করোনা আবহে লাকডাউনে বাড়িতে বসে থেকে এমনিতেই অনেকেই অবসাদে ভুগছেন,তার ওপর কখন বলছে এক্সাম হবে আবার কখনো বলছে এক্সাম হবেনা। এই কিছুদিন আগে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সমস্ত অধ্যাপকদের সাথে মিটিং করে জানান যে কলেজ স্টুডেন্টদের পরীক্ষা নেওয়া হবেনা,শুধু মাত্র ফাইনাল বর্ষের স্টুডেন্টদের 50% আসাইনমেন্ট ও 50% আগের নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হবে।তবে তিনি বলেন যে মুখ্যমন্ত্রী এর চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন।এমত অবস্থায় স্টুডেন্টরা দোটানায় পরে গিয়েছে,এরফল স্বরূপ স্টুডেন্টরা অনেকেই Depression এ ভুগছে, যা অত্যন্ত মারাত্মক।
তাদের বক্তব্য যা সিদ্ধান্ত নেওয়া হোক না কেন তা যেন খুব শিগগিরই নেওয়া হোক।তবে বেশিরভাগ স্টুডেন্ট করোনার প্রকোপের ভয়ে পরীক্ষা দিতে চাইছে না। @Againstexam নামে ফেসবুক গ্রুপ তৈরী করে স্টুডেন্টরা আন্দোলন করছে।
তাদের বক্তব্য যা সিদ্ধান্ত নেওয়া হোক না কেন তা যেন খুব শিগগিরই নেওয়া হোক।তবে বেশিরভাগ স্টুডেন্ট করোনার প্রকোপের ভয়ে পরীক্ষা দিতে চাইছে না। @Againstexam নামে ফেসবুক গ্রুপ তৈরী করে স্টুডেন্টরা আন্দোলন করছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন