নয়াদিল্লি: শোচনীয় হার৷ সব থেকে খারাপ ফলও বটে৷ নিজেও হেরেছেন আমেঠি থেকে৷ তাঁর নেতৃত্বে দল ১০০টাও আসন নিশ্চিত করতে না পারায় নিজের পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছেপ্রকাশ রাহুল গান্ধীর৷ সূত্রের খবর, আজ ফলাফলের ট্রেন্ড দেখে মা সোনিয়ার সঙ্গে দেখা করেন রাহুল গান্ধী৷ ছিলেন প্রিয়াঙ্কাও৷ মা ও বোনের সামনে সর্বভারতীয় সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানান রাহুল গান্ধী৷
ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশের পাশাপাশি হারের দায় নিজের ঘাড়ে নেন রাহুল৷ জানিয়ে দেন, যেহেতু তিনি নিজে নির্বাচনে হেরেছেন ও দলের শোচনীয় হার হয়েছে, তাই তিনি ইস্তফা দিতে চান৷ পরে মা সোনিয়া রাহুলকে বোঝানোর চেষ্টা করেন৷ কেন দলের এই অবস্থা? তা পর্যালোচনার জন্য আগামী সপ্তাহে ওয়ারকিং কমিটির জরুরি বৈঠকে ডাকার কথাও জানান সোনিয়া৷ সেখানে গোটা বিষয়টি আলোচনা করা হবে বলে সূত্রের খবর৷ ওই বৈঠকের পরই খুব সম্ভবত ইস্তফা দেওয়ার প্রসঙ্গটি উঠবে৷
তবে, গোটা বিষয়টি উড়িয়ে দিয়েছেন কংগ্রেসের মুখপাত্র রনদীপ সিং সুরজিওয়ালা৷ কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী পদত্যাগের প্রস্তাব ভুয়ো বলেও জানান তিনি৷ কর্মীদের মনোবল ভাঙতেই এই জল্পনা ছড়ানো হচ্ছে বলেও জানান তিনি৷
এদিন হার স্বীকার করেও বৃহস্পতিবার বিকালে মোদীকে বার্তা পাঠালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ আমেঠিতে হারের দায় নিজের ঘাড়ে চাপিয়ে স্মৃতি ইরানিকে শুভেচ্ছা জানালেন সোনিয়া পুত্র৷ একই সঙ্গে মোদিকেও অভিনন্দন জানান তিনি৷
Reports of Congress President Rahul Gandhi offering resignation are incorrect, says Randeep Singh Surjewala. When asked on fixing responsibility for loss, Rahul Gandhi said, "This is between my party and I. Between me and the Congress CWC." #ElectionResults2019 pic.twitter.com/vaTGPNCz7a
201 people are talking about this
সংক্ষিপ্ত সাংবাদিক বৈঠক করে রাহুল জানিয়ে দেন, ‘‘আমাদের মতাদর্শগত বিরোধ আছে৷ তবুও আমি নরেন্দ্র মোদিকে অভিবাদন জানাচ্ছি, নতুন সরকার গঠনের জন্য৷ আমাদের আদর্শের পার্থক্য থাকলেও নরেন্দ্র মোদিকে আমি আমার প্রেম দিতে চাই৷ আমাকে যে ভাষায় আক্রমণ করা হয়েছে, তার পাল্টা হিসাবে মোদিকে প্রেম দিয়ে কথা বলব৷’’ দলের কর্মীদের বলেন, ‘‘আমি আমার দলের কর্মীদের বলব, হতাশ হবেন না৷ দুঃখ পাবেন না৷ আমরা লড়াইয়ে আছি৷ আপনাদের পাশেই আছি৷’’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন