: দেশে করােনা ভাইরাসের বাড়বাড়ন্ত কমছে না । উপরন্তু বেড়েই চলছে । এই অবস্থার মধ্যেও বিশ্ববিদ্যালয় গুলিতে ফাইনাল বর্ষের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে অনড় ইউজিসি । নানাভাবে একাধিক আবেদন জানানাে হলেও সেই সিদ্ধান্ত থেকে তারা এখনও সরে আসেনি । বিষয়টির জল এবার শীর্ষ আদালত অব্দি গড়াতে চলেছে । মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ছেলে তথা রাজ্যের মন্ত্রী আদিত্য ঠাকরে এই নিয়ে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দায়ের করেছেন । পরীক্ষা বাতিলের দাবি সেখানে । খুব স্পষ্টভাবে তােলা হয়েছে । মহামারীর মহা প্রকোপের জেরে স্কুল - কলেজে ক্লাস বন্ধ । ইতিমধ্যেই সমস্ত রকমের পরীক্ষা বাতিল করা হয়েছে । এই অবস্থার মধ্যেও ইউজিসি বিশ্ববিদ্যালয়ের ফাইনাল বর্ষের পড়ুয়াদের পরীক্ষা নেওয়ার বিষয়ে একরােখা মনােভাব দেখাচ্ছে । এতে ছাত্র - ছাত্রীদের বিপদের মুখে ঠেলে দেওয়া হবে বলে আশঙ্কা করছেন বিরােধীরা । রাহুল গান্ধী , অরবিন্দ কেজরিওয়াল , মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ব্যাক্তিগত ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং UGC কাছে আবেদন জানিয়েছেন যাতে এই সিদ্ধান্ত বদল করা হয় । কিন্তু অনুনয় - বিনয়ে কাজ না হওয়ায় এবার সােজা আদালতের হস্তক্ষেপ চেয়েছে শিবসেনা । প্রসঙ্গত , আগামী সেপ্টেম্বর মাসে এই পরীক্ষা হওয়ার কথা রয়েছে ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'
পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...
-
পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...
-
মুর্শিদাবাদ:গতবারের চেয়ে এবারের Question প্রচন্ড জটিল করায় ছাত্রছাত্রী থেকে শিক্ষকদের মাথায় হাত।তাদের মতে এখন পর্যন্ত কল্যাণী ইউনিভার্...
-
পরীক্ষা করার নামে সিভিক ভলান্টিয়ারদের একাংশ চালকদের থেকে টাকা আদায় করেন, এই অভিযোগ নতুন নয়। এমন অভিযোগ ওঠে কর্তব্যরত ট্র্যাফিক পুলিশকর...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন