬ টাকা বাড়িয়ে মধ্যবিত্তের অস্বস্তি চূড়ান্ত পর্যায়ে দিল কেন্দ্রের মোদি সরকার৷
এই মুহূর্তে ১৪.২ কিলো ওজনের বছরে ১২টি রান্নার গ্যাসের জন্য ভর্তুকি দিয়ে থাকে কেন্দ্র৷ সেই টাকা গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায়৷ কিন্তু অভিযোগ উঠেছে সেই ভর্তুকির টাকা এখন নাকি ঠিকঠাক দেওয়া হচ্ছে না৷ গ্যাসের দাম বাড়লে ভর্তুকির পরিমাণ বাড়বে তা ধরে নেওয়া হলেও বহু অংশেই সেই ভর্তুকি মূল্য ঠিকঠাক মিলছে না বলেও অভিযোগ তুলেছেন গ্রাহকরা৷

মাধ্যমিকে টেস্ট পরীক্ষার নির্দেশিকা জারি পর্ষদের

বৃহস্পতিবার ২০২০ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা করেছে মধ্যশিক্ষা শিক্ষা পরিষদ৷ ঠিক তার একদিন পরেই টেস্ট পরীক্ষার প্রস্তুতি নিয়ে নির্দেশিকা প্রকাশ করল পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরিষদ৷


নির্দেশিকা অনুসারে ডাব্লুবিবিএসইয়ের অধীনে স্বীকৃত সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের সময়মত প্রশ্নপত্র জমা দিতে হবে৷ নির্দেশিকায় সমস্ত স্কুলগুলিকে সিলেকশন টেস্টের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সম্মতিমূলক মূল্যায়নের নিম্নলিখিত সময়সূচী অনুসরণ করতে বলা হয়েছে৷
madhyamik test exam
প্রতিটি স্কুলকে অবশ্যই নিজেদের প্রশ্নপত্র প্রস্তুত করতে হবে মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রের ধরণ অনুসারে৷ এরপর প্রশ্নপত্রের উপরে প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে তা অনলাইনে অথবা অন্য উপায়ে বোর্ডের কাছে পাঠিয়ে দিতে হবে৷ পরবর্তী কালে যা ২০১৯-২০২০ টেস্টপেপারে প্রকাশিত হবে৷ দশম শ্রেণীর টেস্ট পরীক্ষা ২০ থেকে ৩০ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে হবে বলেও জানিয়েছে পরিষদ৷

বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯

UPSC IES পরীক্ষায় ২য় তম স্থান অর্জন করলেন বাংলার প্রমিত

কলকাতার প্রমিত দেব মল্লিক এমন একটি পরীক্ষায় অংশ নিয়েছিলেন যেখানে বাংলার শিক্ষার্থীরা কখনই তেমন সাফল্য পায় না। ইউপিএসসি আইইএস হ’ল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য প্যান ইন্ডিয়া অনুষ্ঠিত আইএএস এবং আইপিএস পরীক্ষার মতো। মল্লিক কেবল এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়নি, তিনি দ্বিতীয় স্থান অর্জন করে পুরো রাজ্যকে গর্বিত করেছেন। এই পরীক্ষায় বাংলার শিক্ষার্থীদের সাফল্যের ইতিহাস তেমন ভালো না, সেখানে এরকম ফল সত্যিই প্রশংসার যোগ্য।



প্রমিত এই বছর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিংয়ে পাস করেছেন। এর আগে তিনি লা মার্টিনিয়ারের শিক্ষার্থী ছিলেন। প্রমিত গেট পরীক্ষার জন্যও প্রস্তুতি নিচ্ছিলেন। তবে, এই প্রমিতের পক্ষে এটি সত্যিই সম্মানের, কারণ এ জাতীয় র‌্যাঙ্কিং সত্যি অনবদ্য। প্রমিত কখনও বইয়ের পোকা ছিলেন না বরং তাঁর বেশ কিছু শখ রয়েছে যা তিনি আবেগের সাথে অনুসরণ করেন। প্রমিতের জন্য আমরা গর্বিত।

