শনিবার, ২৩ মে, ২০২০

করোনা আতঙ্কে পরীক্ষায় না গড় নম্বর চাইছে কল্যাণী ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের স্টুডেন্টরা

ইত্যাদি নিউজ: দিনে দিনে বাড়ছে নদীয়া-মুর্শিদাবাদে করোনা আক্রান্তের সংখ্যা।এমন সময়ে ইউনিভার্সিটির এক্সাম দিতে ভয় পাচ্ছে কল্যাণী ইউনিভার্সিটির ফাইনাল ইয়ারের স্টুডেন্টরা।বাংলার কলেজ-ইউনিভার্সিটি গুলো জুলাই মাসে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।কিন্তু এক গবেষণায় জানা গেছে জুলাই-আগস্টে করোনার প্রকোপ আরো বৃদ্ধি পাবে, আর এমত সময় পরীক্ষা নেওয়াটা পরীক্ষার্থীদের উপর বিপদ নিয়ে আসতে পারে।স্বভাবগতভাবে ফাইনাল ইয়ারের পরীক্ষা মার্চ-এপ্রিল-এ হয় এবং রেজাল্ট মে-জুনে হয়,তার মানে এতদিনে তারা প্রায় সকলেই গ্রাজুয়েট হয়ে যেত। তাই আর কতদিন পিছবে,তাই সকল স্টুডেন্ট পরীক্ষা না দিয়ে UGC গাইডলাইন অনুযায়ী average নাম্বার চাইছে।কিছুদিন আগে শিক্ষামন্ত্রীর বলেন যে পরীক্ষাগুলো হোম সেন্টারে নেওয়া কথা,কিন্তু পরে তা কল্যাণী বিশ্ববিদ্যালয় মানতে চাইনি।কিন্তু সেটা কথা না,স্টুডেন্টরা এখন করোনার প্রকোপের ভয়ে পরীক্ষায় দিতে চাইছে না।তাদের বক্তব্য হলো "পরীক্ষা দিতে গিয়ে যদি কোনো স্টুডেন্ট করোনা আক্রান্ত হয়,তার দায়িত্ব আর ইউনিভার্সিটি নিবে না"।কল্যাণী ইউনিভার্সিটি তাদের স্টুডেন্টদের জীবনের কথা চিন্তা না করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।যার ঘোর বিরোধীতা করছে স্টুডেন্টরা। UGC গাইডলাইন অনুযায়ী তারা average নাম্বার চাইছে।

কল্যানীর তৃতীয় বর্ষের স্টুডেন্টরা সোশ্যাল সাইটে বিভিন্ন গ্রুপ খুলে বিদ্রোহ শুরু করেছে।

https://www.facebook.com/ItyadiNewsMsd/

৬টি মন্তব্য:

  1. Ei poristhi te exam dewa student der pokkhe somvhob na. Tai ager 2to yr r number r basis a sobai k Average number Diya pass koria dewa hok

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. Exam newya obossoi dorkar.... Tobe poristhiti normal hole... 😊

      মুছুন
    2. Same here. In this dangerous situation we cant give examination. If we get infected then who will be responsible for that. Life is far more important than exam. And I am no thinking of my life only. If I get infected then my family also in danger. And I have a grandmother above 80. So conducting exam during this pandemic is not a wise act at all.

      মুছুন
  2. Ekdom thik
    Exam ki kore debo...
    Jodi corona hoye jai...
    Average number diye dikk..

    উত্তরমুছুন
  3. Exam ki kora debo jodhi karor
    Corona hoi?
    Average no Diya dila valo hoi

    উত্তরমুছুন

পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'

 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...