বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯

আগামী ৭ই নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে নিষিদ্ধ গুটখা ও পানমশলা জাতীয় নেশা দ্রব্য

পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আগামী ৭ নভেম্বর থেকেই খৈনি, জর্দা, গুটকা, পান মসলা সহ চর্বণ যোগ্য সবধরনের তামাক নেশা দ্ৰৰ  বিক্রয় বন্ধ করলো রাজ্যসরকার।
আমাদের সোনার বাংলা সবুজ ঘাসে আমাদের বাংলা কে সবুজ করবে আর এই সব মাদক দ্ৰৰ মানুষের শরীরের পাশাপাশি আমাদের বাংলা কে দুষিত করবে।
রাজ্যসরকার এর এরকম পদক্ষেপ কে হাজারো প্রণাম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'

 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...