বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

বিজেপি বিরোধী মুখ মমতা, ভবানীপুরে কংগ্রেস প্রার্থী দেবে না সোনিয়ার নির্দেশে

 কলকাতা ও বহরমপুর: প্রদেশ নেতৃত্বের সিংহভাগের মত ছিল ভবানীপুরের উপনির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দলের প্রার্থী দেওয়া হোক। কিন্তু জাতীয় রাজনীতিতে বিজেপির বিরোধিতায় অন্যতম মুখ তৃণমূল সুপ্রিমোকে এখন কোনওভাবে চটাতে রাজি হলেন না সোনিয়া গান্ধী। তাঁর অনুমোদনক্রমে দলের হাইকমান্ড ভবানীপুরে প্রার্থী না দেওয়ার নির্দেশ দিল অধীর চৌধুরী সহ প্রদেশ নেতৃত্বকে। মঙ্গলবার সন্ধ্যার পর প্রথমে টেলিফোনে এবং পরে ই-মেল করে শীর্ষ নেতৃত্বের এই নিদান জানিয়ে দিলেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল। অধীর পরে বহরমপুরে সাংবাদিকদের তা জানিয়ে দেন। তবে জঙ্গিপুর ও সামশেরগঞ্জ নিয়ে বেণুগোপাল কোনও নির্দেশ জানাননি অধীরদের।

হাইকমান্ডের নির্দেশ মেনে অধীর এদিন জানিয়ে দেন, ভবানীপুরে আমরা মমতার বিরুদ্ধে প্রচারও করব না। কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তেই এমন পদক্ষেপ করা হচ্ছে। ওই কেন্দ্র নিয়ে আমাদের দলের মধ্যে দু’রকম মত তৈরি হয়েছিল। আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার হাইকমান্ডের উপর ছেড়েছিলাম রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি জানিয়ে। তারপরই সেখান থেকে প্রার্থী না দেওয়ার বিষয়টি জানানো হয়েছে। বিজেপিকে সুবিধা করে না দিতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে তারা। এই উপলব্ধি কেন বিধানসভা ভোটের সময় হয়নি তা নিয়ে অধীর কোনও মন্তব্য করতে চাননি। তবে পরে তিনি বলেন, ভবানীপুরে বামফ্রন্ট প্রার্থী দিলে দলের ভোটাররা কী করবেন তা সেখানকার কর্মীরাই ঠিক করবে। 

এদিকে, কংগ্রেস প্রার্থী না দিলেও সংযুক্ত মোর্চার অন্যতম শরিক বামফ্রন্ট ভবানীপুরে সে পথে হাঁটতে চায় না। এদিন বিকেলে ফ্রন্টের বৈঠকে এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। ফ্রন্টের তরফে সিপিএমের তরফেই প্রার্থী দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে মেজ শরিক ফরওয়ার্ড ব্লক এই আসনে লড়তে আগ্রহী। কলকাতা জেলা বামফ্রন্টের বৈঠকে সে কথা তারা জানিয়েওছে। সিপিএম অবশ্য দু-তিনজন স্থানীয় পার্টি কর্মীর কথা ভেবে রেখেছে। আজ-কালের মধ্যে তা চূড়ান্ত হবে। দলের নেতা সুজন চক্রবর্তীও ভবানীপুরে বাম প্রার্থী দেওয়ার ব্যাপারটি চূড়ান্ত বলে জানান। এদিন ফ্রন্টের বৈঠকে কংগ্রেসের সঙ্গে জোট বজায় রেখেই এই তিন কেন্দ্রের নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত করে ফ্রন্ট নেতৃত্ব। তবে তা নিয়ে বৈঠকে তিক্ততা তৈরি হয় ফরওয়ার্ড ব্লকের নেতৃত্বের অবস্থান ঘিরে। কংগ্রেসকে সঙ্গে নিয়ে বা সংযুক্ত মোর্চার ব্যানারে ভোটে লড়লে তারা তাতে অংশ নেবে না বলে সাফ জানিয়ে দেয় এদিন। এনিয়ে বৈঠক গরম হলে দলের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় ও অপর নেতা হাফিজ আলম সাইরানি মাঝপথেই বৈঠক ছেড়ে বেরিয়ে যান। 

 এদিকে, আজ বুধবার থেকেই ভোটের প্রচারে নেমে পড়ছেন মমতা। চেতলার অহীন্দ্র মঞ্চে কয়েকজন শীর্ষ নেতার উপস্থিতিতে তিনি প্রথম কর্মিসভা করবেন আজ। দলের নেতৃত্ব এবারের ভোটে মমতার রেকর্ড মার্জিনে জয় নিয়ে আগাম নিশ্চিত রয়েছে। এই অবস্থায় দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এদিন বলেন, বিজেপিকে ঠেকানোর ইস্যুতে কংগ্রেস ও বামেদের এই ভোটে প্রার্থী দেওয়া উচিত নয়। গত ভোটের প্রেক্ষিতে তাদের সেই শিক্ষা নেওয়া দরকার। এদিন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় মমতার সমর্থনে দেওয়াল লেখেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'

 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...