রবিবার, ৭ জুন, ২০২০

স্কুল-কলেজ খুলবে অগস্ট মাসের পরেই, জানিয়ে দিল মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক

সেপ্টেম্বর মাসের আগে স্কুল খোলা সম্ভব হবে না। রবিবার আরও স্পষ্ট করে জানিয়ে দিলেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল। দেশজুড়ে শুরু হওয়া লকডাউনের জেরে গত ১৬ মার্চ থেকে বন্ধ হওয়া স্কুল ও কলেজ অগস্ট মাসেও খোলার আশা নেই বলেই জানিয়েছেন তিনি। একমাত্র অগস্ট মাসের পরই পড়ুয়ারা ফের একবার স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মুখ দেখতে পারে

সূত্রের খবর, প্রাথমিকভাবে কেন্দ্রীয় সরকারের তরফে অবশ্য জুলাই মাসেই শিক্ষা প্রতিষ্ঠান খোলার চিন্তাভাবনা করা হয়েছিল। ৩০ শতাংশ উপস্থিতি সহ স্কুল ও কলেজ জুলাই মাসে খুলে দেওয়া সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার। ক্লাস ৮ পর্যন্ত সমস্ত পড়ুয়াদে অবশ্য ঘর থেকেই ক্লাস করতে হত। শুধু তাই নয়, সোশ্যাল ডিস্ট্যান্সের বিধি মেনে ক্লাস করানোর জন্য দুই শিফটে ক্লাস করার পাশাপাশি গ্রিন ও অরেঞ্জ জোনে স্কুল খুলে দেওয়ার কথাই ভাবা হয়েছিল।

কিন্তু ভারতে করোনার সংক্রমণ কোনও ভাবেই কম না হওয়ার পর তড়িঘড়ি সিদ্ধান্ত বদল করা হয়। এরই মাঝে কয়েক হাজার অভিভাবকও কেন্দ্রকে আবেদন জানান স্কুল না খোলার জন্য। তারপরই সিদ্ধান্ত নেওয়া হয়, অগস্ট মাস শেষ হওয়ার আগে কোনও ভাবেই স্কুল-কলেজ খোলা হবে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'

 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...