বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯

জলঙ্গীর চর কাকমারিতে গুলিতে মৃত্যু বিএসএফ জওয়ানের

মুর্শিদাবাদের জলঙ্গীর চর কাকমারিতে গুলিতে মৃত্যু বিএসএফ জওয়ানের। সীমান্তের ওপার থেকে আসা গুলিতে মৃত্যু বলে অভিযোগ বিএসএফের। গুলিবিদ্ধ আরও এক বিএসএফ জওয়ান। সকাল ১০টা নাগাদ কাকমানিচরে ভারত-বাংলাদেশ সীমান্তে ডিউটি করছিলেন বিএসএফের হেড কনস্টেবল বিজয় ভান ও আরেক জওয়ান রাজবীর সিংহ যাদব। বিএসএফের অভিযোগ, তখনই সীমান্ত পার থেকে গুলি ছুটে আসে। গুলিবিদ্ধ হন দুই জওয়ান। মৃত্যু হয় বিজয় ভানের। রাজবীর সিংহ যাদব মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'

 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...