রবিবার, ২৬ মে, ২০১৯

সোমবার সকালেই প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিকের ফল, সব তথ্য হাতের কাছে রাখুন...

       হাইলাইটস


  • সোমবার নির্ধারিত সময়ে পরীক্ষার ফল প্রকাশ করবে সংসদ। সকাল ১০ টায় সাংবাদিক বৈঠকে ঘোষণা করা হবে মেধা তালিকা।
  • এরপর বেলা ১১টা থেকে সংসদের এবং অন্যান্য ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন ছাত্র-ছাত্রীরা।
  • সকাল ১১টা থেকে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে wbbse.org থেকে ফলাফল জানা যাবে।


সোমবার নির্ধারিত সময়ে পরীক্ষার ফল প্রকাশ করবে সংসদ। সকাল ১০ টায় সাংবাদিক বৈঠকে ঘোষণা করা হবে মেধা তালিকা। এরপর বেলা ১১টা থেকে সংসদের এবং অন্যান্য ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন ছাত্র-ছাত্রীরা। সকাল ১১টা থেকে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে wbbse.org থেকে ফলাফল জানা যাবে।
এই বছর পরীক্ষা শুরু হয়েছিল ২৬ ফেব্রুয়ারি, শেষ হয় ১৩ মার্চ। পরীক্ষা শেষের ৭৮ দিনের মাথায় ফল প্রকাশ করা হচ্ছে। মোট পরীক্ষার্থী ছিল ৮ লক্ষ ১৬ হাজার ২৪৩ জন। সকাল সাড়ে দশটার পর বিভিন্ন ক্যাম্প অফিস থেকে মার্কশিট ও শংসাপত্র দেওয়া হবে। ১১ টার পরে ফল জানা যাবে , www.exametc.com, www.results.shiksha, www.westbengal.shiksha, www.westbengalonline.in, www.indiaresults.com ওয়েবসাইটে। এসএমএসে ফল জানতে হলে লিখতে হবে WB12 তার পর স্পেস দিয়ে রোল নম্বর লিখে পাঠিয়ে দিতে হবে ৫৪২৪২ অথবা ৫৬৭৬৭৫০ নম্বরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'

 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...