শনিবার, ৮ আগস্ট, ২০২০

রবীন্দ্রনাথের মৃত্য বার্ষিকীতে অধীর রঞ্জন চৌধুরী বাংলা ভাষাকে ক্লাসিকাল ভাষার মর্যদা দেবার অনুরোধ করলেন প্রধানমন্ত্রীকে

 গত কালকে ছিল নোবেল জয়ী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৯ তম মৃত্যু বার্ষিকী, এই দিন পশ্চিমবঙ্গ সহ সারা ভারতে স্মরণ করা হয়েছে। তবে এই বছর করোনা পরিস্থিতির জন্য বড় আকারের কোনো অনুষ্ঠান হয় নি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ সবাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কে স্মরণ করেছেন।

এর মধ্যে গতকলকে মুর্শিদাবাদের কংগ্রেসের এমপি অধীর রঞ্জন চৌধুরী দিল্লিতে চিঠি লিখেছেন।তিনি চিঠিতে আবেদন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে, বাংলা ভাষাকে ক্লাসিকাল ভাষার মর্যদা দেওয়া হয়। তিনি আরও বলেন ভারতের নতুন শিক্ষানীতিতে বাংলা ভাষা যেন বিশেষ জায়গা পায়, সেই দিকেও নজর দেবার আবেদন করেন।


ভারতে বাংলা ভাষার একটি আলাদা জায়গা আছে ইতিহাস এ, বাংলা ভাষায় কথা বলেন প্রায় ২৫ কোটি মানুষ। বাংলা ভাষায় অনেক গ্রন্থ থেকে বই উপন্যাস লেখা হয়েছে, যা বিশেষ উলেখযোগ্য ভূমিকা রাখে। তাছাড়া চর্যাপদ, গীত গোবিন্দ বা জল ধামাইল সমৃদ্ধ হাজার বছরের ইতিহাস বহনকারী বাংলা ভাষা এক গৌরবময় অধ্যায় ভারতের তথা পশ্চিমবঙ্গের সাহিত্যে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'

 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...