এবার পশ্চিমবঙ্গের জনগণের আরও কাছে পৌঁছে যেতে ডিজিটাল মাধ্যমকে আরও বেশি সক্রিয়ভাবে কাজে লাগাতে চাইছে সিপিআই(এম)৷
#কলকাতা: এবার পশ্চিমবঙ্গের জনগণের আরও কাছে পৌঁছে যেতে ডিজিটাল মাধ্যমকে আরও বেশি সক্রিয়ভাবে কাজে লাগাতে চাইছে সিপিআই(এম)৷ রাজ্যের উন্নয়নের স্বার্থে সিপিআই(এম) পার্টির সঙ্গে হাতেহাত মিলিয়ে কাজ করার জন্য একেবারে নতুন ভাবনা নিয়ে এগিয়ে এসেছে এ রাজ্যের সিপিআই(এম) ৷ সিপিআইএমের ডিজিটাল মাধ্যমের সঙ্গে কাজ করার জন্য স্বেচ্ছাসেবকদের আহ্বান জানাচ্ছে সিপিআই(এম) ৷
সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে ৷ মুঠোফোনের মধ্যে দিয়ে যেকোনও সোশ্যাল ইস্যু সোশ্যাল মিডিয়ার ওপর ভর করে শহর থেকে রাজ্য, রাজ্য থেকে দেশ, গোটা বিশ্বে ঝড়ের মতো ছড়িয়ে পড়ছে এক নিমেষে ৷ সোশ্যাল মিডিয়া আসার পর যেভাবে দ্রুত গতিতে যুগ, সমাজ বদলেছে, তার সঙ্গেই তাল মিলিয়ে এবার বদলাতে চাইছে এই রাজনৈতিক দল ৷ বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে রাজনৈতিক চেতনা বাড়ানোর উদ্দেশ্যেই এই কর্মসূচী তথা স্বেচ্ছাসেবকের আহ্বান জানিয়েছে সিপিআই(এম)-এর ডিজিটাল টিম ৷
তা কীভাবে হবেন এর সদস্য ? নীচে দেওয়া রইল নিয়ম কানুন---
""আপনি কি সিপিআই(এম)-র সঙ্গে ডিজিটাল মাধ্যমে কাজ করতে আগ্রহী ?
যে সমস্ত ব্যক্তি বা গোষ্ঠীর ১) সমীক্ষা, ২) তথ্য সন্নিবিষ্ট ও বিশ্লেষণ, ৩) কোনো বার্তা বা ভাবনার পরিকল্পনা করে তার সুসমন্বিত প্রচারের লক্ষ্যে একটি টিম তৈরি করার অভিজ্ঞতা এবং ক্ষমতা ও দক্ষতা আছে, তাঁদের এই কাজে স্বাগত জানাচ্ছি।
আমাদের লক্ষ্য, বাংলার সাংস্কৃতিক, ধর্মীয়, আঞ্চলিক ভাষাগত এবং জাতিগত বৈচিত্র্য রক্ষার জন্য অনুকূল একটি পরিবেশ তৈরি করা। শান্তি ও ঐক্য রক্ষা, ব্যক্তিগত মর্যাদা, আত্মসম্মান, নিরাপত্তা-সুরক্ষা, জীবন ও জীবিকাকে সুরক্ষিত রাখা।
জনসাধারণের মধ্যে বাম, গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এবং প্রগতিশীল ভাবনার প্রসার ঘটানো।
এই লক্ষ্য অর্জনের সঙ্গে সাযুজ্যপূর্ণ ও প্রয়োজনীয় যে কোনো বিষয় বিবেচনায় নেওয়া যেতে পারে। চ্যালেঞ্জ অপরিসীম হলেও আমাদের সামর্থ্য সীমিত।
আপনি যদি ব্যক্তিগতভাবে এই লক্ষ্যে সিপিআই(এম)-র ডিজিটাল স্বেচ্ছাসেবক হতে চান, তবে অনুগ্রহ করে Sign Up -এ ক্লিক করে ফর্ম পূরণ করুন।
অথবা
https://forms.gle/xpFoUUbVkadFaTpf9
এই লিঙ্কে ক্লিক করেও ফর্ম পূরণ করতে পারেন।
আর আপনারা যদি সমষ্টিগতভাবে সিপিআই(এম)-র সঙ্গে ডিজিটাল মাধ্যমে কাজ করতে আগ্রহী হন তবে এখানে আপনাদের প্রস্তাব
ইমেল করুন: cpimdigital@gmail.com
আরও বিশদে জানার জন্য আমাদের ওয়েবসাইট দেখুন: http://www.cpimwb.org.in/page/cpim-digital """