কাশ্মীর থেকে পাঁচজনের দেহ পৌঁছল কলকাতায়, অপেক্ষায় জেগে বাহালনগর

কথা ছিল গ্রামে ফিরবেন শুক্রবার। কফিনবন্দি নিথর দেহগুলি ফিরছে তার আগেই। ২৫০০ কিলোমিটার পেরিয়ে অবশেষে কলকাতা বিমানবন্দরে এসে পৌছল কুলগাম জঙ্গি হামলায় মৃত বাংলার পাঁচ শ্রমিকের দেহ। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বহালপুর রওনা হয়েছেন এই মরদেহ নিয়ে।
বুধবার রাত সাড়ে ১১টা নাগাদ  শ্রীনগর থেকে দিল্লি হয়ে কলকাতা বিমানবন্দরে পৌঁছয় তিনজনের মরদেহ। ঘড়ির কাঁটা রাত ১২টা ছুঁইছুঁই ,তখন এল অন্য দু’টি দেহ। পাঁচটি দেহকেই আইনি প্রক্রিয়া সেরে বিমানবন্দরের বাইরে আনা হয়। 

প্রিয়জনক শেষবার দেখার জন্যে রাত জাগছে গ্রাম। দেহগুলি যাতে যত দ্রুত সম্ভব বহালপুর পৌঁছে যায় তা সুনিশ্চিত করতে প্রশাসনের তরফেও যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে । বিমানবন্দরের বাইরে আগে থেকেই অপেক্ষা করছিল পাঁচটি শববাহী গাড়ি। ফুল দিয়ে সাজানো শীততাপ নিয়ন্ত্রিত গাড়িগুলির গায়ে লেখা মুখ্যমন্ত্রীর লেখা শোকবার্তা-‘নৃশংস এই হত্যাকাণ্ডে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত’। রয়েছে পরিবহণমন্ত্রী  শুভেন্দু অধিকারীর বার্তাও। 
বুধবার রাত্রি ১১টা নাগাদ বিমানবন্দরে পৌঁছে যান রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। নিরাপত্তা নিশ্চিত করতে আনা হয় কলকাতা পুলিশ ও বিধানগর পুলিশ কমিশনারেটের পুলিশকর্মীদের। 
এদিন পাঁচটি মৃতদেহের পাশাপাশি আহত শ্রমিক জহিরুদ্দিনকেও আনা হয়েছে কলকাতায়। ঘটনার অভিঘাতে তিনি  এখনও সন্ত্রস্ত। স্বাভাবিক ভাবে কথা বলার অবস্থাও নেই তাঁর। বিমানবন্দরে পৌঁছতেই বিশেষ অ্যাম্বুলেন্সে তাঁকে তড়িঘড়ি এসএসকেম হাসপাতালে পাঠানো হয়। সেখানেই ট্রমাকেয়ার ইউনিটে তাঁকে রাখা হয়েছে।



‘আল্লাহ তুমি ওদের ক্ষমা কর না’, স্তব্ধ রাজ্যপাল-মুখ্যমন্ত্রী! পাশে দাঁড়ালেন অধীর

ওঁরা গিয়েছিলেন পেটের দায়ে৷ দিনরাত পরিশ্রম করে ঠিকাদারের হয়ে করতেন কাজ৷ দিনের শেষে মেরেকেটে শ’তিনেক টাকা রোজগার করতেন তাঁরা৷ বুধবার সারাদিন পরিশ্রমের পর ফিরেছিলেন নিজের মাথা গোঁজার ঠিকানায়৷ বিশ্রাম নিতে গিয়ে পাক জঙ্গিদের হাতে গণহত্যার বলি হতে হল বাংলার ৫ শ্রমিকের৷ লাইন দিয়ে দাঁড় করিয়ে জঙ্গিদের ছোড়া বুলেটে ঝাঁঝরা মুর্শিদাবাদের ৫ শ্রমিকের দেহ৷ মৃত্যুর খবর কাশ্মীর থেকে মুর্শিদাবাদে আসতে খুব বেশি দেরি করেনি৷ মৃত্যুর খবর পৌঁছে যেতেই মুর্শিদাবাদের সাগরদিঘী থানার বাহালনগর গ্রামের বাসিন্দা গ্রামে ছড়িয়েছে শোক৷ আজ কার্যত অরন্ধন গ্রামে৷ অপেক্ষা প্রিয় মানুষটির দেহ একবার শেষ দেখে নিতে৷
মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই আজ সকাল থেকে শোকে মুহ্যমান গোটা গ্রাম৷ দুর্ঘটনার খবর পেয়ে শুরু হয়েছে স্বজনহারানো কান্না৷ গোটা গ্রামে আজ এক হয়ে মৃত শ্রমিকদের দেহ ফিরে পেতে শুরু হয়েছে অপেক্ষা৷ প্রিয়জনের হারানোর খবর পেয়ে সেই বুধবার সন্ধ্যা থেকেই কেঁদে চলেছে মৃতের পরিবার৷ কাঁদতে কাঁদতে মৃতের পরিবারের এক সদস্য জানিয়েছেন, ‘‘আল্লাহ তুমি ওদের ক্ষমা কর না৷ ওরা জঙ্গি? কেন এমন ঘটনা ঘটল? কী চাইছে ওরা?’’
শ্রমিক মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই দুঃখ প্রকাশ করেছেন রাজ্যপাল থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়৷ ‘‘আমি বাকরুদ্ধ৷ মুর্শিদাবাদের পাঁচ শ্রমিককে হারালাম৷ কোন মন্তব্যই সান্ত্বনা দেওয়ার জন্য যথেষ্ট নয়৷ নিহত পরিবারকে সবরকম সাহায্য দেওয়া হবে৷ এই পরিস্থিতিতে সব সাহায্যের জন্য প্রস্তুত আমরা৷’’ টুইটে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ‘‘এই ঘটনা দুর্ভাগ্যজনক৷ আমি মর্মাহত৷ কোন ভাষা নেই৷ কাশ্মীরে নিহত মুর্শিদাবাদের ৫ শ্রমিক৷ কাপুরুষোচিত আক্রমণ করেছে জঙ্গিরা৷ এরা মানবতার শত্রু৷ সরকার ও স্বেচ্ছাসেবী সংস্থাকে আবেদন, এদের পাশে এসে দাঁড়ান৷’’ টুইটারে লিখেছেন রাজ্যপাল৷
We are shocked and deeply saddened at the brutal killings in Kashmir. Five workers from Murshidabad lost their lives. Words will not take away the grief of the families of the deceased. All help will be extended to the families in this tragic situation
727 people are talking about this
West Bengal: Family & friends of the five labourers (who were shot dead by terrorists in Kulgam, Jammu and Kashmir yesterday) in mourning in Murshidabad.
View image on TwitterView image on TwitterView image on Twitter
64 people are talking about this

আজ সকালে মুর্শিদাবাদের যান লোকসভার কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরী৷ সেখানে কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের ফোন করে গোটা পরিস্থিতির বিষয়ে জানতে চান অধীর৷ নিহত পরিবারের সামনেই নিজের ফোন থেকে কেন্দ্রীয় স্বারষ্ট্রমন্ত্রকের সচিবের সঙ্গে যোগাযোগ করেন৷ কীভাবে দেহ নিয়ে আসা হবে? আহত শ্রমিকদের অবস্থা কী? বাকি বাঙালি শ্রমিকদের বর্তমান পরিস্থিতি কী? তা জানতে চান অধীর৷

সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯

TET পরীক্ষার্থীদের জন্য সুখবর, দু’বছর পর টেট পরীক্ষার প্রস্তুতি পর্ষদের

দীর্ঘ অপেক্ষার অবসান৷ চার বছর পর ফের শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নিয়োগের ‘টেট’ পরীক্ষা৷ আগামী ডিসেম্বর মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর৷

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ডের ২০১৭ সালে প্রকাশিত বিজ্ঞপ্তির ভিত্তিতে শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়া হবে৷ সূত্রের খবর, কয়েকদিনের মধ্যে খোলা হবে রেজিস্ট্রেশন পোর্টাল৷ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেছেন, ‘‘গোটা রাজ্যজুড়ে বিভিন্ন স্কুল মিলিয়ে প্রায় ৩০ হাজার শূন্যপদে নিয়োগ করা হবে৷ সরকারের অনুমোদন পাওয়ার পর পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে৷’’ এবার থেকে পরীক্ষায় পাশ করলেও থাকতে হবে প্রাথমিক শিক্ষকের ট্রেনিং৷ তা না হলে প্রার্থীকে অযোগ্য ঘোষণা করা হবে৷
২০১৩ সালে প্রায় সাড়ে ৩ লাখ প্রার্থী টেট পরীক্ষার জন্য আবেদন করেছিলেন৷ এরপর ২০১৫ সালে এই রাজ্যে টেট বা টিচার্স এলিজিবিলিটি টেস্ট বা টেট নেওয়া হয়৷ সেবছর কেন্দ্রীয় সরকার শিক্ষক নিয়োগের জন্য যথাযথ যোগ্যতার নিয়মাবলির সংশোধন করেছিল৷ তাই পরীক্ষায় পাশ করলেও প্রাথমিক শিক্ষকের প্রশিক্ষণ না থাকার কারণে বহু প্রার্থীকে অযোগ্য ঘোষণা করা হয়েছিল৷ ৪০হাজার শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হয়েছিল সেবছর৷
আজ থেকে ঠিক দু’বছর আগে ২০১৭ সালের অক্টবরে আরও একবার টেটের বিজ্ঞপ্তি প্রকাশ হলেও শূন্যপদ বা পরীক্ষার সময়সূচি জানানো হয়নি৷ এনিয়ে হাইকোর্টে মামলাও দায়ের হয়৷ আদালতের হস্তক্ষেপের পরও বিজ্ঞপ্তি জারি হয়নি৷ এরপর মে মাসের মাঝামাঝি সময়ে টেট পরীক্ষার দিনক্ষণ প্রকাশের দাবিতে দায়ের হওয়ার মামলার শুনানিতে পর্ষদকে তীব্র ভর্ৎসনা করে আদালত।
সেবছর ১৮ জুন টেট মামলার শুনানিতে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন, পরীক্ষার না নেওয়ার কারণ জানিয়ে ২৭ জুনের মধ্যে আদালতকে রিপোর্ট জমা করতে৷ অভিযোগ, সেই রিপোর্ট জমা হলেও প্রকাশিত হয়নি টেট পরীক্ষার দিনক্ষণ৷ সেদিন টেট মামলার শুনানিতে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় প্রশ্ন করেন, গরিব ছেলেমেয়েদের কাছ থেকে পরীক্ষার ফি বাবদ কোটি কোটি টাকা তুলে এখনও কেন টেট পরীক্ষা নেওয়া হয়নি? বিষয়টি রিপোর্ট আকারে জানাতেও নির্দেশ দেন বিচারপতি৷ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন বা এনসিটিইর নির্দেশিকা অনুযায়ী প্রতি বছরই রাজ্য সরকারের টেট নেওয়ার কথা থাকলেও ২০১৬, ২০১৭ সালে টেট হয়নি৷ এর আগে রাজ্যে যে দু’টি টেট পরীক্ষা নেওয়া হয়৷ সেখানে পরীক্ষায় বসেন ৩৪ লক্ষ পরীক্ষার্থী৷ ৪৩ হাজার শূন্যপদে নিয়োগও হলেও সেখানেও একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল৷

২০ টাকায় রুটি-ঘুঘনি, ডিম-কলা-চা! চমক দিচ্ছেন প্রদীপ-চাওয়ালা

একথা অস্বীকার করার জায়গা নেই বাঙালির জীবনে চায়ের সঙ্গে আত্মার একটা যোগসূত্র আছে৷ বাঙালির আবেগ, অনুভূতি, আনন্দের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই পানীয়টি৷ তাইতো এক কাপ চায়ে চুমুক না দিয়ে বাঙালির যেমন সকাল হয় না৷ তেমনই দিনের শেষে চায়ের ঠেকে না বসলে রাতের খাবার হজম হয় না৷ চায়ের ঠেকে যেন বাঙালীর স্ট্রেস রিলিফের জায়গা৷ সোজা কথায় আমি আদমি তাঁর জীবন খুঁজে পায় এই চায়ের ঠেকে৷ শহর থেকে গ্রামে, রাস্তার ধারেই হোক বা অলিগলিতে৷ একটা চায়ের দোকান মানেই সকাল থেকে রাত লোকের আনাগোনা লেগেই থাকে৷ এমনই কোনও চায়ের দোকানে নানান স্বাদের বেকারির বিস্কুটের সঙ্গে যদি উপরি পাওনা হয় ঘুঘনি, পাউরুটি, ডিম, কলা তাহলে তো কথাই নেই৷ তাও মাত্র ২০ টাকায়৷ কি সেই আদ্যিকালের গল্প মনে হচ্ছে তো?

এতো সকালের আয়োজন৷ বিকেলে এই দোকানেই চায়ের সঙ্গে পাবেন নুন-ছোলা আর মুড়ি৷ কী ভাবছেন, যাবেন নাকি একবার? কৃষ্ণনগর বাসস্ট্যান্ডের কাছে ষষ্ঠিতলায় গিয়ে কাউকে একবার বললেই দেখিয়ে দেবে কাঁচা পাকা চুলে সাধাসিধে প্রদীপ-কাকুর এই চায়ের দোকান৷ সোশ্যাল মিডিয়ার হাত ধরে ভাইরাল ‘প্রদীপ-চাওয়ালা’৷

নেটপাড়ায় ভাইরাল হওয়া পর সংবাদমাধ্যমে প্রদীপবাবু জানিয়েছেন, বছর তিন আগে এই চায়ের দোকান খুলেছেন তিনি৷ দিন কয়েকদিন আগে ক্রেতাদের চাহিদা অনুযায়ী সামান্য লাভে কুড়ি টাকার পাঁচ পদের মেনু চালু হয়েছে৷ আর তাতেই মিলেছে সাফল্য৷ জনপ্রিয়তা বললেও ভুল হবে না৷ ২০ টাকায় পাঁচ পদ চেখে দেখে তৃপ্তি ক্রেতারা৷ আর সোশ্যাল দুনিয়ায় ভাইরাল হতেই দিনে দিনে দোকানে ভিড় আরও বাড়ছে৷ ক্রেতার ভিড় বাড়তে থাকায় মুখেও হাসি ফুটেছে সাধাসিধে প্রদীপবাবুর৷

শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৯

আল আমীন মিশনের প্রাণপুরুষ এম নুরুল ইসলাম পাচ্ছেন দেশের সেরা শিক্ষকের সম্মান

আল আমীন মিশনের প্রাণপুরুষ,মিশনের প্রতিষ্ঠাতা তথা সাধারণ সম্পাদক এম নুরুল ইসলাম পেতে চলেছেন দেশের সেরা শিক্ষকের পুরস্কার। সমগ্র দেশের ৩০ হাজার শিক্ষকের মনোনয়নের মধ্য থেকে সেরা ৩০ জনকে ‘Super 30’ পুরস্কারে ভুষিত করবে উদ্ভাবন ও উদ্যোগে উৎসাহ দানকারী সংস্থা iB-Hubs । এই ৩০ জনের মধ্যেই রয়েছেন এম নুরুল ইসলাম। ১৯ শে অক্টোবর অর্থাত আগামীকাল শনিবার হায়দ্রাবাদে সেরা শিক্ষকের পুরস্কার গ্রহণ করবেন তিনি।

জাতি ও দেশ গঠনে দেশের মহান শিক্ষকদের অবদান সারা পৃথিবীর সামনে তুলে ধরতে ও আগামী প্রজন্মের কাছে শিক্ষকদের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতেই সংস্থার এই উদ্যোগ। এই ৩০ জন শিক্ষক দেশের হাজার হাজার শিক্ষকদের প্রতিনিধিত্ব করছেন।

এর আগে ২০০৭ সালে ভারতবর্ষের স্বাধীনতার ৬০ বছর পুর্তি উপলক্ষ্যে দেশ ও বিদেশে কাজ করা প্রবাসী ভারতীয়দের মধ্যে ৬০ জনকে বেছে নেয় দিল্লি থেকে প্রকাশিত Hindustan Times গ্রুপের Livemint.com নামের একটি অনলাইন পত্রিকা। যাঁরা বিখ্যাত নয় আবার বিত্তশালীও নয়। এমনকি প্রচারের আলোয় না এসেও যাঁরা সমাজ ও দেশ গঠনে গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করে চলেছেন। সর্বোপরি এই বিশ্বকে মানুষের বাসযোগ্য করে তুলতে নীরবে কাজ করছেন, সংস্থাটি মুলত এমন ৬০ জন ভারতীয়কে গুরুত্ব দিয়ে তুলে ধরে। এই ৬০ জনের মধ্যে স্থান পান মানবদরদী, মহান শিক্ষাব্রতী নুরুল ইসলামও। ‘ Nurul Islam| In West Bengal, one man’s on a mission to educate Muslim Kids‘ শীর্ষক আলোচনায় জাতি,সমাজ ও দেশগঠনে নুরুল ইসলামের প্রতিটি কর্মকান্ড উপস্থাপিত হয়েছে। পৌঁছে গেছে বিশ্বের দরবারে।

