রবিবার, ২৪ মে, ২০২০

ঈদ মুবারক! করোনা আবহে দেশবাসীকে সম্প্রীতির বার্তা মোদী-কোবিন্দ-রাহুলের

ঈদের শুভেচ্ছায় ভাসছে সোশ্যাল মিডিয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ-সহ নানা বিশিষ্ট ব্যক্তি ঈদ-উল-ফিতরে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সম্প্রীতির বার্তা দিয়েছেন অন্যান্য রাজনৈতিক নেতা নেত্রীরাও।

ঈদের শুভেচ্ছায় ভাসছে সোশ্যাল মিডিয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ-সহ নানা বিশিষ্ট ব্যক্তি ঈদ-উল-ফিতরে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সম্প্রীতির বার্তা দিয়েছেন অন্যান্য রাজনৈতিক নেতা নেত্রীরাও।

রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ হিন্দি, ইংরেজি ও উর্দুতে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। ট্যুইটারে তিনি লিখেছেন, 'ঈদ মুবারক! এই উত্‍‌সব ভালোবাসা, শান্তি ও সম্প্রীতির। দুঃস্থদের যত্ন নেওয়া ও তাঁদের সঙ্গে শেয়ার করে নেওয়ার কথা বলে ঈদ। ঈদে দান করার ধারা বজায় রাখুন আর করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে সোশ্যাল ডিসট্যানসিং মেনে চলুন।'

উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি লিখেছেন, 'আনন্দের ধারা বজায় রেখে সবাই এই ঈদ পালন করব আশা করি। এই ঈদ-উল-ফিতর স্বাস্থ্য, শান্তি, উন্নতি ও সম্প্রীতি বয়ে আনুক আমাদের জীবনে।'

এ ছাড়াও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী মুক্তার আব্বাস নাকভি, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ও অন্যান্যরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'

 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...