বুধবার, ২৯ মে, ২০১৯

আগামী 18 ই জুন শুরু হচ্ছে কল্যাণী ইউনিভার্সিটির পার্ট -2 এর পরীক্ষা, দেখেনিন কবে কোন পরীক্ষা

প্রকাশিত হলো কল্যাণী ইউনিভার্সিটির পার্ট -2 এর পরীক্ষার রুটিন

দেখেনিন কবে কখন কোন পরীক্ষা।আগামী 18 ই জুন শুরু হচ্ছে পরীক্ষা।18 তারিখ অনার্স পেপার পরীক্ষা শুরু হচ্ছে 12 AM । খুব একটা সময় নেই পরীক্ষা প্রস্তুতি সঠিকভাবে নিয়ে এগিয়ে চলুন। সমস্ত পরীক্ষার্থী কে জানাই শুভেচ্ছা ও শুভকামনা।





রবিবার, ২৬ মে, ২০১৯

সোমবার সকালেই প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিকের ফল, সব তথ্য হাতের কাছে রাখুন...

       হাইলাইটস


  • সোমবার নির্ধারিত সময়ে পরীক্ষার ফল প্রকাশ করবে সংসদ। সকাল ১০ টায় সাংবাদিক বৈঠকে ঘোষণা করা হবে মেধা তালিকা।
  • এরপর বেলা ১১টা থেকে সংসদের এবং অন্যান্য ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন ছাত্র-ছাত্রীরা।
  • সকাল ১১টা থেকে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে wbbse.org থেকে ফলাফল জানা যাবে।


সোমবার নির্ধারিত সময়ে পরীক্ষার ফল প্রকাশ করবে সংসদ। সকাল ১০ টায় সাংবাদিক বৈঠকে ঘোষণা করা হবে মেধা তালিকা। এরপর বেলা ১১টা থেকে সংসদের এবং অন্যান্য ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন ছাত্র-ছাত্রীরা। সকাল ১১টা থেকে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে wbbse.org থেকে ফলাফল জানা যাবে।
এই বছর পরীক্ষা শুরু হয়েছিল ২৬ ফেব্রুয়ারি, শেষ হয় ১৩ মার্চ। পরীক্ষা শেষের ৭৮ দিনের মাথায় ফল প্রকাশ করা হচ্ছে। মোট পরীক্ষার্থী ছিল ৮ লক্ষ ১৬ হাজার ২৪৩ জন। সকাল সাড়ে দশটার পর বিভিন্ন ক্যাম্প অফিস থেকে মার্কশিট ও শংসাপত্র দেওয়া হবে। ১১ টার পরে ফল জানা যাবে , www.exametc.com, www.results.shiksha, www.westbengal.shiksha, www.westbengalonline.in, www.indiaresults.com ওয়েবসাইটে। এসএমএসে ফল জানতে হলে লিখতে হবে WB12 তার পর স্পেস দিয়ে রোল নম্বর লিখে পাঠিয়ে দিতে হবে ৫৪২৪২ অথবা ৫৬৭৬৭৫০ নম্বরে।

বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৯

শোচনীয় হার, ইস্তফা দিচ্ছেন রাহুল গান্ধী! জরুরি বৈঠক

নয়াদিল্লি: শোচনীয় হার৷ সব থেকে খারাপ ফলও বটে৷ নিজেও হেরেছেন আমেঠি থেকে৷ তাঁর নেতৃত্বে দল ১০০টাও আসন নিশ্চিত করতে না পারায় নিজের পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছেপ্রকাশ রাহুল গান্ধীর৷ সূত্রের খবর, আজ ফলাফলের ট্রেন্ড দেখে মা সোনিয়ার সঙ্গে দেখা করেন রাহুল গান্ধী৷ ছিলেন প্রিয়াঙ্কাও৷ মা ও বোনের সামনে সর্বভারতীয় সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানান রাহুল গান্ধী৷


ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশের পাশাপাশি হারের দায় নিজের ঘাড়ে নেন রাহুল৷ জানিয়ে দেন, যেহেতু তিনি নিজে নির্বাচনে হেরেছেন ও দলের শোচনীয় হার হয়েছে, তাই তিনি ইস্তফা দিতে চান৷ পরে মা সোনিয়া রাহুলকে বোঝানোর চেষ্টা করেন৷ কেন দলের এই অবস্থা? তা পর্যালোচনার জন্য আগামী সপ্তাহে ওয়ারকিং কমিটির জরুরি বৈঠকে ডাকার কথাও জানান সোনিয়া৷ সেখানে গোটা বিষয়টি আলোচনা করা হবে বলে সূত্রের খবর৷ ওই বৈঠকের পরই খুব সম্ভবত ইস্তফা দেওয়ার প্রসঙ্গটি উঠবে৷
তবে, গোটা বিষয়টি উড়িয়ে দিয়েছেন কংগ্রেসের মুখপাত্র রনদীপ সিং সুরজিওয়ালা৷ কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী পদত্যাগের প্রস্তাব ভুয়ো বলেও জানান তিনি৷ কর্মীদের মনোবল ভাঙতেই এই জল্পনা ছড়ানো হচ্ছে বলেও জানান তিনি৷

এদিন হার স্বীকার করেও বৃহস্পতিবার বিকালে মোদীকে বার্তা পাঠালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ আমেঠিতে হারের দায় নিজের ঘাড়ে চাপিয়ে স্মৃতি ইরানিকে শুভেচ্ছা জানালেন সোনিয়া পুত্র৷ একই সঙ্গে মোদিকেও অভিনন্দন জানান তিনি৷
Reports of Congress President Rahul Gandhi offering resignation are incorrect, says Randeep Singh Surjewala. When asked on fixing responsibility for loss, Rahul Gandhi said, "This is between my party and I. Between me and the Congress CWC." pic.twitter.com/vaTGPNCz7a

View image on Twitter

201 people are talking about this
সংক্ষিপ্ত সাংবাদিক বৈঠক করে রাহুল জানিয়ে দেন, ‘‘আমাদের মতাদর্শগত বিরোধ আছে৷ তবুও আমি নরেন্দ্র মোদিকে অভিবাদন জানাচ্ছি, নতুন সরকার গঠনের জন্য৷ আমাদের আদর্শের পার্থক্য থাকলেও নরেন্দ্র মোদিকে আমি আমার প্রেম দিতে চাই৷ আমাকে যে ভাষায় আক্রমণ করা হয়েছে, তার পাল্টা হিসাবে মোদিকে প্রেম দিয়ে কথা বলব৷’’ দলের কর্মীদের বলেন, ‘‘আমি আমার দলের কর্মীদের বলব, হতাশ হবেন না৷ দুঃখ পাবেন না৷ আমরা লড়াইয়ে আছি৷ আপনাদের পাশেই আছি৷’’

শোচনীয় হার, ইস্তফা দিচ্ছেন আরও এক মুখ্যমন্ত্রী!


কর্ণাটক: দীর্ঘ লড়াই করে গড়েছেন সরকার৷ কিন্তু, সরকার গঠনের পর থেকেই একাধিক বার ইস্তফা দেওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন মুখ্যমন্ত্রী কুমারস্বামী৷ এবার খারাপ ফলাফলের জেরে ইস্তফা দিতে পারেন কর্নাটকের জোট সরকারের মুখ্যমন্ত্রী কুমারস্বামী৷

আশঙ্কা আগেই ছিল, এই রাজ্যে কংগ্রেসের বিক্ষুব্ধ নেতাদের সামলে রাখা গেলে কংগ্রেস যদি খারাপ ফল করে, সেক্ষেত্রে তাদের আর আটকে রাখা যাবে না৷ ফল প্রকাশের পরই সেই জল্পনা আরও জোরালো হল৷ সোমবারই মুখ্যমন্ত্রী হিসেবে একবছর পূর্ণ করেছেন কুমারস্বামী৷ একবছর এক দিনের মাথায় সরকার পতনের জোর জল্পনা শুরু হয়েছে৷

ফলাফল বলছে, মোট ২৮টি আসনের মধ্যে বিজেপি জোট একায় ২৪টি আস দখল করার পথে৷ কংগ্রেস জেডিএসের দখলে আসতে চলেছে মাত্র ৪টি আসন৷ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নতুন করে ঘোড়া কেনা বেচার আশঙ্কায় ইস্তফা দেওয়ার পথে হাঁটতে পারেন মুখ্যমন্ত্রী৷ আশঙ্কা, ফল প্রকাশের পর কংগ্রেসের একাংশ দল ত্যাগ করে বা জোট থেকে সমর্থন প্রত্যা করতে পারেন৷ সেক্ষেত্রে শাসকের চেয়ারে বসা হবে না তাঁর। ইতিমধ্যেই কুমারস্বামী সরকার ভেঙে দেওয়ার হুমকি ইতিমধ্যেই দিয়ে রেখেছেন কেন্দ্রীয় মন্ত্রী ডি ভি সদানন্দ গৌড়৷

