মঙ্গলবার, ১৯ মে, ২০২০

KalyaniUniversity এর ফাইনাল বর্ষের পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে Petition দাখিল

Kalyani University এর ফাইনাল বর্ষের 3rd year এর স্টুডেন্টরা পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে Petition দাখিল করলো।তাদের দাবি করোনা আতঙ্কে পরীক্ষা না নিয়ে সকলকে Average নাম্বার দিয়ে দেওয়া হোক।তাদের বক্তব্য পরীক্ষা দিতে গিয়ে যদি কোনো স্টুডেন্ট করোনা আক্রান্ত হয় তার দায়িত্বতো  ইউনিভারর্সিটি বা কলেজ নিবেনা।এই ইউনিভারর্সিটির অন্তর্গত নদীয়া-মুর্শিদাবাদ মিলে প্রায় 41 টার বেশি কলেজ আছে।স্টুডেন্টরা পরীক্ষা না দেওয়ার পক্ষে একটা বিশাল গ্রুপ তৈরী করেছে যা 24 ঘন্টার মধ্যে বিশাল সাড়া জাগিয়েছে। প্রেসিডেন্সি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরীক্ষা না নিয়ে অভ্যন্তরীন মূল্যায়নের ভিত্তিতে গ্রেড দিয়ে স্টুডেন্টদের নাম্বার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
কিন্তু Average নাম্বার দিলেও জেনারেল কোর্স বা পাস কোর্সের স্টুডেন্টদের অতোটা নাম্বারের ভূমিকা না থাকলেও ,অনার্সের স্টুডেন্টদের তাদের অনার্স টেকানোর জন্য নূন্যতম 50% নাম্বার দিতে হবে ইউনিভার্সিটিগুলোকে।

তাই যদি Average নাম্বার দিলেও স্টুডেন্টদের ভবিষ্যতের কথা ভেবে সকল ছাত্ৰ-ছাত্রীকে নূন্যতম 50% নাম্বার দিতে হবে।

Can you help him out by signing this petition?
http://chng.it/BPj9Yg9n

https://www.facebook.com/ItyadiNewsMsd/

৪টি মন্তব্য:

  1. I agree with this petition. Delaying in exam will cost us one more year lag. So it would be our request to the university to cancel the final year exam of 2019-2020.
    Along with it is requested to grant all hons. and pass students with a minimum of 50% marks in this term of exam.

    উত্তরমুছুন
  2. We request to kalyani University please cancel the 3rd year final exam and all pass students with minimum 55% marks.. Because in future any competitive exam require at least 55% marks to sit for the exams..

    উত্তরমুছুন
  3. We think our life is more important than the exam.so we kindly appeal that stop this exam.nd give abar age marks through previous years results.So we r thank ful to authority.☺️

    উত্তরমুছুন

পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'

 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...