শনিবার, ১৩ জুন, ২০২০

থানার উদ্বোধন কবে , অপেক্ষায় সাগরপাড়া

সাগরপাড়ায় আলাদা একটি থানা তৈরির দাবি দীর্ঘদিন ধরেই তুলছিলেন স্থানীয় বাসিন্দারা । এমনকি , থানা ভবন তৈরির জন্য এলাকায় চাঁদা তুলে জমিও কিনে দেওয়া হয়েছিল স্থানীয় ব্যবসায়ী সমিতির তরফে । মাসকয়েক আগে । স্থানীয় বাসিন্দাদের দাবি মেনে , একটি বাড়ি ভাড়া নিয়ে তৈরি হয় প্রস্তাবিত থানা ভবন । পরিকাঠামাে তৈরি , উদ্বোধনের দিনক্ষণও ঠিক হয়ে গিয়েছিল । কিন্তু সাহেবনগরে গােলমালে গুলি চললে মৃত্যু হয়েছিল দু'জনের । তাতেই পিছিয়ে গিয়েছে থানার উদ্বোধন , এমনই দাবি স্থানীয়দের । সীমান্তবর্তী এলাকার থানা জলঙ্গি । ফলে পাচার - সহ নানান অপরাধ লেগেই থাকে । পাচারকারীদের মধ্যে গােলমালে খুন , গুলি চালানাের ঘটনাও আকছার ঘটে বলে দাবি স্থানীয়দের । তাঁরা বলছেন , মাসকয়েক আগে জলঙ্গির ঘােষপাড়া এলাকায় পাচারকারীদের
মধ্যে গোলমালের জেরে খুন হন কয়েকজন । তাছাড়া , যেখানে বর্তমানে থানা ভবন রয়েছে , সেখান থেকে জলঙ্গির অন্য প্রান্তের দূরত্ব কুড়ি - পঁচিশ কিমি । ফলে জলঙ্গি থানা থেকে ওই সব এলাকায় নজরদারি চালানাে কঠিন হয়ে পড়ে বলে দাবি পুলিশের । এক পুলিশ কর্তা বলছেন , “ ধনিরামপুর ; খয়েরতলা , কাকমারিচরে কোনও ঘটনা ঘটলে জলঙ্গি থেকে যেতে ঘন্টাখানেক লেগে যায় । সাগরপাড়ায় থানা তৈরি হলে ওই এলাকায় পৌঁছনাে অনেক সহজ হবে । ” পুলিশ কর্তাদের আরও দাবি , শুধু যাতায়াতের সুবিধার জন্যই নয় , ওই থানা হলে সীমান্ত এলাকায় অপরাধের ঘটনাও কমবে । জলঙ্গি ব্লকে মােট দশটি গ্রাম পঞ্চায়েত । এর মধ্যে পাঁচটি গ্রাম পঞ্চায়েত নিয়ে তৈরি করা । হচ্ছে প্রস্তাবিত সাগরপাড়া থানা । জলঙ্গির সিপিএমের এরিয়া কমিটির সম্পাদক ইমরান হােসেন বলছেন , ‘ সাগরপাড়ায় থানা তৈরির দাবি দীর্ঘদিনের । নতুন থানা হলে । অবশ্যই জলঙ্গির মানুষ উপকৃত হবেন । কমবে অপরাধ । " জলঙ্গির বিধায়ক তৃণমূলের আব্দুর রাজ্জাক মণ্ডল বলেন , “ আশা করি , শীঘ্রই সাগরাপাড়ায় নতুন থানা হবে । ” সাগরপাড়ার বাসিন্দা বিষ্ণু সরকার বলছেন , “ সাগরপাড়ায় থানা তৈরি হলে অপরাধ কমবে বলেই ধারণা আমাদের । সব পরিকাঠামাে থাকা সত্ত্বেও কেন থানার উদ্বোধন হচ্ছে । না , বুঝতে পারছি না আমরা । ” মুর্শিদাবাদের পুলিশ সুপার কে শবরী রাজকুমার বলেন , " ওই থানা উদ্বোধনের প্রস্তুতি নেওয়া হয়েছিল একটা সময়ে কিন্তু বিশেষ কারণে । সেটা পিছিয়ে যায় । তবে আমরা দ্রুত ওই থানা উদ্বোধনের প্রক্রিয়া শুরু করেছি । সরকারি অনুমােদন পেলে উদ্বোধন হবে । ”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'

 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...