(input From CPIM West Bengal Facebook Page)
#কলকাতা: এবার পশ্চিমবঙ্গের জনগণের আরও কাছে পৌঁছে যেতে ডিজিটাল মাধ্যমকে আরও বেশি সক্রিয়ভাবে কাজে লাগাতে চাইছে সিপিআই(এম)৷ রাজ্যের উন্নয়নের স্বার্থে সিপিআই(এম) পার্টির সঙ্গে হাতেহাত মিলিয়ে কাজ করার জন্য একেবারে নতুন ভাবনা নিয়ে এগিয়ে এসেছে এ রাজ্যের সিপিআই(এম) ৷ সিপিআইএমের ডিজিটাল মাধ্যমের সঙ্গে কাজ করার জন্য স্বেচ্ছাসেবকদের আহ্বান জানাচ্ছে সিপিআই(এম) ৷
সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে ৷ মুঠোফোনের মধ্যে দিয়ে যেকোনও সোশ্যাল ইস্যু সোশ্যাল মিডিয়ার ওপর ভর করে শহর থেকে রাজ্য, রাজ্য থেকে দেশ, গোটা বিশ্বে ঝড়ের মতো ছড়িয়ে পড়ছে এক নিমেষে ৷ সোশ্যাল মিডিয়া আসার পর যেভাবে দ্রুত গতিতে যুগ, সমাজ বদলেছে, তার সঙ্গেই তাল মিলিয়ে এবার বদলাতে চাইছে এই রাজনৈতিক দল ৷ বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে রাজনৈতিক চেতনা বাড়ানোর উদ্দেশ্যেই এই কর্মসূচী তথা স্বেচ্ছাসেবকের আহ্বান জানিয়েছে সিপিআই(এম)-এর ডিজিটাল টিম ৷
তা কীভাবে হবেন এর সদস্য ? নীচে দেওয়া রইল নিয়ম কানুন---
""আপনি কি সিপিআই(এম)-র সঙ্গে ডিজিটাল মাধ্যমে কাজ করতে আগ্রহী ?
যে সমস্ত ব্যক্তি বা গোষ্ঠীর ১) সমীক্ষা, ২) তথ্য সন্নিবিষ্ট ও বিশ্লেষণ, ৩) কোনো বার্তা বা ভাবনার পরিকল্পনা করে তার সুসমন্বিত প্রচারের লক্ষ্যে একটি টিম তৈরি করার অভিজ্ঞতা এবং ক্ষমতা ও দক্ষতা আছে, তাঁদের এই কাজে স্বাগত জানাচ্ছি।
আমাদের লক্ষ্য, বাংলার সাংস্কৃতিক, ধর্মীয়, আঞ্চলিক ভাষাগত এবং জাতিগত বৈচিত্র্য রক্ষার জন্য অনুকূল একটি পরিবেশ তৈরি করা। শান্তি ও ঐক্য রক্ষা, ব্যক্তিগত মর্যাদা, আত্মসম্মান, নিরাপত্তা-সুরক্ষা, জীবন ও জীবিকাকে সুরক্ষিত রাখা।
জনসাধারণের মধ্যে বাম, গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এবং প্রগতিশীল ভাবনার প্রসার ঘটানো।
এই লক্ষ্য অর্জনের সঙ্গে সাযুজ্যপূর্ণ ও প্রয়োজনীয় যে কোনো বিষয় বিবেচনায় নেওয়া যেতে পারে। চ্যালেঞ্জ অপরিসীম হলেও আমাদের সামর্থ্য সীমিত।
আপনি যদি ব্যক্তিগতভাবে এই লক্ষ্যে সিপিআই(এম)-র ডিজিটাল স্বেচ্ছাসেবক হতে চান, তবে অনুগ্রহ করে Sign Up -এ ক্লিক করে ফর্ম পূরণ করুন।
অথবা
https://forms.gle/xpFoUUbVkadFaTpf9
এই লিঙ্কে ক্লিক করেও ফর্ম পূরণ করতে পারেন।
আর আপনারা যদি সমষ্টিগতভাবে সিপিআই(এম)-র সঙ্গে ডিজিটাল মাধ্যমে কাজ করতে আগ্রহী হন তবে এখানে আপনাদের প্রস্তাব
ইমেল করুন: cpimdigital@gmail.com
আরও বিশদে জানার জন্য আমাদের ওয়েবসাইট দেখুন: http://www.cpimwb.org.in/page/cpim-digital """
(input From CPIM West Bengal Facebook Page)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন