বুধবার, ৩১ জুলাই, ২০১৯

মিলছে না সিম, ব্যাংকঋণ, বাধ্য হয়ে নাম বদলাচ্ছেন রাহুল গান্ধী!

হাইলাইটস

  • রাহুল গান্ধীকে কে না চেনে? গান্ধী পরিবারের বর্তমান প্রজন্ম। কিন্তু শুধু তিনিই নন। দেশে আরও এক রাহুল গান্ধী আছেন।
  • আর তিনি এখন বেজায় বিপাকে। সৌজন্যে নাম বিভ্রাট।
  • এই নামের কারণেই মোবাইলের সিম থেকে শুরু করে ঋণ, কিছুই পাচ্ছেন না। রাহুল গান্ধী ২।

রাহুল গান্ধীকে কে না চেনে? গান্ধী পরিবারের বর্তমান প্রজন্ম। কিন্তু শুধু তিনিই নন। দেশে আরও এক রাহুল গান্ধী আছেন। আর তিনি এখন বেজায় বিপাকে। সৌজন্যে নাম বিভ্রাট। এই নামের কারণেই মোবাইলের সিম থেকে শুরু করে ঋণ, কিছুই পাচ্ছেন না। রাহুল গান্ধী ২।
ব্যাংকে ব্যাংকে ঘুরে বেড়াচ্ছেন। কেউ তাঁকে ঋণ দিচ্ছেন না। রাহুল গান্ধীর জন্য সিম কার্ডও দিচ্ছে না সারভিস প্রোভাইডাররা। বাধ্য হয়ে ভাইয়ের নামে সিম কার্ড নিতে হয়েছে তাঁকে। দুঃখের এই কাহিনি মধ্যপ্রদেশের ইনদোরের বাসিন্দা রাহুল গান্ধীর। জিনিস কেনার পর তাঁর নাম শুনে কেউ তাঁকে বিলও দিতে চান না।
বন্ধুরাও তাঁকে নিয়ে মশকরা করেন। অনেকেই বলেন, তিনি ভুয়ো নাম নিয়েছেন। মিথ্যে পরিচয় পত্র তৈরি করেছেন। একবার ব্যাংকে ফোন করে তিনি যখন বলেন, 'রাহুল গান্ধী বলছি', তখন হেসে ব্যাংককর্মী বলেন, 'রাহুল কবে দিল্লি থেকে মধ্যপ্রদেশে চলে এল?' এই বলে ফোন কেটে দেন তিনি।
বারবার এ ভাবে হেনস্থার শিকার হয়ে বাধ্য হয়ে নাম বদলানোর সিদ্ধান্ত নিয়েছেন এই ব্যক্তি। রাহুল গান্ধী ঠিক করেছেন, এ বার থেকে পদবীতে মালব্য ব্যবহার করবেন। তিনি যে সম্প্রদায়ভুক্ত, সেখানে অনেকেই এই পদবী ব্যবহার করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'

 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...