কলকাতা: ভোটের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই প্রকাশিত হল সিবিএসই পরীক্ষার দশম শ্রেণির ফলাফল৷ মাত্র ২৮ দিনের মাথায় গত ২ মে দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশিত হয়৷ এখন থেকেই বোর্ডের ওয়েবসাইট থেকে ফলাফল জানা যাবে৷ এই প্রথম ৪৯৯ পেয়ে প্রথম স্থান দখল করছে ১৩ পড়ুয়া৷ এবার পাসের হার ৯১.১ শতাংশ৷
মেয়েদের পাশের হার ৯২.৪৫ শতাংশ৷ ছেলেদের পাশের হার ৯০.১৪ শতাংশ৷ রুপান্তরকামীদের পাশের হার ৯৪.৭৪ শতাংশ। এদিন সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ যাবেদকর৷ এবছর প্রায় ১৬ লাখ পরীক্ষার্থী পাশ করেছে এবছর। স্মৃতি ইরানি টুইট করে জানিয়েছেন ৮২ শতাংশ নম্বর পেয়ে পাশ করেছে তাঁর মেয়ে।
ওয়েবসাইটগুলি হল, cbse.nic.in, cbseresults.nic.in and results.nic.in.। এছাড়া গুগলে গিয়ে লিখুন CBSE Exam, class 10. সার্চ রেজাল্টে প্রথমেই একটি ফর্ম আসবে ডিসপ্লেতে, যেখানে নথিভুক্ত করতে হবে রোল নম্বর, সেন্টার নম্বর, স্কুল নম্বর, অ্যাডমিট কার্ড আইডি, তারপর ক্লিক করলেই দেখা যাবে ফলাফল৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন