শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৯

২০১৬-র পর ফের নোটবন্দি, বন্ধ হয়ে যাবে ২০০০ টাকার নোট ? জেনে নিন পুরো সত্যিটা

২০২০ সালে কি ২০০০ টাকা বন্ধ হয়ে ফের ১০০০ টাকার নোট চালু হবে ৷ RBI কি সব ২০০০ টাকার নোট ফেরত নিচ্ছে ৷ ফের কি ২০১৬ -র পর আবার হবে নোটবন্দি, আর কি ATM থেকে ২০০০ টাকা বেরোবে ৷

এছাড়াও খবর শোনা যাচ্ছে ৩১ ডিসেম্বূর ২০১৯ -র মধ্যেই কিনোট বদলে নিতে ব্যাঙ্ক থেকে , ২০০০ টাকার সব নোট কি এরই মধ্যে ব্যাঙ্কে জমা দিয়ে দিতে হবে ৷ আসলে রিজার্ভ সম্প্রতি একটি RTI -র উত্তরে জানিয়েছে ২০১৯-২০ আর্থিক বর্ষে আর একটিও নতুন ২০০০ টাকার নোট ছাপা হয়নি ৷ এরমধ্যে আশঙ্কা আরো বড়াছে গ্রাহকেদরে কারণ বিভিন্ন ব্যাঙ্কের এটিএম থেকে ইতিমধ্যেই ২০০০ টাকার নোট বার হওয়া বন্ধ হয়ে গেছে ৷

সোশ্যাল মিডিয়ায় এই খবর এখন ভাইরাল , যে ২০১৬ সালে ডিমনিটাইজেশনে যেভাবে ৫০০ ও ১০০০ টাকার নোট তুলে নেওয়া হয়েছিল ঠিক সেই ঢঙেই নাকি বাতিল হয়ে যাবে ২০০০ টাকার নোট ৷

এটিএমের যে স্লট থেকে ২০০০ টাকার নোট বেরোয় সেটাও নাকি তুলে নেওয়া হয়নি ৷ তবে যা জানা গেছে তা অনুযায়ি কোনও ব্যাঙ্কের কাছে এখনও এ নিয়ে কোন নির্দেশিকা পাঠায়নি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷

২০০০ টাকার নোট যে সব এলাকায় পাওয়া যাচ্ছে না সেখানে সেই ২০০০ টাকার নোটের চাহিদা নেই বলেই পাঠানো হচ্ছে না ৷ কারণ কোনও জায়গার ডিমান্ডের ওপরই সাপ্লাই নির্ভর করে ৷

আরবিআইয়ের হিসাব অনুযায়ি ৫০০ টাকার নোট দেশের মোট টাকার ৫১ শতাংশ এখন রয়েছে ৷ আর দ্রুত হারে কমতে থাকা ২০০০ টাকার নোট এখন মোট টাকার ৩১.২ শতাংশ ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'

 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...