শুক্রবার, ২৯ মে, ২০২০

কলেজ-বিশ্ববিদ্যালয় কবে খুলবে? কীভাবে হবে পরীক্ষা? বৈঠকে বসছেন উপাচার্যরা

  • এখনও পর্যন্ত যা ঘোষণা তাতে ১০ জুন পর্যন্ত রাজ্যে সব রকমের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকছে। তবে উমফান ঘূর্ণিঝরের ক্ষতি ও বহু স্কুলে কোয়ারেন্টাইন সেন্টার হওয়ায় সরকারি ও সরকার পোষিত স্কুল বন্ধ থাকবে ৩০ জুন পর্যন্ত।


কবে খুলবে রাজ্যের কলেজ, বিশ্ববিদ্যালয় তা এখনও ঠিক হয়নি। খোলার পরে কী ভাবে পরীক্ষা হবে, কবে হবে তাও ঠিক হয়নি। তবে শীঘ্রই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। এদিন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন শুরু ও পরীক্ষা নিয়ে শুক্রবারই বৈঠকে বসছেন রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। সেখানেই ঠিক হবে কোথায়, কবে, কীভাবে লেখাপড়া ও পরীক্ষা শুরু হবে। উপাচার্য পরিষদের সেই বৈঠকে হওয়া সিদ্ধান্ত পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে উচ্চ শিক্ষা দফতর। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এখনও পর্যন্ত রাজ্য সরকারের হাতে নির্দিষ্ট কোনও গাইডলাইন নেই। তিনি আলাদা আলাদা করে অনেক উপাচার্যের সঙ্গে কথা বললেও এদিনের বৈঠকেই মূল আলোচনা হবে। ঠিক হবে সিবিসিএস পদ্ধতি মেনে কীভাবে পরীক্ষা নেওয়া যায়।


এখনও পর্যন্ত যা ঘোষণা তাতে ১০ জুন পর্যন্ত রাজ্যে সব রকমের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকছে। তবে উমফান ঘূর্ণিঝরের ক্ষতি ও বহু স্কুলে কোয়ারেন্টাইন সেন্টার হওয়ায় সরকারি ও সরকার পোষিত স্কুল বন্ধ থাকবে ৩০ জুন পর্যন্ত। চলতি সপ্তাহেই সেই ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু কলেজ-বিশ্ববিদ্যালয় কবে নাগাদ খুলতে পারে এখনও পর্যন্ত সে ব্যাপারে কোনও ইঙ্গিতও মেলেনি। বেসরকারি স্কুল খোলাসম্পর্কেও নতুন করে কিছু বলা হয়নি রাজ্যের তরফে।
এদিন শিক্ষামন্ত্রী সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, “উমফান ঘূর্ণিঝড়ে রাজ্যের বহু কলেজের অনেক ক্ষতি হয়েছে। সেই ক্ষতির পরিমাণ প্রায় ৪০ কোটি টাকা।” গ্রামাঞ্চলে অনেক কলেজে ও বিশ্ববিদ্যালয়ে গাছ পড়ে গিয়েছে। তিনি বলেন, যে সব গাছ পড়ে গিয়েছে সেগুলিকে বাঁচানোর চেষ্টা করতে হবে। একান্তই বাঁচানো না গেলে একটি বদলে একটি গাছ রোপন করতে হবে। তবে সেকাজ এখনই না করলেও পর করতে হবে। এই ব্যাপারে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে এখন থেকেই পরিকল্পনা তৈরির নির্দেশ দেন শিক্ষামন্ত্রী।

যদিও এমন পরিস্থিতিতে করোনার ভয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে অনেক স্টুডেন্টই পরীক্ষার বিরুদ্ধে, তাদের দাবি গড় নম্বর।ইতিমধ্যে #againstexam গ্রুপের মাধ্যমে তারা বিরোধিতা করেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'

 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...