উল্লেখ্য, ১৯৫৯ সালের ১৭ অক্টোবর হাওড়া জেলার খলত্পুরে জন্মগ্রহণ করেন এম. নুরুল ইসলাম। ছোট থেকেই অত্যন্ত মেধাবী ও প্রখর দূরদৃষ্টি সম্পন্ন এই মানুষটি আল-আমিন বার্তার সম্পাদকও বটে। দেশের সেরা ৩০ জন শিক্ষকের একজন নুরুল ইসলাম আল -আমীন মিশন প্রতিষ্ঠা করে আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা পরিবারের ছেলে মেয়েদের নিয়ে এসে শিক্ষা দিয়ে শুধু সফল ছাত্র ছাত্রী নয় বরং সফল মানুষ তৈরি করেছেন। তাঁর নিরলস পরিশ্রম, স্বপ্নকে ছোঁয়ার অদম্য জেদ ও প্রখর দূরদৃষ্টির জন্য মাত্র ৩৩ বছরে আল আমীন মিশনের শিক্ষার্থীর সংখ্যা ৭ থেকে ১৭ হাজারে পৌঁছেছে। এখনও পর্যন্ত মিশন থেকে পাশ করে বেরিয়েছে ২৩ হাজার ছাত্র ছাত্রী। যার মধ্যে ৩০০০ ডাক্তার ও ২৮০০ এর উপর ইঞ্জিনিয়ার। কেউ তার মতোই মানুষ গড়ার কারীগর, আবার কেউ বা করছেন গবেষণা। অনেকেই আজ উচ্চপদে কর্মরত সরকারী কর্মচারী।

দেশের সেরা ৩০ শিক্ষকের মধ্যে নুরুল ইসলামের স্থান পাওয়া নিঃসন্দেহে আল আমীন মিশনের মুকুটে নতুন পালক যোগ করলো ও শিক্ষক হিসেবে, দেশ ও জাতি গঠনে তাঁর অবদানকে সারা বিশ্বের কাছে স্বীকৃতি দিল। টাইমস বাংলার পক্ষ থেকে দেশের অন্যতম শিক্ষাপ্রেমী নুরুল ইসলামকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন । আপনার অনুপ্রেরণায় ভবিষ্যতে যাতে আরো বেশি করে শিক্ষার্থী দেশের মুখ উজ্জ্বল করে, টাইমস বাংলা পরিবার এই আশা রাখে।

২০১৬-র পর ফের নোটবন্দি, বন্ধ হয়ে যাবে ২০০০ টাকার নোট ? জেনে নিন পুরো সত্যিটা

২০২০ সালে কি ২০০০ টাকা বন্ধ হয়ে ফের ১০০০ টাকার নোট চালু হবে ৷ RBI কি সব ২০০০ টাকার নোট ফেরত নিচ্ছে ৷ ফের কি ২০১৬ -র পর আবার হবে নোটবন্দি, আর কি ATM থেকে ২০০০ টাকা বেরোবে ৷

এছাড়াও খবর শোনা যাচ্ছে ৩১ ডিসেম্বূর ২০১৯ -র মধ্যেই কিনোট বদলে নিতে ব্যাঙ্ক থেকে , ২০০০ টাকার সব নোট কি এরই মধ্যে ব্যাঙ্কে জমা দিয়ে দিতে হবে ৷ আসলে রিজার্ভ সম্প্রতি একটি RTI -র উত্তরে জানিয়েছে ২০১৯-২০ আর্থিক বর্ষে আর একটিও নতুন ২০০০ টাকার নোট ছাপা হয়নি ৷ এরমধ্যে আশঙ্কা আরো বড়াছে গ্রাহকেদরে কারণ বিভিন্ন ব্যাঙ্কের এটিএম থেকে ইতিমধ্যেই ২০০০ টাকার নোট বার হওয়া বন্ধ হয়ে গেছে ৷

সোশ্যাল মিডিয়ায় এই খবর এখন ভাইরাল , যে ২০১৬ সালে ডিমনিটাইজেশনে যেভাবে ৫০০ ও ১০০০ টাকার নোট তুলে নেওয়া হয়েছিল ঠিক সেই ঢঙেই নাকি বাতিল হয়ে যাবে ২০০০ টাকার নোট ৷

এটিএমের যে স্লট থেকে ২০০০ টাকার নোট বেরোয় সেটাও নাকি তুলে নেওয়া হয়নি ৷ তবে যা জানা গেছে তা অনুযায়ি কোনও ব্যাঙ্কের কাছে এখনও এ নিয়ে কোন নির্দেশিকা পাঠায়নি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷

২০০০ টাকার নোট যে সব এলাকায় পাওয়া যাচ্ছে না সেখানে সেই ২০০০ টাকার নোটের চাহিদা নেই বলেই পাঠানো হচ্ছে না ৷ কারণ কোনও জায়গার ডিমান্ডের ওপরই সাপ্লাই নির্ভর করে ৷

আরবিআইয়ের হিসাব অনুযায়ি ৫০০ টাকার নোট দেশের মোট টাকার ৫১ শতাংশ এখন রয়েছে ৷ আর দ্রুত হারে কমতে থাকা ২০০০ টাকার নোট এখন মোট টাকার ৩১.২ শতাংশ ৷

বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯

গুরুতর অসুস্থ অমিতাভ বচ্চন, মুম্বইয়ের হাসপাতালে ভরতি অভিনেতা

: অসুস্থ বিগ বি। গত সোমবার গভীর রাত থেকে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভরতি রয়েছেন তিনি। পরিবার সূত্রে খবর, লিভারের সমস্যাতেই হাসপাতালে চিকিৎসাধীন অমিতাভ বচ্চন।

যকৃতের সমস্যা তাঁর নতুন নয়। হাসপাতালে ভরতি হওয়াও নতুন নয়। কারণ, প্রায়শই এই সমস্যার জেরে অসুস্থ হয়ে পড়েন বলিউডের বিগ বি। পরিবার সূত্রে খবর, প্রায় বছর কুড়ি আগে থেকেই লিভারের সমস্যা বেড়েছে বই কমেনি। যকৃতের মাত্র ২৫ শতাংশ কাজ করছে তাঁর। আর তার উপর ভরসা করেই বেঁচে রয়েছেন বিগ বি। এরই মাঝে গত সোমবার মধ্যরাত থেকেই আবারও বেশি অসুস্থ হয়ে পড়েন অমিতাভ বচ্চন। তাঁকে তড়িঘড়ি মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভরতি করা হয়। পরিবারের দাবি, লিভার সংক্রান্ত কিছু সমস্যার জেরেই হাসপাতালে ভরতি করা হয়েছে অভিনেতাকে। আইসিইউতে না রাখলেও তাঁকে খুব সাবধানে রাখা হয়েছে। বাড়ির লোক ছাড়া আর কারও প্রবেশাধিকার নেই। জয়া, অভিষেক নিয়ম করে তাঁকে দেখে যাচ্ছেন। যদিও অভিনেতার অসুস্থতার খবর সেভাবে প্রকাশ্যে না আসায় বলিউডের কাউকেই দেখা যায়নি।

অমিতাভ বচ্চনের পরিজনদের দাবি, প্রায় উনিশ বছর আগে ২০০০ সালে টিউবারকিউলোসিসের চিকিৎসা হয়েছিল অভিনেতার। তিনি জানতেন না, প্রায় ৮ বছর আগে থেকে এই রোগ শরীরে বাসা বেঁধেছিল তাঁর। এছাড়া ‘কুলি’র সেটে গুরুতর দুর্ঘটনার সাক্ষী হন অমিতাভ। তারপরেও দীর্ঘদিন হাসপাতালে ভরতি ছিলেন অভিনেতা। সেই সময় একাধিক অস্ত্রোপচারও হয় তাঁর। প্রচুর পরিমাণ রক্ত নিতে হয় বিগ বি-কে। কোনও রক্তদাতার কাছ থেকে তাঁর শরীরে হেপাটাইটিস বি-র ভাইরাস অজান্তে প্রবেশ করে। তাই তারপর থেকে তাঁকে সবসময় চিকিৎসকের পরামর্শ নিয়ে চলতে হয়। মাঝেমধ্যেই নিয়মিত পর্যবেক্ষণের কারণেই ভরতি হতে হয় হাসপাতালেও।

এদিকে, বৃহস্পতিবারই ছিল করওয়া চৌথ। হাসপাতালে থাকলেও স্ত্রীর কথা বারবার মনে পড়ছে বলেই টুইট করেন অভিনেতা। জয়ার একটি পুরনো ছবি শেয়ার করেন বিগ বি। লেখেন, ‘জয়াই পৃথিবীর শ্রেষ্ঠ স্ত্রী।’ হাসপাতালে চিকিৎসাধীন স্বামীর কল্যাণ কামনা করে নির্জলা উপবাস করে ব্রত পালন করেন অমিতাভ পত্নী।


