রবিবার, ২৪ মে, ২০২০

দেখা গেল ইদের চাঁদ, কাল উৎসব, লকডাউনের বিষাদ ভুলে ঘরে ঘরে আনন্দের প্রস্তুতি

লকডাউনের মধ্যেই ইদ। শুধু এই রাজ্য বা দেশে নয় বিশ্বের অনেক জায়গাতেই এক অন্য রকম পরিস্থিতির মধ্যেই এল খুশির উৎসব। অনেকেরই এবার আর নতুন জামা হল, জুতো হল না। চিরন্তন নিয়ম মেনে আলিঙ্গনও করা যাবে না। তবু উৎসব তার আনন্দ নিয়ে এসেছে মানুষের দ্বারে। রবি সন্ধ্যায় দেখা গিয়েছে ইদের চাঁদ। সঙ্গে সঙ্গে ঘোষণা হয়ে গেছে, সোমবার খুশির ইদ। এক মাস রোজা রাখার পরে ধর্মপ্রাণ মুসলমান সমাজের পরম পরব।
করোনা পরিস্থিতিতে এবার ইদ পালন হবে অনেকটাই অন্যরকম ভাবে। বাইরে যাওয়ার বিধি-নিষেধে ঘরে ঘরেই হবে উৎসব। আত্মীয়, পরিজন, বন্ধুদের নিয়ে মেতে ওঠাটা করতে হবে মনে মনেই। লকডাউনের জেরে যে ধর্মীয় জমায়েতে এখন অনেক বিধিনিষেধ। সেই সঙ্গে নিজেদের সুরক্ষার প্রশ্নও রয়েছে।
এই রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই আবেদন জানিয়ে বলেছেন, ইদের মিলন অনুষ্ঠান বা খাওয়া-দাওয়ার আসর সবই বাড়িতে বাড়িতে হোক। তবে অনেকের মতে, ইদের নমাজ বাড়িতে পড়ার বিধান নেই। তাই কোথাও কোথাও বড় ময়দানে সামাজিক দূরত্বের বিধি মেনে ছোট ছোট জমায়েত করে নমাজ পড়ার কথা ঠিক হয়েছে। কলকাতার রেড রোডে অবশ্য প্রতিবারের মতো নমাজ হবে না বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে।
ইদ মানে বিশেষ প্রার্থনা তো বটেই সেই সঙ্গে খাওয়া দাওয়ারও উৎসব। ইদ মানেই বিরিয়ানি। ইদ মানেই লাচ্চা-সেমুই। কিন্তু এই বছরটা লকডাউনের জেরে সব কিছুতেই একটু হলেও রাশ টানতে হবে। মাংস থেকে সেমুই সবই এবার দামি। সেই সঙ্গে অনেক ক্ষেত্রে জোগানও নেই ঠিক মতো। তাই আয়োজনে হয়তো কিছুটা হলেও খামতি থেকে যাবে। তবে খামতি থাকবে না খুশিতে। তারই প্রস্তুতি চলছে ঘরে ঘরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'

 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...