শোচনীয় হার, ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী

: হার নিশ্চিত দেখে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন চন্দ্রবাবু নায়েডু৷ মাত্র ২৫টি আসনে এগিয়ে থাকার খবর পেয়ে নিজের পদ থেকে ইস্তফা দিলেন তেলেগু দেশম পার্টির প্রধান৷ কম বেশি ১৫০টি আসনে পেয়ে অন্ধ্রপ্রদেশে সরকার গড়তে চলেছে YSR কংগ্রেস৷

অন্ধ্রপ্রদেশে একই সঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচন নেওয়া হয়৷ লোকসভার ২৫টি ও বিধানসভার ১৭৫টি কেন্দ্র হয় লড়াই৷ এবারের পরিস্থিতি মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর কাছে ছিল চ্যালেঞ্জের৷ এবারের নির্বাচনে তাঁকে ওয়াইএসআর ও কংগ্রেসের বিরুদ্ধে একাই মুখোমুখি হতে হয়৷


Andhra Pradesh assembly election trends: YSRCP leading on 149 seats, TDP leading on 25 seats and Janasena Party leading on 1 seat
140 people are talking about this


বিজেপির সমর্থন তিনি পাননি৷

বিজেপির সমর্থন তিনি পাননি৷ বরং দিল্লিতে সরকার গঠনের দিকে বেশি মোন দিয়েছিলেন৷ লড়াই দিয়েছেন অভিনেতা থেকে নেতা হওয়া পবন কল্যানের দল জনসেনার৷ জোটের রাস্তায় না হেঁটে তিনটি দলই আলাদা আলাদা লড়াই এবারের নির্বাচনে। ২০১৪ সালের প্রাপ্ত ভোটের হার বলছে টিডিপি আর বিরোধীদের মধ্যে শতাংশের নিরিখে খুব একটা তফাৎ নেই। শাসকদল পেয়েছিল ৪৭.৭ শতাংশ ভোট আর বিরোধীরা পেয়েছিল ৪৫.৪ শতাংশ ভোট।  মানে ২ শতাংশের মতো ভোট বেশি পেয়েছিল টিডিপি৷


মঙ্গলবার, ২১ মে, ২০১৯

আত্মহত্যা করতে চেয়ে রাষ্ট্রপতিকে চিঠি ৪৫০ চিকিৎসকের

২৩ মে লোকসভা নির্বাচনের ফলাফল৷ দেশ গড়তে দায়িত্ব নেবে নতুন সরকার৷ কিন্তু, দেশের দায়িত্ব নেওয়ার আগে চূড়ান্ত অস্বস্তি পড়তে চলেছে নতুন৷ সৌজন্যে ডাক্তারদের গণবিদ্রোহ৷ গণ-আত্মহত্যা করতে চেয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি ৪৫০ জন চিকিৎসকের৷
কিন্তু, হঠাৎ কেন এই বিদ্রোহ? গণ-আত্মহত্যা আবেদন কেন? জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বেতনের সমস্যায় ভুগছেন দিল্লির হিন্দু রাও হাসপাতালের ডাক্তাররা৷ তাঁদের দাবি, বছরের অন্তত দু’তিনবার তাঁদের বেতন বন্ধ হয়ে যায়৷ তখন দিল্লির নগর নিগমে হত্যে দিতে হয়৷ কিন্তু, তাতেও মেটেনি সুরহা৷ দীর্ঘ দিন ধরে বেতন না পেয়ে সোমবার থেকে ধর্মঘটেরও নেমেছেন চিকিৎসকরা৷ ধর্মঘটের পরও সরকারের তরফে কোনও পদক্ষেপ না নেওয়ায় অবশেষে গণ-আত্মহত্যা করতে চেয়ে রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের কাছে আর্জি চিকিৎসকদের৷

হিন্দু রাও হাসপাতালের ডাক্তারদের দাবি, তাঁদের বেতন বন্ধ হতে হতে এমন অবস্থা তৈরি হয়েছে, বর্তমানে তাঁরা প্রত্যেকেই তীব্র আর্থিক সঙ্কটে ভুগছে৷ এমনকী পরিবার চালানো দুঃসাধ্য হয়ে পড়েছে৷ এই অবস্থায় তাঁদের সামনে আত্মহত্যা করা ছাড়া আর কোনও পথ খোলা নেই৷ আর তাই ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দকে ৪৫০ জন ডাক্তার চিঠি লিখে আইনসঙ্গতভাবে আত্মহত্যা করার জন্য অনুমতি চেয়েছেন৷

সোমবার, ২০ মে, ২০১৯

WB Madhyamik Result 2019: আগামিকাল মাধ্যমিকের ফল, জেনে নিন কীভাবে দেখবেন রেজাল্ট

 রাত পোহালেই মাধ্যমিকের ফলাফল। ভোটের আবহেই মাধ্যমিকের ফলাফল প্রকাশ হতে চলেছে। গত ৮ মে ফলাফলের তারিখ ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) । আগামিকাল সকাল ১০টার পর থেকে পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইট www.wbbse.org-এ ফলাফল জানা যাবে।

এছাড়াও যে সমস্ত ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন সেগুলি নিচে দেওয়া হল।  www.wbbse.org, www.wb.allresults.nic.in (এখনও চালু হয়নি), এবং www,examresults.net, www.exametc.com, www.indiaresult.com, www.result.shiksha

ওয়েবসাইট ছাড়াও এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে। WB <রোল নম্বর> পাঠিয়ে দিতে হবে 54242/ 56263/58888 নম্বরে। এছাড়াও আপনার মোবাইল নম্বরটি প্রি রেজিস্টার করতে পারেন, এতে রেজাল্ট বেরনো মাত্রই এসএমএস পৌঁছে যাবে আপনার কাছে। তার জন্য www.exametc.com-এ মোবাইল নম্বর এবং রোল নম্বর দিয়ে রেজিস্টার করুন। বা গুগুল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন Madhyamik Result 2019 বা www.result.shiksha অ্যাপগুলি।

গত ১২ ফেব্রুয়ারি শুরু হয়ে ২২ ফেব্রুয়ারি শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শেষ হওয়ার ৮৮ দিনের মাথায় ফলপ্রকাশ করতে চলেছে পর্ষদ ৷ এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ১০.৬৬ লক্ষ। 

পড়ুয়াদের জন্যে ভালো খবর, ডাক্তারিতে ১০% আসন বাড়াচ্ছে মমতা সরকার

কলকাতা : আর্থিকভাবে দুর্বল পড়ুয়াদের জন্য চলতি বছর থেকেই ১০% ডাক্তারি আসন বাড়ছে রাজ্যে। বর্ধিত আসনগুলি শুধুমাত্র তাঁদের জন্যই সংরক্ষিত থাকবে বলে জানা গিয়েছে।

বর্তমানে পশ্চিমবঙ্গে প্রায় ২,৬০০ এমবিবিএস আসন রয়েছে। আসন বৃদ্ধির জন্য স্বাস্থ্যভবন থেকে লিখিত আকারে গত বুধবার প্রস্তাব পাঠানো হয় মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়াকে (এমসিআই)। গত শীতকালীন অধিবেশনে উচ্চশিক্ষার ক্ষেত্রে গরিবদের জন্য ১০% আসন সংরক্ষণ সংক্রান্ত বিল পাশ হয়। সেই সূত্রেই গত মাসে এমসিআই বিভিন্ন রাজ্য সরকারকে চিঠি লিখে জানায়, সংরক্ষণের জন্য কেউ আসন বৃদ্ধি করতে চাইলে বর্তমান পরিকাঠামো দেখেই তার অনুমোদন দেওয়া হবে।

এরজন্য এমসিআইয়ের কাছে নির্দিষ্ট সময়সীমার (১৫ মে) মধ্যে শুধুমাত্র আবেদন করতে হবে। সেইমতো ওইদিন দিল্লিতে আবেদনপত্র পাঠান হয়। পশ্চিমবঙ্গের পাশাপাশি অন্য বেশ কয়েকটি রাজ্যও একই পথে হাঁটছে বলে জানাচ্ছেন এমসিআই আধিকারিকরা।

রাজ্য স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, এমবিবিএসে ভর্তির সময় ১,০০০ টাকা ও বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রেশনের জন্য ২,০০০ টাকা লাগে। পাঁচ বছরের কোর্সের জন্য প্রতি মাসে ৭৫০ টাকা টিউশন ফি’ও দিতে হয়। পাশাপাশি, এমবিবিএস পাঠ্যক্রমে বিশ্ববিদ্যালয়ের তরফে যে মূল চারটি পরীক্ষা নেওয়া হয়, সেই প্রতিটি পরীক্ষার জন্য ২,০০০ টাকা করে পরীক্ষার ফি’ও দিতে হয় ছাত্রছাত্রীদের।

আগামিদিনে সংরক্ষিত আসনে ভর্তি গরিব পড়ুয়াদের এই খরচের বোঝা আর বইতে হবে না। গরিব ছাত্রছাত্রীদের জন্য আসন্ন শিক্ষাবর্ষে যেমন এমবিবিএস পাঠ্যক্রমে সংরক্ষণ চালু হচ্ছে, ঠিক তেমনই আগামী বছর থেকে এই ১০% সংরক্ষণ চালু হবে স্নাতকোত্তর এমডি-এমএস কোর্সের ক্ষেত্রে বলে জানা গিয়েছে।

শনিবার, ১৮ মে, ২০১৯

ভোটের ময়দানে ফিরছেন বুদ্ধদেব! ধ্বনিত হবে, ‘লাল সালাম কমরেড…’

কলকাতা: অশক্ত শরীর৷ তবুও জেদ করে ছুটি গিয়েছিলেন ব্রিগেডে৷ তবে, আক্সিজেনের অভাবে উঠতে পারেননি মঞ্চে৷ তবুও, তাঁর উপস্থিতি লাল ব্রিগেডে এনে দিয়েছিল বাড়তি আবেগ৷ জুগিয়েছিল অক্সিজেন৷ বুদ্ধদেব ভট্টাচার্যের উপস্থিতিতেই ধ্বনিত হয়েছিল, ‘লাল সালাম কমরেড৷’ সেই শেষ দেখা৷ এবার, শেষ দফার ভোটেও দেখা যেতে চলেছে অশক্ত বুদ্ধদেবকে৷
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠমহলে জানিয়ে দিলেন, ভোট দিতে যাবেন তিনি৷ সংবাদমাধ্যমে বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরাদেবী জানিয়েছেন, শরীরের জন্যে প্রচারে না গেলেও তিনি ভোট দিতে যাবেন৷ এবার লোকসভার প্রচার মরশুমে বেরতে পারেননি বুদ্ধবাবু৷ তবে, দলীয় কর্মীদের চাঙ্গা করতে গিয়ে কলম ধরে মোদি-মমতাকে কাঠগড়ায় তুলেছেন তিনি৷ রাজ্যে চূড়ান্ত নৈরাজ্যের মুহূর্তে শেষ দফা নির্বাচনের আগে বুদ্ধকে একঝলক দেখতে মুখিয়ে বাংলা

বৃহস্পতিবার, ১৬ মে, ২০১৯

কলেজে ছাত্র ভর্তি প্রক্রিয়ায় বড়সড় পরিবর্তন

৭৪ দিনের মাথায় আগামী  ২৭ মে প্রকাশিত হতে চলেছে এবারের উচ্চ মাধ্যমিকের ফল৷ সংসদের তরফে ফল প্রকাশের দিনক্ষণ চূড়ান্ত করতেই ছাত্র ভর্তি প্রক্রিয়ায় হাত লাগাল কলকাতা বিশ্ববিদ্যালয়৷ ছাত্র ভর্তির ক্ষেত্রে তোলাবাজি, হেনস্তার এড়াতে এবার কলেজে ভর্তির পুরো প্রক্রিয়া হবে অনলাইনে৷ সিদ্ধান্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের৷
কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে গুচ্ছ নির্দেশ জারি করে জানানো হয়েছে, ভর্তির আবেদন থেকে শুরু করে কাউন্সেলিং ও কলেজের ক্লাস শুরু না হওয়া পর্যন্ত গোটা বিষয়টিই অনলাইনে হবে৷ ভর্তির জন্য কোনও ভাবেই কলেজের চৌকাঠে পা রাখার প্রয়োজন হবে না৷ গোটা বিষয়টি অনলাইনে হবে৷ কোথাও কোনও সমস্যা হলে ফোন খোলা থাকবে বলেও জানানো হয়েছে৷
কলকাতা বিশ্ববিদ্যালয়েরর তরফে জানানো হয়েছে, ৬ জুলাই পর্যন্ত চলবে স্নাতকে ভর্তির প্রক্রিয়া৷ ১২ জুন থেকে শুরু করতে হবে কলেজে ভর্তির প্রক্রিয়া৷ ১০ জুনের মধ্যে কলেজে কলেজে মেধাতালিকা প্রকাশিত হবে৷  জুলাইয়ের প্রথম সপ্তাহে শুরু করতে হবে ক্লাস৷

সোমবার, ১৩ মে, ২০১৯

ধেয়ে আসছে বৃষ্টি, সঙ্গে তুমুল ঝড়ের পূর্বাভাস নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূমে

              বহরমপুরে শুরু হয়েছে তীব্র ঝড়

 তীব্র দাবদাহ থেকে রক্ষা৷ অবশেষে বৃষ্টি নামছে বাংলায়৷ হাওয়া অফিসের তরফে জাননো হয়েছে, আগামী তিন ঘণ্টায় রাজ্যের তিন জেলায় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ সঙ্গে তুমুল ঝড়ের আশঙ্কা৷  ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের৷ হাওয়া অফিস জানিয়েছে, সাড়ে ছ’টা সাতটা নাগাদ মালদহ, মুর্শিদাবাদ ও বীরভূমে ঝড় ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে৷ ইতিমধ্যেই আলিপুরদুয়ারে শিলাবৃষ্টি চলছে মুষলধারে৷ অতিবৃষ্টির জেরে চা বাগানের ব্যাপর ক্ষয়ক্ষতির আশঙ্কাও তৈরি হয়েছে৷ শিলাবৃষ্টি হয়েছে কালচিনির খোকলা ও সেন্ট্রাল ডুয়ার্স এলাকায়৷ শিলাবৃষ্টির সঙ্গে হয় ঝড় পরিস্থিতি বেগতিক হয়ে উঠেছে৷ তবে, ওই তিন জেলায় বৃষ্টি হওয়ার দরুন তাপমাত্রা কিছুটা হলেও নিয়ন্ত্রণে থাকবে বলেই আশা করা হচ্ছে 

‘১৯৮৮-তেই ব্যবহার করেছি ডিজিটাল ক্যামেরা’, মোদির মন্তব্যে হাসির রোল

 “মেঘের আড়ালে পাকিস্তানের রাডার কাজ করবে না। তাই মেঘলা দিনেই সেনা জওয়ানদের এয়ারস্ট্রাইক করার নির্দেশ দিয়েছিলাম।” প্রধানমন্ত্রীর এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়েছে নেটদুনিয়ায়। এবার, প্রধানমন্ত্রীর সাক্ষাৎকারের আরও একটি ক্লিপ ভাইরাল হয়েছে। যাতে মোদিকে বলতে শোনা যাচ্ছে, তিনি নাকি ১৯৮৮ সালেই ডিজিটাল ক্যামেরা ব্যবহার করেছিলেন। সেই ক্যামেরা থেকে নাকি লালকৃষ্ণ আডবানীর রঙিন ছবিও তুলে দিয়েছিলেন মোদি। এমনকী সেই সময়ই ইন্টারনেট ব্যবহার করে ই-মেল করতেন প্রধানমন্ত্রী। মোদির এই বক্তব্য নিয়েই হাসির রোল উঠছে নেটদুনিয়ায়। আসলে, প্রধানমন্ত্রী যে সময় ডিজিটাল ক্যামেরা এবং ইন্টারনেট ব্যবহার করার কথা বলছেন, সেসময় ভারতে ডিজিটাল ক্যামেরা পা-ই রাখেনি, ইন্টারনেট ব্যবহারও শুরু হয়নি।
সাক্ষাৎকারে ঠিক কী বলেছিলেন মোদি? নিউজ নেশন নামের বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন,”১৯৮৭-৮৮ সাল নাগাদ আমি প্রথমবার ডিজিটাল ক্যামেরা ব্যবহার করি। সেসময় খুব কম মানুষেরই ইমেল আইডি ছিল। তো আডবানীজির একটা জনসভা ছিল, আমি আমার ডিজিটাল ক্যামেরাটা দিয়ে তাঁর একটা ছবি তুলেছিলাম। সেসময় ডিজিটাল ক্যামেরা বড়সড় ছিল। তো ছবিটা তুলে আমি দিল্লিতে পাঠিয়ে দিই। একটি রঙিন ছবি ছাপা হয়েছিল। সবাই চমকে গিয়েছিল রঙিন ছবি দেখে। এমনকী আডবানীজিও চমকে যান। বলেন, আজ আমার রঙিন ছবি ছাপা হল কীভাবে!”
কিন্তু, মোদির এই বক্তব্য প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় তাঁকে নিয়ে হাসির রোল পড়ে যায়। নেটিজেনদের দাবি, যে সময় মোদি ডিজিটাল ক্যামেরা ব্যবহার করার দাবি করছেন, সেসময় ভারতে ডিজিটাল ক্যামেরা পাওয়ায় যেত না। ইতিহাস বলছে, ভারতে প্রথম ডিজিটাল ক্যামেরা বিক্রি শুরু হয় ১৯৯০ সাল নাগাদ। এদিকে, মোদি বলছেন ১৯৮৮ সালেই তিনি ই-মেল ব্যবহার করেছেন। কিন্তু ভারতে সরকারিভাবে ই-মেল চালু হয় ১৯৯৫ সালে। স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর এই দাবি হজম হয়নি নেটিজেনদের। তাঁরা মোদির এই বক্তব্য তুলে তাঁকে ইচ্ছেমতো ট্রোল করা শুরু করেছেন। কেউ বলছেন, মোদির মতো মিথ্যুক কেউ হতেই পারে না। আবার কেউ বলছেন, এমন একজন মিথ্যুক ভারতের প্রধানমন্ত্রী, এটা লজ্জার।


Embedded video
Modi had digital camera in 1988 and used email service in 1988.

FYI - The first digital camera came into existence in 1990 and email service in India was introduced in 1995.

Who care about facts. Whatever Modiji says is the Truth.
68 people are talking about this

বুধবার, ৮ মে, ২০১৯

রমজান শুরুতেই মসজিদে বিস্ফোরণ, বহু মৃত্যুর আশঙ্কা

রমজান মাসের শুরুতেই বিস্ফোরণে কেঁপে উঠল লাহোর৷ বুধবার সকালে, পঞ্জাব প্রদেশের একাদশ শতকের দাতা দরবার দরগার প্রধন ফটকের বাইরে বিস্ফোরণ হয়। এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর মিলেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। আহত কমপক্ষে ২৪জন।
সুফি দরগার সামনে রাখা একটি পুলিশের গাড়ি লক্ষ্য করেই বিস্ফোরণ ঘটনা হয় বলে সূত্রের খবর৷ আত্মঘাতী বিস্ফোরণ বলে অনুমান পুলিশের৷ তিন পুলিসকর্মী, একজন নিরাপত্তাকর্মী ও একজন নাগরিক সহ ১০ জনের মৃত্যুর খবর মিলেছে। কলম্বোর ধর্মীয় স্থানে বিস্ফোরণে ঘটনার পরে, ফের মসজিদের হামলায় চিন্তিত সমাজবিদরা।

সোমবার, ৬ মে, ২০১৯

রমজানের চাঁদ দেখা গেলো,ভোর থেকে শুরু হচ্ছে সেহেরী


দেশের বিভিন্ন জায়গায় সোমবার সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এই নতুন চাঁদ নিয়ে আসলো মুসলিম সমাজের অন্দরে এক নতুন অনুভূতি।
সোমবার রমজানের চাঁদ দেখার পর এসার নামাজের পর তারাবীর নামাজ পড়লো মুসল্লীরা। সোমবার দিবাগত শেষ রাতে মুসল্লীরা সেহেরী খাবেন।

ধর্মপ্রাণ মুসলিমদের কাছে রমজান মাস আত্মশুদ্ধি তথা ইবাদতের মাস

#CBSE10THRESULT: ৫০০-য় ৪৯৯ পেয়ে রেকর্ড গড়ল ১৩ পড়ুয়া

কলকাতা: ভোটের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই প্রকাশিত হল সিবিএসই পরীক্ষার দশম শ্রেণির ফলাফল৷ মাত্র ২৮ দিনের মাথায় গত ২ মে দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশিত হয়৷ এখন থেকেই বোর্ডের ওয়েবসাইট থেকে ফলাফল জানা যাবে৷ এই প্রথম ৪৯৯ পেয়ে প্রথম স্থান দখল করছে ১৩ পড়ুয়া৷ এবার পাসের হার ৯১.১ শতাংশ৷


Bhavana N Sivadas from Kerala is the all India topper in CBSE Class-10th Exams with 499 marks out of 500.
Bhavana N Sivadas from Kerala and 12 other students secured 499 out of 500 marks in Class X examinations. pic.twitter.com/9c1SqyuOMe

মেয়েদের পাশের হার ৯২.৪৫ শতাংশ৷ ছেলেদের পাশের হার ৯০.১৪ শতাংশ৷ রুপান্তরকামীদের পাশের হার ৯৪.৭৪ শতাংশ। এদিন সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ যাবেদকর৷ এবছর প্রায় ১৬ লাখ পরীক্ষার্থী পাশ করেছে এবছর। স্মৃতি ইরানি টুইট করে জানিয়েছেন ৮২ শতাংশ নম্বর পেয়ে পাশ করেছে তাঁর মেয়ে।
ওয়েবসাইটগুলি হল, cbse.nic.in, cbseresults.nic.in and results.nic.in.। এছাড়া গুগলে গিয়ে লিখুন CBSE Exam, class 10. সার্চ রেজাল্টে প্রথমেই একটি ফর্ম আসবে ডিসপ্লেতে, যেখানে নথিভুক্ত করতে হবে রোল নম্বর, সেন্টার নম্বর, স্কুল নম্বর, অ্যাডমিট কার্ড আইডি, তারপর ক্লিক করলেই দেখা যাবে ফলাফল৷ 

শনিবার, ৪ মে, ২০১৯

BREAKING NEWS: ভারতের সীমান্তে তীব্র ভূমিকম্প

নয়াদিল্লি: ফণীর রেশ কাটতে না কাটতেই ভারতের সীমান্তে তীব্র ভূমিকম্প। শনিবার বিকেলেই কম্পন অনুভূত হয় ভারতের সীমান্তে।
এদিন বিকেল ৪টে ৩৩মিনিটে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্র ছিল ৫.৪। কম্পনের প্রভাব পড়েছে ভারত ও মায়ানমারে।
ভারতের নাগাল্যান্ডের মন থেকে ৯৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ওই কম্পন হয়। কম্পনের উৎসস্থলের গভীরতা ছিল ১০০ কিলোমিটার। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
আগেই অবশ্য ভূমিকম্প সংক্রান্ত সতর্কবার্তা দিয়েছিলেন ভূতত্ত্ববিদরা। ৮ মাত্রার কম্পন হতে পারে বলেও সাবধান করা হয়েছিল। যা নাকি মারাত্মক ক্ষতির মুখে ফেলতে পারে বিশ্বকে৷ ৮ মাত্রার একটি ভূমিকম্পের সাবধানবাণী শোনাচ্ছেন ভূতত্ববিদরা৷
গত ২ মে ওই সতর্কবার্তায় বলা হয়, সৌরজগতের অবস্থানগত কিছু পরিবর্তনের জন্য পৃথিবীতে এই ভূমিকম্প দেখা দিতে পারে৷ বৈজ্ঞানিক পরিভাষায় একে বলা হচ্ছে ক্রিটিক্যাল জিওমেট্রি৷ ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ডিট্রিনিয়াম জানাচ্ছে সৌরজগতে বুধ, মঙ্গল ও নেপচুন গ্রহের অবস্থানগত পরিবর্তনের কারণে ফল ভুগতে হতে পারে পৃথিবীকে৷ পরিবর্তন হবে সূর্যের অবস্থানেরও৷ ফলে এর সরাসরি প্রভাব পড়বে পৃথিবীর ওপর৷
গ্রহ ও সূর্যের পারস্পরিক টান ও মাধ্যকর্ষণ শক্তির বাড়া কমার প্রভাবেই এই কম্পনের সূত্রপাত বলে জানা গিয়েছে৷ বিজ্ঞানী ও ডিট্রিনায়াম ওয়েবসাইটের সম্পাদক ফ্রাংক হুগারবিটস জানাচ্ছেন মাধ্যকর্ষণ শক্তির প্রভাবে পৃথিবীর টেকটনিক পাতের ওপর অতিরিক্ত চাপ তৈরি হবে৷ ফলে এই পাতগুলিও একে অপরের দিকে সরে আসতে পারে৷
মে মাসের ৪ তারিখের মধ্যে এই ভূমিকম্পের আশঙ্কা করা হয়েছিলল আর শনিবারই ৪ মে।

বৃহস্পতিবার, ২ মে, ২০১৯

ফণি আতঙ্কের মধ্যে এবার জারি হল প্রবল ভূমিকম্পের আগাম সতর্কতা

ঘূর্ণিঝড় ফণির আশঙ্কায় সতর্ক দেশবাসী। ইতিমধ্যেই জারি হয়েছে উচ্চ সতর্কতা। নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। উচ্চপর্যায়ের বৈঠকে বসেন নরেন্দ্র মোদী। এর মধ্যেই এল ভূমিকম্পের সতর্কতা। 
আবহাওয়া দফতরের মতো ভূমিকম্পের পূর্বাভাস দেয় ডিট্রিয়ানাম নামে একটি সংস্থা। গ্রহ-নক্ষত্রের অবস্থান খতিয়ে দেখে তাদের দাবি, শুক্রবার প্রবল ভূমিকম্প হতে পারে। 
ডিট্রিয়ানাম জানিয়েছে, বুধ, শুক্র ও নেপচুন একই সরল রেখায় অবস্থান করছে। ওদিকে পৃথিবী, চাঁদ ও নেপচুন। আর এর ফলে বিশ্বের যে কোনওপ্রান্তে হতে পারে প্রবল ভূমিকম্প। 
রিখটার স্কেলে কম্পনের মাত্রা হতে পারে ৮। এই একই অবস্থানে ১৯০৬ সালে ভূমিকম্প হয়েছিল দক্ষিণ আমেরিকায়। 
১৯০৬ সালের ৩১ জানুয়ারি দক্ষিণ আমেরিকার ইকুয়েডর উপকূলে প্রশান্ত মহাসাগরে ৮.৮ মাত্রার ভূমিকম্প হয়েছিল। ২০১২ সালের ১১ এপ্রিল সুমাত্রার উপকূলে দুটি ভূমিকম্প হয়েছিল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৮। 

পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'

 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...