জলঙ্গীর চর কাকমারিতে গুলিতে মৃত্যু বিএসএফ জওয়ানের

মুর্শিদাবাদের জলঙ্গীর চর কাকমারিতে গুলিতে মৃত্যু বিএসএফ জওয়ানের। সীমান্তের ওপার থেকে আসা গুলিতে মৃত্যু বলে অভিযোগ বিএসএফের। গুলিবিদ্ধ আরও এক বিএসএফ জওয়ান। সকাল ১০টা নাগাদ কাকমানিচরে ভারত-বাংলাদেশ সীমান্তে ডিউটি করছিলেন বিএসএফের হেড কনস্টেবল বিজয় ভান ও আরেক জওয়ান রাজবীর সিংহ যাদব। বিএসএফের অভিযোগ, তখনই সীমান্ত পার থেকে গুলি ছুটে আসে। গুলিবিদ্ধ হন দুই জওয়ান। মৃত্যু হয় বিজয় ভানের। রাজবীর সিংহ যাদব মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯

নতুন বছর ২০২০ তেই আসছে "কৃষ 4" ফের ভূমিকায় হৃতিক

ফিরছে ‘কৃষ’। এবারও ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে হৃতিক রোশনকে। অভিনেতা তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে তেমনই ইঙ্গিত দিয়েছেন। বাবা রাকেশ রোশনের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন তিনি। তবে শোনা যাচ্ছে, ডিরেকটরস সিটে এবার হয়তো রাকেশ রোশন থাকবেন না। সম্ভবত ছবিটি পরিচালনা করবেন সঞ্জয় গুপ্তা। যদিও হৃতিকের মতে, দ্রুত সেরে উঠছেন রাকেশ। তাই শেষ মুহূর্তে পরিচালক বদল হওয়াও আশ্চর্য নয়।

এর আগে রাকেশ রোশনের অসুস্থতার জন্য পিছিয়ে গিয়েছিল ‘কৃষ ৪’। মাস খানেক আগেই রাকেশ রোশনের ক্যানসার ধরা পড়ে। তাঁর গলায় কারসিনোমা ধরা পড়ে। তার পর থেকেই চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। বাবার মারণ রোগে আক্রান্ত হওয়ার খবর হৃতিক নিজে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। তারপর থেকেই পরিচালক তথা অভিনেতা রাকেশকে দৈনন্দিন জীবনে বেশ নিয়ম মেনে চলতে হচ্ছে।  সম্ভবত সেই কারণেই পরিচালকের ভূমিকায় দেখা যাবে না রাকেশ রোশনকে। তবে এই নিয়ে অভিনেতা বা পরিচালক, কেউ কিছু বলেননি। তবে সূত্রের খবর, অসুস্থতার কারণে পরিচালনার দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন রাকেশ। সেই আসনেই বসতে চলেছেন সঞ্জয়। সূত্রের খবর, বাবার অসুস্থতার কথা মাথায় রেখেই পরিচালক বদলের কথা ভাবেন হৃতিক।


‘কৃষ ৪’ ছবির জন্য বড়সড় বাজেট রেখেছেন প্রযোজকরা। ছবি তৈরিতে প্রায় ২৫০ কোটি টাকা খরচ হবে বলে জানা গিয়েছে। অবশ্য বেশিরভাগ টাকাটাই ভিএফএক্সের পিছনে খরচ হবে। ছবিটি আপাতত প্রি-প্রোডোকশন স্তরে রয়েছে। ২০২০ সালে ছবিটি মুক্তি পাওয়ার কথা। তবে দিন এখনও নির্ধারিত হয়নি। তবে এখনও ছবির নায়িকা কে হবেন, তা জানা যায়নি। তবে কঙ্গনা যে ছবিতে থাকবেন না তা বলাই যায়। এদিকে আবার বিয়ের পর থেকে প্রিয়াঙ্কা চোপড়াও দেশের বাইরে। তাই নায়িকা নিয়ে অতিরিক্ত উত্তেজনা রয়েছে।
কিছুদিন আগে ‘সুপার ৩০’ ছবির জন্য দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন বলিউডের গ্রিক গড। ‘ওয়ার’ ছবিতেও তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। এবার তাঁর সুপারহিরো ছবি বক্স অফিসে কতটা প্রভাব ফেলতে পারে, তাই দেখার। যদিও ‘কৃষ’ ছবির প্রথম তিনটি পর্ব দর্শকের বেশ ভাল লেগেছিল।




What is your reaction?




পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'

 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...