শনিবার, ১৮ মে, ২০১৯

ভোটের ময়দানে ফিরছেন বুদ্ধদেব! ধ্বনিত হবে, ‘লাল সালাম কমরেড…’

কলকাতা: অশক্ত শরীর৷ তবুও জেদ করে ছুটি গিয়েছিলেন ব্রিগেডে৷ তবে, আক্সিজেনের অভাবে উঠতে পারেননি মঞ্চে৷ তবুও, তাঁর উপস্থিতি লাল ব্রিগেডে এনে দিয়েছিল বাড়তি আবেগ৷ জুগিয়েছিল অক্সিজেন৷ বুদ্ধদেব ভট্টাচার্যের উপস্থিতিতেই ধ্বনিত হয়েছিল, ‘লাল সালাম কমরেড৷’ সেই শেষ দেখা৷ এবার, শেষ দফার ভোটেও দেখা যেতে চলেছে অশক্ত বুদ্ধদেবকে৷
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠমহলে জানিয়ে দিলেন, ভোট দিতে যাবেন তিনি৷ সংবাদমাধ্যমে বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরাদেবী জানিয়েছেন, শরীরের জন্যে প্রচারে না গেলেও তিনি ভোট দিতে যাবেন৷ এবার লোকসভার প্রচার মরশুমে বেরতে পারেননি বুদ্ধবাবু৷ তবে, দলীয় কর্মীদের চাঙ্গা করতে গিয়ে কলম ধরে মোদি-মমতাকে কাঠগড়ায় তুলেছেন তিনি৷ রাজ্যে চূড়ান্ত নৈরাজ্যের মুহূর্তে শেষ দফা নির্বাচনের আগে বুদ্ধকে একঝলক দেখতে মুখিয়ে বাংলা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'

 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...