কথা ছিল গ্রামে ফিরবেন শুক্রবার। কফিনবন্দি নিথর দেহগুলি ফিরছে তার আগেই। ২৫০০ কিলোমিটার পেরিয়ে অবশেষে কলকাতা বিমানবন্দরে এসে পৌছল কুলগাম জঙ্গি হামলায় মৃত বাংলার পাঁচ শ্রমিকের দেহ। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বহালপুর রওনা হয়েছেন এই মরদেহ নিয়ে।
বুধবার রাত সাড়ে ১১টা নাগাদ শ্রীনগর থেকে দিল্লি হয়ে কলকাতা বিমানবন্দরে পৌঁছয় তিনজনের মরদেহ। ঘড়ির কাঁটা রাত ১২টা ছুঁইছুঁই ,তখন এল অন্য দু’টি দেহ। পাঁচটি দেহকেই আইনি প্রক্রিয়া সেরে বিমানবন্দরের বাইরে আনা হয়।
প্রিয়জনক শেষবার দেখার জন্যে রাত জাগছে গ্রাম। দেহগুলি যাতে যত দ্রুত সম্ভব বহালপুর পৌঁছে যায় তা সুনিশ্চিত করতে প্রশাসনের তরফেও যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে । বিমানবন্দরের বাইরে আগে থেকেই অপেক্ষা করছিল পাঁচটি শববাহী গাড়ি। ফুল দিয়ে সাজানো শীততাপ নিয়ন্ত্রিত গাড়িগুলির গায়ে লেখা মুখ্যমন্ত্রীর লেখা শোকবার্তা-‘নৃশংস এই হত্যাকাণ্ডে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত’। রয়েছে পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তাও।
বুধবার রাত্রি ১১টা নাগাদ বিমানবন্দরে পৌঁছে যান রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। নিরাপত্তা নিশ্চিত করতে আনা হয় কলকাতা পুলিশ ও বিধানগর পুলিশ কমিশনারেটের পুলিশকর্মীদের।
এদিন পাঁচটি মৃতদেহের পাশাপাশি আহত শ্রমিক জহিরুদ্দিনকেও আনা হয়েছে কলকাতায়। ঘটনার অভিঘাতে তিনি এখনও সন্ত্রস্ত। স্বাভাবিক ভাবে কথা বলার অবস্থাও নেই তাঁর। বিমানবন্দরে পৌঁছতেই বিশেষ অ্যাম্বুলেন্সে তাঁকে তড়িঘড়ি এসএসকেম হাসপাতালে পাঠানো হয়। সেখানেই ট্রমাকেয়ার ইউনিটে তাঁকে রাখা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন